Monthly - মাসিক |
---|
মেষ রাশির সেপ্টেম্বর মাস ২০২৫ এর রাশি ফল কেমন কাটবে। স্বাস্থ - আপনাকে একটু আপনার হেলথ এর থেকে বিশেষ নজর রাখতে হবে আপনার ইমিউনিটি সিস্টেম কম হতে পারে। কাফকোল্ড হবার সম্ভাবনা রয়েছে ফিভার হতে পারে হেডেক হতে পারে বিশেষ করে 15ই সেপ্টেম্বরের আগে অব্দি আপনাকে একটু আপনার হেলথ এর দিকে বিশেষ নজর রাখতে হবে। মঙ্গল যখন আপনার সেভেন হাউসের ট্রানজিট করবেন এবং ফাস্ট হাউজের দৃষ্টি দেবেন তখন আপনার জন্য ভালো সময় আসতে পারি শুধু নিজের এগ্রেশন উপর কন্ট্রোল করতে হবে। শিক্ষা - সূর্য ১৭ই সেপ্টেম্বর অব্দি পঞ্চম হাউসেই থাকবেন সেক্ষেত্রে আপনার যদি কোনরকম এক্সাম ১৬ই সেপ্টেম্বরের আগে থাকে তাহলে আপনার জন্য খুবই ভালো থাকবে, কিন্তু যখন সূর্য আপনার সিক্স হাউজের ট্রানজিট করবেন ১৭ ই সেপ্টেম্বরের পর তখন অতটাও বেটার থাকবে না। যদি আপনার মনে কোন রকম প্রশ্ন থাকে আপনার এক্সাম নিয়ে বা পড়াশোনা নিয়ে তাহলে বলব ১৭ ই সেপ্টেম্বর এর আগে অবধি খুব ভালোই কাটবে। যদি আপনি কোন রকম ডিসিশন নিতে চান কোথাও এডমিশন নিতে চান বাট টিচার চেঞ্জ করতে চান পড়াশোনা নিয়ে যেকোন চিন্তাভাবনা যদি করতে চান তাহলে বলবো ১৭ ই সেপ্টেম্বরের আগে করে নেওয়াই ভালো। প্রেম জীবন - এই সেপ্টেম্বর মাসে আপনাদের লাভ রিলেশনে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মনে কনফিউশন চলতে পারে বা কখনো কখনো দুজন দুজনাকে ইগনোর করার টেন্ডেন্সি মাথায় আসতে পারে। যদি আপনি রিলেশন ভালো রাখতে চান তাহলে বলব আপনার রাগের উপর কন্ট্রোল করতে হবে এগ্রেশন কন্ট্রোল করতে হবে এবং ছোট ছোট বিষয় নিয়ে কোন রকম কোন বড় ঝুর ঝামেলা না করাই ভালো। কিন্তু ভালো বিষয় হচ্ছে একটাই যতই দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হোক ভুল বোঝাবুঝি হোক বা কোন রকম কনফিউশন হোক সমস্যা ঠিকই মিটে যাবে তার জন্য দুজনকে একটু এডজাস্ট করতে হবে, যদি টাইম জিজ্ঞাসা করেন তাহলে বলব ১৭ ই জুলাই থেকে ২৭ শে জুলাই অব্দি দুজনার মধ্যে এরকম ছোটখাটো বিষয় নিয়ে কোন রকম ঝামেলা সৃষ্টি হতে পারে। বিবাহিত জীবন -এই মাসে মোটামুটি আপনাদের মেড লাইফ ভালই কাটবে কোথাও দূরে ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে অথবা কোন নতুন জিনিস দামি জিনিস পারচেস করতে পারেন। যদি আপনার মধ্যে কোন রকম কমপ্লেন থাকে যে আপনার পার্টনার আপনাকে কোন রকম টাইম দিচ্ছে না তাহলে বলব এই সেপ্টেম্বর মাস এরকম কোন প্রশ্ন আপনার মধ্যে আর থাকবে না। দুজনের মধ্যে কোনরকম আগের ঝামেলা বা মিস আন্ডারস্ট্যান্ডিং কোনরকম কনফিউশন ছিল সেই সমস্ত কিছু মিটে যাবে এবং এর সাথে সাথে ইসপিচুয়াল কানেকশন ভালো থাকবে। ভাগ্য- এই মাসে আপনার ভাগ্য ভালই কাটবে কিন্তু সেটা ১৪ই সেপ্টেম্বরের পর থেকে যদি আপনি কোন শুভ কাজ করতে চান কোন মাঙ্গলিক কাজ করতে চান যদি কোন প্রপার্টি ডিল করতে চান বা কোন বড় জিনিস পারচেজ করতে চান তাহলে বলব ১৪ই সেপ্টেম্বরের পরে করলে আপনার জন্য বেশি সফল হবে। যদি আপনার মধ্যে কোন প্রশ্ন থাকে স্টক মার্কেট শেয়ার মার্কেট বা ট্রেডিং নিয়ে তাহলে বলবো আপনি ১৫ ই সেপ্টেম্বরের পরে করুন। এবং যদি কোন রকমের কোন বড় পেমেন্ট ইনভেস্ট করতে চান তাহলে এই মাসে আপনার জন্য সফলদায়ক থাকবে। কর্মজীবন - এই মাসে আপনার ফড়েন ট্রাভেল হতে পারে, বিজনেস এর দিক দিয়ে বা ব্যবসার দিক দিয়ে আপনার উন্নতি হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল রোড বাড়তে পারে। এর সাথে সাথে আরেকটি বিষয় হল যদি আপনাদের জন্ম খুষ্টিতে শনি খারাপ থাকে তাহলে তাহলে বলব একটু সামান্য কাজের প্রেসার বাড়তে পারে পলিটিক্স মারতে পারে ছোট ছোট বিষয় নিয়ে টেনশন বাড়তে পারে এবং এর সাথে সাথে কিছুটা দায়িত্বও বাড়তে পারে এবং যদি আপনার জন্ম কুষ্ঠিতে শনির পজিশান ভালো থাকে তাহলে আপনি ফরেন কান্ট্রিতে নিজের বিজনেস শুরু করতে পারেন নতুন নতুন অপরচুনিটি পেতে পারেন আপনার অনেক রকম ফায়দা হতে পারে, এবং আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রং দেখা যেতে পারে। Tips or উপায় - প্রত্যেকদিন হনুমান চালিশা ফলো করতে হবে, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে হবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সূর্যকে জল দিতে হবে। -------------------------------------------------------------- How will the Aries horoscope for September 2025 turn out? Health - You need to pay special attention to your health, your immunity system may be low. There is a possibility of catching a cold, fever, headache, especially before September 15th, you need to pay special attention to your health. When Mars transits your seventh house and aspects your first house, a good time may come for you, you just need to control your aggression. Education - The Sun will be in the fifth house until September 17th, in that case, if you have any exams before September 16th, it will be very good for you, but when the Sun transits your sixth house after September 17th, it will not be that much better. If you have any questions about your exams or studies, then I would say that it will be very good until September 17th. If you want to take any decision, want to take admission somewhere, want to change teachers, if you want to think about your studies, then I would say it is better to do it before September 17th. Love Life - This September, there may be some misunderstanding in your love relationship, confusion may arise in your mind or sometimes you may have a tendency to ignore each other. If you want to keep your relationship good, then I would say you have to control your anger, aggression and it is better not to make any big trouble over small matters. But the good thing is that no matter how much there is a misunderstanding, misunderstanding or any kind of confusion between the two, the problem will be resolved, for that both of you have to adjust a little, if you ask about the time, then I would say from July 17th to July 27th, any kind of trouble can arise between the two over such small matters. Married life - This month, your married life will be good. You may plan to travel somewhere far or you may purchase some new expensive things. If you have any complaints that your partner is not giving you any time, then I would say that this September month you will no longer have such questions. Any previous problems or misunderstandings or confusions between the two will be resolved and along with this, the spiritual connection will be good. Luck - This month, your luck will be good, but after September 14th, if you want to do any auspicious work, if you want to do any property deal or purchase any big thing, then I would say that doing it after September 14th will be more successful for you. If you have any questions about the stock market or trading, then I would say that you should do it after September 15th. And if you want to invest any big payment, then this month will be successful for you. Career - This month you may travel a lot, you may improve in terms of business or business, your financial road may increase. Along with this, another thing is that if Saturn is bad in your birth chart, then I will say that a little work pressure may increase, politics may kill you, tension may increase over small issues and along with this, some responsibility may also increase and if the position of Saturn in your birth chart is good, then you can start your own business in a foreign country, you may get new opportunities, you may get many benefits, and your financial strength may be seen. Tips or Ways - You should follow Hanuman Chalisa every day, recite the Mangal Bija Mantra, give water to the sun after waking up in the morning.
মেষ রাশি 2025 এর রাশিফল :- কেমন হবে আপনার জন্য।
ভূমিকা - বৃহস্পতি হলেন নবম স্থানের অধিপতি কিন্তু উনি দ্বিতীয় স্থানে বিরাজমান অবস্থায় আছেন,এবং ১৫ই মেএর পর এই বৃহস্পতি রাশির পরিবর্তন হবে। এক বছর বৃহস্পতি একটা রাশিকেই কভার করে তো ১৫ ই মে তে বৃহস্পতি তৃতীয় স্থানে প্রবেশ করবেন। গুরুত্বপূর্ণ চর্চা হলেও শনির সাড়ে সাতি শুরু হয়ে যাবে এর তিনটি অধ্যায় আছে তিনটি ফেস আছে প্রথম অধ্যায়টি শুরু হবে এ বছরের প্রথমে ৩০ শে মার্চ ২০২৫ এ শনির সাড়ে সাত ই প্রথম অধ্যায়। একাদশ স্থান থেকে বেরিয়ে দ্বাদশ স্থানে প্রবেশ করবেন এবং পুরো বছর টাই এখানে থাকবেন এটাই হলো শনিদেবের মহা পরিবর্তন। রাহু আপনার দ্বাদশ স্থানে বিরাজ করছেন 18ই মে পর্যন্ত তারপর একাদশ গৃহে প্রবেশ করবেন 30 শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত রাহু এবং শনি দুজনেই দ্বাদশ স্থানে থাকবেন। কে তুমি ষষ্ঠ স্থানে আছে তবে ১৮ই মেয়ের পর পঞ্চম স্থানে প্রবেশ করবে। স্বাস্থ্য - বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠ এবং অষ্টম স্থানে পড়ার ফলে আপনার ফ্যাটনেস বাড়তে পারে এবং লিভারে হজমের সমস্যা হতে পারে এমন কি স্টমাকে প্রবলেম দেখা দিতে পারে তবে ১৫ ই মে এরপর এইসব সমস্যার সমাধান হয়ে যাবে। শনিদেবের ফলে আপনার স্বাস্থ্যের অনেক পরিবর্তন আসতে পারে। শনির সাড়েসাতির ফলে আপনার এনার্জি লেভেল একটু ডাউন হয়ে যেতে পারে। হেডেক ও মাথা ব্যথা ও হতে পারে। রাহু ও কেতুর ফলে স্কিনের সমস্যা দেখা দিতে পারে। শিক্ষা - পড়ার প্রতি একাগ্রতা ও এনার্জি লেভেল বাড়াতে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে এবং আপনার ভেতরে বুদ্ধিমতাও বাড়াবে। শনির সাড়েসাতির ফলে শুরুতে একটু সমস্যা হবে পরে কনফিডেন্স লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। রাহু এবং কেতু আপনার মনে কনফিউশন তৈরি করতে পারে এবং মনকে চঞ্চল করতে পারে। প্রেম জীবন - ১৫ ই মে এরপর মেষ রাশির জাতক-জাতিকাদের বিবাহ যোগের সম্ভাবনা আছে। তাই প্রেম জীবনে আপনাদের ভালোবাসা আরো বেড়ে উঠবে। শনি সাড়ে সাতির ফলে আপনার প্রেম জীবনে একটু বাধা আসতে পারে তাই নিজের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। কোন তর্কবিতরকে নিজেকে জড়াবেন না। ১৮ই মে পর্যন্ত রাহু এবং শনি দুজনেই দ্বাদশ স্থানে থাকবে। ৩০ শে মার্চ থেকে ১৮ই মে এর মধ্যে আপনার প্রেম সম্পর্কের মধ্যে বিশেষ নজর রাখবেন সবসময় নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন, কোন ঝগড়া ঝঞ্ঝাটের মধ্যে পড়বেন না । বৈবাহিক জীবন - বৃহস্পতি দ্বিতীয় স্থানে থাকার ফলে ১৫ই মে এর আগে আপনার পরিবারের মধ্যে খুশি নিয়ে আসবে আপনি যে কোন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। বৃহস্পতি যেতে যেতে আপনাকে বড় দান করে যাবেন। আপনি দূরে কোথাও ভ্রমণ যাত্রায় যাওয়ার প্ল্যানিংও করতে পারেন। পরিবারের সাথে যাতে সম্পর্ক ভালো থাকে সেই দিকে নজর রাখতে হবে, শনিদেব যখন দ্বিতীয় স্থানের দিকে দৃষ্টিপাত করবে তখন বিশেষ খেয়াল রাখবেন,পরিবারের মধ্যে যেন কোন আর্গুমেন্ট না থাকে ঝগড়া বিবাদ বা একাকীত্ব যেন না থাকে। একটা অসন্তুষ্টি ভাব জন্মাতে পারে আপনার ভিতর অর্থাৎ আমি নিজেই সেরা,আমি সবকিছু করতে পারবো এই মনোভাব যেন না আসে আপনার বৈবাহিক জীবনের মধ্যে। ১৮ই মে পর্যন্ত রাহু এবং শনি দুজনেই দ্বাদশ স্থানে থাকবে তাই নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন এবং শান্তভাবেই সব কাজ করবেন। ভাগ্য - বৃহস্পতি দ্বিতীয় স্থানে থাকার ফলে আপনার কমিউনিকেশনকে ভালো বানানোর চেষ্টা করবে। ধনের বৃদ্ধি ঘটবে,আপনার মধ্যে ম্যাচিউরিটি ও প্রদান করবে। বৃহস্পতির এই পরিবর্তন আপনাদের জন্য আরও বেটার হবে কারণ বৃহস্পতি তৃতীয় স্থানে প্রবেশ করে ভাগ্যের স্থানের দিকে দৃষ্টিপাত করবে। তখন আপনার ভিতর আধ্যাত্মিকতা বাড়বে। ধার্মিক যাত্রার সুখ প্রাপ্তি ঘটবে আপনার। ৩০ শে মার্চের পর শনির সাড়ে সাতীর প্রথম অধ্যায় শুরু হবে তখন আপনার মনের মধ্যে অনেক পরিবর্তন আসবে ৩০ শে মার্চের পর থেকে শুধু একটা কথাই বলব যে পরিশ্রম আপনাকে করতে হবে তবেই আপনি সুফল পাবেন। ৩০ শে মার্চ থেকে ১৮ই মে পর্যন্ত রাহু এবং শনি দুজনেই দ্বাদশ স্থানে থাকবে সুতরাং নিজের কাজের দিকে মন দিতে হবে কারোর কথায় কান দিলে চলবে না অথবা কারোর বুদ্ধিতে চলবে না। কোন রুপিস এর মধ্যে নিজেকে জড়াবেন না। কেউ আপনাকে নিচের টেনে নামানোর চেষ্টা করতে পারে, সেই দিকে নজর রাখবেন, কারণ রাহু ওকে তো উভয় হল অতৃপ্ত গ্রহ, এদের কাজ হল আপনার মনকে অন্যমনস্ক করা তাই নিজের মনকে শান্ত রেখেই কাজ করবেন। কর্মজীবন - বৃহস্পতির কারণে আপনার কর্ম ক্ষেত্রে ডেইলি ইনকামে অনেক গ্রোথ আসবে। এছাড়া আপনি পার্টনারশিপে কোনো বিজনেস করতে পারেন, বৃহস্পতি আপনাকে ভালো ফল দেবেন কারণ উনি হলেন একজন শুভ গ্রহ। বৃহস্পতির একাদশ স্থানে দৃষ্টিপাতের ফলে বিজনেসের ক্ষেত্রে প্রফিট হবে, প্রমোশন হবে। আপনার কাজের ক্ষেত্রে পরিবর্তন আসবে গোচরের হিসাবে। খেয়াল রাখবেন শনিদেব যখন দ্বাদশ গৃহে প্রবেশ করবেন তখন কর্মক্ষেত্রের পরিবর্তন হওয়ার চান্স আছে ৯০% থেকে ৯৯% পর্যন্ত। ৩০ শে মার্চের পর থেকে বিশেষ করে অক্টোবরের আগে আপনার সিদ্ধান্ত ও কর্মক্ষেত্রের মধ্যে পরিবর্তন আসবে,এর ফলে একটু পরিশ্রম করতে হতে পারে আপনাকে কারণ 30 বছর পর শনিদেবের সাড়ে সাতি শুরু হয়েছে, আর এই সাড়ে সাতি যখন শুরু হয় তখন কর্মের অনুসারে ফল দেওয়া শুরু করেন শনিদেব। শনিদেব হলেন পায়ের কারক, বেশি দৌড় ঝাঁপ, বেশি পরিশ্রম করাবে আপনাকে দিয়ে, তবে ভালোই ফল প্রদান করবেন উনি। এই রাশির জাতকরা বিশেষ করে যারা কোন কর্মের সাথে নিযুক্ত নন,বাড়িতে বসেই কাটাচ্ছেন সময়,কোন কাজ নেই তাদেরকে বাইরে বেরিয়ে কাজ করার সুযোগ করে দেবেন শনিদেব। কাজের সূত্রে ভ্রমণ যাত্রা অনেক বেড়ে যাবে এবং বিদেশ যাত্রার ও সুযোগ দেখা যাচ্ছে। বিদেশে বড় কোম্পানির সাথে কাজের সুযোগ আসবে। যেটা আপনার career এর জন্য খুবই ভালো হবে। ১৮ই মে এর পর থেকে যখন রাহু একাদশ গৃহে প্রবেশ করবে তখন কর্মক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে।সব সময় নিজের মনকে শান্ত রাখবেন, শান্তভাবেই সব কাজ করবেন, কারো সাথে ঝগড়া ঝঞ্ঝাট এর মধ্যে জড়াবেন না। তাড়াহুড়ো করে কোন কাজ করবেন না। ১৮ই মে এরপর কাজে আপনার প্রমোশন আসার সম্ভাবনা আছে। কোন নতুন জিনিস আপনি পারচেস্ট করতে পারেন।যখন রাহু একাদশ গৃহে প্রবেশ করবেন এই গৃহটি হল desire এর গৃহ। তাই রাহু হঠাৎ করেই আমাদের কর্মের ক্ষেত্রে লাভ দান করবে।শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে পসিবিলিটি হতে পারে। কর্ম ক্ষেত্রে প্রমোশন আসবে,নতুন কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনা আছে।১৮ই মে এরপর ফাইনান্সিয়াল গ্রোথ ও আসবে। Tips or উপায় - হনুমান চল্লিশার পাঠ করবেন প্রত্যেকদিন।মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন ১০৮ বারওঁ ক্রাম ক্রিম ক্রোম সঃ ভোমায় নমঃ। সূর্যকে জল দিয়ে প্রণাম করবেন।
Aries Horoscope 2025 - How will it be for you. So let's find out how Aries will be in 2025. Aries is your first sign. And the lord of this sign is Mars. Initially, in the month of January 2025, Mars is the husband of the sign. Introduction - Jupiter is the lord of the ninth house but he is in the second house, and after May 15, this Jupiter sign will change. For a year, Jupiter covers only one sign, so on May 15, Jupiter will enter the third house. Although it is an important practice, Shani's Sade Sati will start. It has three chapters. It has three faces. The first chapter will start on March 30, 2025, the first chapter of Shani's Sade Sati. It will move from the eleventh house to the twelfth house and will remain here for the entire year. This is the great change of Shani Dev. Rahu is in your twelfth house until May 18th, then it will enter the eleventh house. From March 30 to May 18th, both Rahu and Shani will be in the twelfth house. If you are in the sixth house, then it will enter the fifth house after May 18th. Health - Jupiter's aspect in the sixth and eighth houses can increase your fatness and there may be problems with digestion in the liver and even problems with the stomach, but after May 15th, these problems will be resolved. Shani Dev can bring many changes to your health. Your energy level may go down a little due to Shani's Sade Sati. Headaches and headaches may also occur. Skin problems may occur due to Rahu and Ketu. Education - Jupiter will help you to increase your concentration and energy level towards studies and will also increase your intelligence. Due to Shani's Sade Sati, there will be some problems in the beginning, later the confidence level will gradually increase. Rahu and Ketu can create confusion in your mind and can make your mind restless. Love Life - After May 15, there is a possibility of marriage for Aries people. So your love in love life will increase further. Due to Shani's Sade Sati, there may be some obstacles in your love life, so try to control your language. Do not involve yourself in any arguments. Rahu and Saturn will both be in the twelfth place till May 18. Pay special attention to your love relationship between March 30 and May 18, always try to keep your mind calm, do not get into any quarrels or troubles. Marital life - Jupiter being in the second place will bring happiness to your family before May 15th, you can do any family planning. Jupiter will give you a big gift as you go. You can also plan to go on a trip somewhere far away. You should keep an eye on the relationship with your family so that there is good, when Shani Dev looks at the second place, take special care that there is no argument, quarrel or loneliness in the family. A feeling of dissatisfaction can arise within you, that is, I am the best, I can do everything, this attitude should not come into your marital life. Until May 18th, both Rahu and Shani will be in the twelfth place, so try to keep your mind calm and do everything calmly. Luck - Jupiter being in the second place will try to make your communication better. There will be an increase in wealth, it will also give maturity in you. This change of Jupiter will be even better for you because Jupiter will enter the third house and look at the place of luck. Then spirituality will increase in you. You will get the happiness of religious journey. After March 30, the first chapter of Saturn's half-sati will start, then many changes will occur in your mind. After March 30, I will only say one thing that you will have to work hard and only then will you get the benefits. From March 30 to May 18, both Rahu and Saturn will be in the twelfth house, so you have to focus on your work, do not listen to anyone's words or follow anyone's wisdom. Do not get involved in any money. Someone may try to pull you down, keep an eye on that, because Rahu and him are both insatiable planets, their job is to distract your mind, so work by keeping your mind calm. Career - Due to Jupiter, there will be a lot of growth in your daily income in your work field. Apart from this, you can do any business in partnership, Jupiter will give you good results because he is an auspicious planet. Jupiter's aspect in the eleventh house will bring profit in business, promotion. There will be changes in your work as per the transit. Keep in mind that when Shani enters the twelfth house, there is a 90% to 99% chance of a change in your workplace. After March 30th, especially before October, there will be changes in your decisions and workplace, due to this you may have to work a little hard because after 30 years, Shani's Sade Sati has started, and when this Sade Sati starts, Shani starts giving results according to the work. Shani is the ruler of the feet, he will make you run and jump more, he will give you good results. People born under this zodiac sign, especially those who are not engaged in any work, spending time sitting at home, having no work, will be given the opportunity to go out and work. Travel for work purposes Travel will increase a lot and there are opportunities for foreign travel. There will be opportunities to work with big companies abroad. Which will be very good for your career. After May 18, when Rahu enters the eleventh house, you will have to pay special attention to your work. Always keep your mind calm, do everything calmly, do not get involved in quarrels and disputes with anyone. Do not do anything in a hurry. After May 18, there is a possibility of your promotion at work. You can purchase something new. When Rahu enters the eleventh house, this house is the house of desire. So Rahu will suddenly give us profit in our work. There may be possibilities in the share market or stock market. There will be promotion in the work field, there is a possibility of being engaged in new work. After May 18, financial growth will also come. Tips or remedies - recite Hanuman Chalisa every day. Recite the Mantra of Mangal Bija 108 times, "Kram Krim Krim Sah Bhomay Namah". Bow down to the Sun with water.
|