Monthly - মাসিক |
---|
কুম্ভ রাশির সেপ্টেম্বর মাস ২০২৫ এর রাশিফল কেমন কাটবে..? স্বাস্থ্য - এই মাসে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে সেরকম একটা সমস্যা থাকবে না যদি আপনি কোন লম্বা ট্রাভেলিং এ যান তাহলে জার্নির কারণে আপনার একটু হেডেক হতে পারে এবং একটু-আধটু চোট লাগতে পারে যদি ডেট বলেন তাহলে ১৪ ই ১৫ ই সেপ্টেম্বরের আগে, এবং যদি এই চোটের কথা বলেন তাহলেই এমন কোন বড় সমস্যা বা এমন কোন বড় অ্যাক্সিডেন্ট হবে না যাতে আপনারা বিশাল কোন প্রবলেম এ পড়েন ছোটখাটো সামান্য হয়তো হাতে বা পায়ে চোট লাগতে পারে। এবং এই চোট হয়তো আপনার ট্রাভেলিং এ যাওয়ার পথে হতে পারে। এবং এর সাথে সাথে পেটের সাথে রিলেটেড তোমাকে সাথে রিলেটেড লিভারের সাথে রিলেটেড সমস্যা আপডাউন করতে পারি সেটিও চৌদ্দই পনেরই সেপ্টেম্বর এর আগে, কিন্তু এরপরও আপনার ইমিউনিটি লেভেল স্ট্রং থাকবে এছাড়া আপনার সেপ্টেম্বর মাসে কোনরকম কোন প্রবলেম হবে না। শিক্ষা - যদি আপনার exam 15ই সেপ্টেম্বরের পরে হয় বাহ আগেই হোক তাহলে বলবো কোন রকম কোন সমস্যা নেই আপনার এক্সাম ভালই যাবে কিন্তু যদি বলেন বেশি ভালো হওয়ার সম্ভাবনা কবে থেকে তাহলে বলব ১৫ ই সেপ্টেম্বরের পর থেকে আপনার স্টাডি খুবই ভালো যাবে যখন আপনার বুধ উচ্চস্থানে থাকবেন। যদি পড়াশোনা নিয়ে কোনরকম প্ল্যানিং করেন বা টিউশনি চেঞ্জ করার কথা ভাবেন নতুন জায়গায় এডমিশন নিতে চান কোন ফর্ম ফিলাপ করতে চান পড়াশোনার সাথে রিলেটেড কিছু ভালো ভাবনা চিন্তা করেন তাহলে বলব এই মাসটি ফুল সাপোর্টিং থাকবে আপনি আপনার পড়াশুনা নিয়ে যা কিছুই করতে চান করে ফেলুন বেশি ভাবনা-চিন্তা করে কোন লাভ নেই। প্রেম জীবন - শুধুমাত্র তিনটি বিষয়ের জন্য আপনার লাভ রিলেশনে প্রবলেম আসতে পারে এক হল আপনার রাগ এবং দু'নম্বর হচ্ছে আপনার কথাবার্তা এবং তিন নম্বর হচ্ছে আপনার সন্দেহ, যদি আপনি আপনার মনে কোন রকম সন্দেহ ঢোকান বা কোন ডাউট ক্রিয়েট করেন তাহলে আপনার রিলেশন ভাঙতে দুমিনিটও টাইম নেবে না এবং আপনার কথাবার্তার কারণে ও আপনার সম্পর্কে বিচ্ছেদ করতে পারে সে ক্ষেত্রে বলবো নিজের কথাবার্তার ওপর কন্ট্রোল করতে হবে নিজের রাগের উপর কন্ট্রোল করতে হবে মাথা গরমের করে এমন কোন কথা বলবেন না যাতে আপনার রিলেশনশিপ নষ্ট হয় কারণ আপনার মধ্যে এই মাসে এরোগেন্স,অ্যাটিটিউড, নিজের ভুলকে একসেপ্ট না করা এই সমস্ত কিছু দেখা যেতে পারে এবং এই কারণেই আপনার লাভ রিলেশনে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এই মাসে আপনাদের লাভ রিলেশন ৬০ ৬৫% ভালো থাকবে। দুজনের মধ্যে মিস understanding হবার সম্ভাবনা রয়েছে without any reason argument aggression হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার মধ্যেও এবং আপনার লাভ পার্টনারের মধ্যেও without any topic. বিবাহিত জীবন -১৭ ই সেপ্টেম্বরের পরে দুটি জিনিস একটি হলো আপনার লাইফ পার্টনারের সাথে কিছু আগ্রুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনার লাইফ পার্টনারের হেলদি কিছু প্রবলেম দেখা যাচ্ছে, যেমন ধরুন আপনার লাইফ পার্টনারের চোখে irritation হওয়া বা জ্বালাপোড়া করা এবং ইমুউনিটি সিস্টেম ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, ১৭ ই সেপ্টেম্বর এর পর থেকে আপনাদের ম্যারেড লাইফে নয় কোন ইস্যু তৈরি হবে ম্যারেড লাইফে কিছু আপডাউন আসবে নয়তো আপনার লাইফ পার্টনারের হেলথে কিছুটা আপ ডাউন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে হয়তো কোন কাফকোল্ড এলার্জি রশেস, ইমিউনিটি ডাউন হয়ে যাওয়া এই সমস্ত বিষয়ে দেখা যেতে পারে। কিন্তু ১৭ ই সেপ্টেম্বর এর আগে অবধি আপনাদের মেরিড লাইফ ভালই কাটবে। ভাগ্য -কোন শুভ কাজ কোন নতুন কাজ কোন মাঙ্গলিক কাজ ইনভেস্টমেন্ট সেল পারচেস কোন মিটিং এটেন্ড ১৫ ই সেপ্টেম্বর এর পরে করলে আপনার জন্য ভালো হবে। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ১৫ সেপ্টেম্বরের পরে একটি ভালো রাজ্যোগ তৈরি হবে। ১৫ ই সেপ্টেম্বর এর পর আপনার ভাগ্য ৯৯% সাধদেবে। আমি আবারও বলছি আমি বারোটির রাশির বেসিকে কি হওয়ার সম্ভাবনা রয়েছে বা কি কি হতে পারে সেটি খালি আপনাদেরকে জানাচ্ছি কিন্তু যদি আপনাদের সাথে এরকম কিছু না হয় তাহলে আপনাদের জন্ম কুষ্ঠী অবশ্যই রেকটিফাই করতে হবে এক্সাক্ট জানার জন্য। কর্মজীবন -১৪ ই সেপ্টেম্বর অব্দি আপনার ক্যারিয়ারে কিছু অফস্ট্রাকাল, কিছু টেনশন,শ্ত্রুতা কাজে মন না বসা এই সব হবার সম্ভবনা রয়েছে এবং 14ই সেপ্টেম্বর এর পর ভালোই হবে যদি আপনার ক্যারিয়ারে আগে থেকে কোনো রকম প্রবলেম থেকে থাকে বা আপনি কোন কিছু অ্যাচিভ করতে পারছিলেন না আপনার একটার পর একটা প্রবলেম আসছিল আপনার টার্গেট অ্যাচিভ করতে পারছিলেন না আপনার কাজের জায়গায় টেনশন ছিল আপনার বসকে নিয়ে টেনশন ছিল আপনার কলেজের কি নিয়ে টেনশন ছিল এই সমস্ত কিছু প্রবলেম ১৪ ই সেপ্টেম্বরের পর থেকে আপনার শেষ হয়ে যাবে। এবং 14 সেপ্টেম্বরের পর থেকে আপনার টার্গেট ফুল ফিল হবে আপনি রিলাক্স ফেল করবেন আপনার মধ্যে কনফিডেন্স এবং স্ট্রেন্থ থাকবে, এবং এই মাসের জব পাওয়ার পসিবিলিটি একটু কম রয়েছে কিন্তু তারপরও আপনি জবের জন্য চেষ্টা করলে জব পেলেও পেতে পারেন। Tips or উপায় - শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন,পাখিদের এবং রাস্তার কুকুর দের খবর খাওয়ান, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন ১০৮ বার। এবং সকালবেলা সূর্যকে প্রণাম করুন সূর্যকে জল দিন। ------------------------------------------ How will the horoscope of Aquarius for September 2025 be..? Health - Your health will be fairly good this month, there will be no such problem. If you go on a long journey, you may have a headache due to the journey and may get a little injury. If you say the date, then before September 14th or 15th. And if you talk about this injury, then there will be no such big problem or such a big accident that you will face any big problem. A small injury may be in your hand or foot. And this injury may be on the way to your journey. And along with this, you can also get problems related to the stomach, related to the liver, that too before September 14th or 15th, but even then your immunity level will be strong. Apart from that, you will not have any problem in the month of September. Education - If your exam is after September 15th or even before then I would say there is no problem, your exam will go well but if you ask when it is likely to be better then I would say your studies will go very well from September 15th when your Mercury will be in a high position. If you are planning any kind of studies or thinking about changing tuition, want to take admission in a new place, want to fill up any form, think of some good ideas related to studies then I would say this month will be fully supportive, do whatever you want to do with your studies, there is no use in thinking too much. Love Life - There can be problems in your love relationship for only three reasons, one is your anger and number two is your talk and number three is your doubt, if you create any doubt in your mind then it will not take even two minutes to break your relationship and because of your talk it can also break up with you, in that case I will say that you have to control your talk, you have to control your anger, do not say anything rashly that will ruin your relationship because this month you may see arrogance, attitude, not accepting your mistakes and this is why some problems may be created in your love relationship. This month your love relationship will be 60-65% good. There is a possibility of misunderstanding between the two without any reason, there is a possibility of argument aggression between you and your love partner without any topic. Married life - After September 17th, there are two things, one is that there is a possibility of some disagreement with your life partner or some health problems of your life partner are seen, for example, there is a possibility of irritation or burning in your life partner's eyes and the immune system is down, after September 17th, there will be some issues in your married life, there will be some ups and downs in your married life or there is a possibility of some ups and downs in your life partner's health. Suddenly, there may be some cold, allergy, rashes, immunity down, all these things can be seen. But before September 17th, your married life will be good. Luck - If you do any good work, any new work, any auspicious work, investment, sale, purchase, any meeting attendance after September 15th, it will be good for you. Because for Aquarius people, a good Rajyog will be created after September 15th. After September 15th, your luck will be 99% successful. I repeat, I am just telling you what is likely to happen or what can happen in the basic of the twelve zodiac signs, but if nothing like this happens to you, then you must rectify your birth horoscope to know exactly. Career - Till September 14th, there is a possibility of some setbacks in your career, some tension, enemies, lack of focus on work, all these are possible and after September 14th, it will be good if there was any problem in your career before or you were not able to achieve anything, you were facing one problem after another, you were not able to achieve your target, you had tension at work, you had tension with your boss, you had tension with your college, all these problems will end for you after September 14th. And after September 14, your target will be full, you will relax, you will have confidence and strength, and the possibility of getting a job this month is a little less, but still if you try for a job, you can get it. Tips or remedies - Recite the seed mantra of Venus, feed the birds and street dogs, recite the seed mantra of Shani Dev 108 times. And bow to the sun in the morning, give water to the sun. ------------------------------------ কুম্ভ রাশি 2025 কেমন হবে আপনাদের জন্য - পুরো জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বছর হবে এটা :- তাহলে চলুন জেনে নিন কুম্ভ রাশি 2025 সাল কেমন হবে। এই রাশিটি হল আপনার একাদশ রাশি। ভূমিকা - বৃহস্পতি ২০২৫ এর ১৫ ই মে পর্যন্ত চতুর্থ স্থানে আছেন এরপর পঞ্চম স্থানে প্রবেশ করবেন এবং পুরো বছর এখানেই থাকবেন। বৃহস্পতি হলেন একাদশ ও দ্বিতীয় স্থানের অধিপতি। শনির সাড়ে সাথের তৃতীয় অধ্যায় ২০২৫ এ ৩০ শে মার্চ পর্যন্ত চলবে, উনি প্রথম গৃহে আপনার রাশিতেই আছেন এরপর দ্বিতীয় গৃহে প্রবেশ করবেন, বর্তমানে উনি রাজযোগ বানিয়ে বসে আছেন। কলিযুগের রাজা হলেন এই রাহু এবং কেতু রাহু দ্বিতীয় স্থানে এবং কেতু অষ্টম স্থানে বিরাজ করছেন১৮ ই মেএর পর রাহু প্রথম গৃহে প্রবেশ করবেন কেতু সপ্তম গৃহে প্রবেশ করবেন। রাহু আপনার রাশিতে প্রবেশ করবেন এবং শনি আপনার রাশি থেকে বেরিয়ে যাবেন বড়ই অদ্ভুত ব্যাপার ঘটবে। স্বাস্থ্য - বৃহস্পতি আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করবে । শনির সাড়ে সাতির দ্বিতীয় অধ্যায় এতদিন ধরে চলছিল এইবার ৩০ শে মার্চের পর থেকে তার তৃতীয় অধ্যায় শুরু হবে সুতরাং স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। নিজের ইমিউনিটি সিস্টেম যাতে দুর্বল না হয়, গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা যাতে না হয় তাই জন্য বাইরের ফাস্টফুড খাওয়া একেবারেই চলবে না। ১৮ই মে এর পর রাহু প্রথম গৃহে প্রবেশ করবে সুতরাং এর আগে আপনার দাঁতের সমস্যা হতে পারে এছাড়া চোখে ইরিটেশন বা স্কিন অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে তাই ত্বকের যত্ন নেবেন। শিক্ষা -বৃহস্পতি পঞ্চম গৃহে প্রবেশ করার ফলে আপনার বুদ্ধিমত্তা বাড়বে পড়ার প্রতি একাগ্রতা ও এনার্জিও বাড়বে আপনি যে কোন ভালো জায়গায় এডমিশন নিতে পারেন এবং from ফিলাপ করতে পারেন। যখন শনিদেব এই রাশি থেকে বেরিয়ে যাবেন তখন শিক্ষার্থীরা যে জায়গায় আটকে ছিল এবার তাদের সব রাস্তা খুলে যাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে । তাদের পরীক্ষার ফল ও ভালো হবে। রাহু দ্বিতীয় স্থানে প্রবেশ করার ফলে আপনি চতুর ও চালাক হতে শিখবেন যেটা আপনার শিক্ষার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। কিন্তু মাঝে মাঝে আপনার মনটা একটু চঞ্চল ও অস্থির হয়ে উঠবে। প্রেম জীবন - ১৫ মিনিট পর বৃহস্পতি যখন পঞ্চম গৃহে প্রবেশ করবে তখন আপনার প্রেম জীবন আরো ভালো হয়ে উঠবে। আপনাদের ভেতরের অনুভূতি আরো শক্তিশালী হবে এবং প্রেম আরো গারো হয়ে উঠবে। ৩০ শে মার্চের পর যখন শনিদেবের সাড়ে সাতির তৃতীয় অধ্যায় শুরু হবে তখন তাড়াহুড়ো করে প্রেম জীবনে কোন সিদ্ধান্ত নেবেন না, কারণ যখনই চন্দ্রমার উপর শনি থাকে তখন মানুষের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা অনেক বেড়ে যায় তখন ভালো কাজের থেকে অনেক বেশি খারাপ কাজ হয়। আপনার একটু ভুলের জন্য আপনাদের সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে। ১৮ই মেয়ের আগে রাহু এবং কেতু আপনার প্রেম সম্পর্কে বাধার সৃষ্টি করতে পারে। তাই নিজেদের ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখবেন কারণ ছোটখাটো ব্যাপারে আপনাদের মধ্যে argument হবার সম্ভাবনা আছে। বৈবাহিক জীবন - ১৫ ই মে এর পর বৃহস্পতি যখন পঞ্চম স্থানে প্রবেশ করবে এটা সন্তানদের নিয়ে খুবই শুভ সময় আপনি সন্তানের প্ল্যানিং করতে পারেন। আপনার মনের সকল ইচ্ছা তখন পূরণ হবে। ৩০ শে মার্চের পর শনি যখন দ্বিতীয় গৃহে প্রবেশ করবে তখন শনির সাড়ে সাতির তৃতীয় অধ্যায় শুরু হবে আপনার ভেতর পরিবারকে নিয়ে দায়িত্ব কিছুটা কমে যাবে।আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ছিল তার ব্যাক পেইন,তার শারীরিক দুর্বলতা,তার পায়ের ব্যথা সবকিছু ঠিক হয়ে যাবে। চন্দ্রমার উপর শনি ছিল চন্দ্রমা হল মা এবং শনিদেব হলেন মায়ের কারক। গত আড়াই বছর ধরে আপনি মাকে নিয়ে যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা দূর হয়ে যাবে। ১৮ই মে এর আগে রাহু এবং কেতুর ফলে আপনাদের মধ্যে মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। ভাগ্য - বৃহস্পতি চতুর্থ স্থানে থাকা মানে সেটা হল আপনার জন্য শুভ সময়, ধন লাভের যোগ দেখা যাচ্ছে, আপনি নিজের প্রপার্টিকে বাড়ানোর কথা ভাববেন। ২০২৪ সালে যেটা আপনার দ্বারা সম্ভব হয়নি আপনি সেই কাজ 2025 সালে করতে সক্ষম হবেন। নিজের পুরনো ঘরকে মডিফাই করার কথা ভাববেন। বৃহস্পতির দৃষ্টি যখন ভাগ্যের স্থানে পড়বে তখন অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন, আপনার মেন্টালিটি তখন ভালো হয়ে যাবে।আপনার ভেতরে পজিটিভিটি তখন কাজ করবে এবং আপনার এনার্জি বাড়বে।ভাগ্য আপনার ভালো ফল দেবে।আপনার ভাগ্যে যে সকল বাধা ছিল সেগুলো সব দূর হয়ে যাবে কারণ বৃহস্পতি হলেন ভাগ্যের কারক। আপনি তখন শুভ কাজ বা মঙ্গলই কাজ করতে পারবেন। শনিদেব আপনাকে দায়িত্ববান হতে শেখাবে, পরিশ্রমী করে তুলবে এবং আধ্যাত্মিক দিকে আপনার মনটাকে নিয়ে যাবে। ৩০ শে মার্চের আগে পর্যন্ত এগুলো আপনার ভিতরে থাকবে, এরপর শনির তৃতীয় অধ্যায় শুরু হবে সুতরাং তাড়াহুড়ো করে কোন বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। কর্মজীবন - বৃহস্পতি চতুর্থ স্থানে থাকা মানে শুভ সময় আপনার জন্য। আপনি ছোটখাটো জিনিস বা প্রপার্টি নিয়ে ডিল করতে পারেন পুরনো জিনিসকে নতুন করে তৈরি করতে পারেন। নতুন গাড়ি ক্রয় করতে পারেন। আপনার কর্মের জায়গায় প্রফিট হবে।প্রমোশন আসবে কর্মক্ষেত্রে।ফাইনান্সিয়াল পজিশন বাড়বে।নতুন কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনা আছে।বিজনেসে প্রফিট হবে এবং নতুন বিজনেস শুরু করার জন্য আপনি টাকাও ইনভেস্টমেন্ট করতে পারেন। যখন শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম,নবম ও দশম গৃহের উপর তখন কর্মজীবনে আপনার গ্রোথ হবার চান্স আছে। আপনার পরিশ্রমের হিসেবে আপনি সুফল পাবেন। আপনার কাজে প্রফিট আসবে, 2025এ মার্চের পর আপনি লোন নিতে পারবেন। construction এর কাজ,নতুন মেশিন বা ইলেকট্রিকের জিনিসের সাথে আপনি যুক্ত হয়ে কাজ করতে পারেন। আপনি চাইলে যে কোন জিনিস পারচেস্ট করতে পারেন। রাহু দ্বিতীয় স্থানে প্রবেশ করার ফলে আপনার ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে কোথায় কি বলবেন কতটুকু বলবেন সেটা শেখাবেন উনি আপনাকে। কেতু আপনার মনের মধ্যে ভয় তৈরি করবেন যেকোনো কাজ করার আগেই আপনি একটু ইতস্তত বোধ করবেন। Tips or উপায় - শনির বীজ মন্ত্র ১০৮ বার পাঠ করবেন ওঁ প্রাম প্রীম প্রোম সঃ শনিচরায় নমঃ। হনুমান চল্লিশার পাঠ করবেন প্রত্যেকদিন এবং সূর্যকে জল দিয়ে প্রণাম করবেন। এবং গণেশ দেবতার আরাধনা করবেন। How will Aquarius 2025 be for you - This will be the most important year of your entire life :- So let's know how Aquarius 2025 will be. This sign is your eleventh sign. Introduction - Jupiter is in the fourth place till May 15, 2025 and then will enter the fifth place and will remain here for the whole year. Jupiter is the lord of the eleventh and second places. The third chapter of Saturn's half-sate will continue till March 30, 2025, he is in the first house in your sign and then will enter the second house, currently he is sitting in Rajyoga. This Rahu and Ketu are the kings of Kali Yuga. Rahu is in the second place and Ketu is in the eighth place. After May 18, Rahu will enter the first house and Ketu will enter the seventh house. Rahu will enter your sign and Saturn will leave your sign, a very strange thing will happen. Health - Jupiter will help increase your immunity system. The second chapter of Saturn's Sade Sati has been going on for a long time, this time its third chapter will start from March 30th, so you have to take special care of your health. To avoid weakening your immunity system, gastric or digestive problems, eating fast food from outside is not allowed at all. After May 18, Rahu will enter the first house, so before that you may have dental problems, besides, there is a possibility of eye irritation or skin allergy, so take care of your skin. Education - Jupiter entering the fifth house will increase your intelligence, concentration and energy towards studies will also increase, you can take admission in any good place and can fill up from there. When Shani Dev leaves this zodiac sign, all the roads will open for the students where they were stuck, they will be able to take the right decisions. Their exam results will also be good. As Rahu enters the second house, you will learn to be clever and clever, which is very necessary for your education. But sometimes your mind will become a little restless and restless. Love Life - After 15 minutes, when Jupiter enters the fifth house, your love life will become better. Your inner feelings will become stronger and love will become more intense. After March 30, when the third chapter of Shani Dev's half-sati starts, do not take any decision in your love life in a hurry, because whenever Saturn is on the moon, negative thoughts increase a lot among people, more bad deeds are done than good deeds. Your relationship can break up due to a little mistake of yours. Before 18th of May, Rahu and Ketu can create obstacles in your love relationship. So control your language because there is a possibility of arguments between you on small matters. Marital life - After 15th May, when Jupiter enters the fifth house, it is a very auspicious time for children. You can plan for children. All your wishes will be fulfilled then. After 30th March, when Saturn enters the second house, the third chapter of Saturn's half sati will start. Your responsibility towards your family will decrease a bit. The worries about your life partner's health, his back pain, his physical weakness, his leg pain will all be fixed. Saturn was on the moon. Moon is the mother and Shanidev is the cause of mother. The trouble you were going through with your mother for the last two and a half years will go away. Before 18th May, there is a possibility of disagreement between you due to Rahu and Ketu. Try to control yourself. Luck - Jupiter being in the fourth house means that it is a good time for you, there is a connection of wealth, you will think about increasing your property. What you could not do in 2024, you will be able to do in 2025. Think about modifying your old house. When Jupiter's gaze falls on the luck house, you will be able to do many big achievements, your mentality will improve. Positivity will work inside you and your energy will increase. Luck will give you good results. All the obstacles that were in your luck will be removed because Jupiter is the factor of luck. You will then be able to do good work or good deeds. Shani Dev will teach you to be responsible, make you hardworking and take your mind towards the spiritual direction. These will remain within you till March 30th, after which the third chapter of Saturn will start, so do not take any decision in a hurry. Career - Jupiter being in the fourth house means a good time for you. You can deal with small things or properties, you can make old things new. You can buy a new car. You will make profit at your workplace. Promotion will come at work. Financial position will increase. There is a possibility of getting engaged in new work. There will be profit in business and you can also invest money to start a new business. When the seventh aspect of Shani Dev falls on the eighth, ninth and tenth houses, then there is a chance of growth in your career. You will get benefits as a result of your hard work. You will get profit in your work, you can take a loan after March 2025. You can get involved in construction work, new machines or electrical things. You can purchase any thing you want. Rahu entering the second place will increase your management skills, he will teach you where to say what and how much to say. Ketu will create fear in your mind, you will feel a little hesitant before doing any work. Tips or remedies - Chant the Shani seed mantra 108 times Om Pram Prem Prom Sa Shanicharaya Namah. Chant Hanuman Chalisha every day and bow to the Sun with water. And worship Ganesh Devta. |