রাশিফল

Cancer - কর্কট

Monthly - মাসিক

কর্কট রাশির সেপ্টেম্বর মাস ২০২৫ এর রাশিফল কেমন কাটবে..?
 
স্বাস্থ্য - ১৪ ই সেপ্টেম্বরের আগে অব্দি কোনরকম জাঙ্ক ফুড ফাস্টফুড বাইরের কোন খাবারদাবারের ওপর আপনাকে বিশেষ করে নজর রাখতে হবে আপনাকে লিভার ডাইজেসান স্টমাক রিলেটেড এসবের ওপর নজর রাখতে হবে, এবং এই মাসে আপনার ছোটখাটো কোন ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হেডেকের সম্ভাবনা রয়েছে এ ছাড়া আর কোনরকম সমস্যা নেই।

শিক্ষা - যদি আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম ডিসিশন নিতে চান তাহলে আমি বলব ১৪ই ১৫ই সেপ্টেম্বরের পরে করলে আপনার জন্য ভালো হবে এই মাসে আপনার স্টাডি 85% 90%ভালো থাকবে। নিজের মধ্যে কোনরকম কনফিউশন রাখবেন না এবং নিজের সব সময় স্টিবেল থাকার চেষ্টা করবেন।

প্রেম জীবন -  এই মাসে আপনার লাভ রিলেশন ভালই কাটবে আপনার কথাবার্তা ভালো থাকবে যদি কোনরকম কোন প্রবলেম হয়েছিল বা দুজনের মধ্যে ঝগড়া অশান্তি চলছিল সেই সমস্ত কিছু এবার এই সেপ্টেম্বর মাসে সমাপ্ত হবে দুজনের মধ্যে সমস্ত মিস আন্ডারস্ট্যান্ডিং শেষ হবে। এবং যারা এতদিন ধরে সিঙ্গেল রয়েছেন কোন লাভ রিলেশন মে জড়িয়ে নেই তাদের এবার কোন নতুন সম্পর্ক তৈরি হতে পারে অথবা বাড়ির হাত ধরেই নতুন সম্পর্কে জড়াতে পারেন। এবং যারা চাইছেন আপনাদের সম্পর্ক বাড়িতে জানাতে তাদের কে বলব এই মাসে আপনারা আপনাদের সম্পর্কের কথা বাড়িতে জানাতে পারেন সেটার জন্য ভালো সময়। 

বিবাহিত জীবন - এবার আপনাদের বিবাহিত জীবনে কিছু চেঞ্জ আসতে পারে ম্যারেড লাইফে কিছুটা বেটারমেন্ট আসতে চলেছে অথবা আপনার লাইফ পার্টনারের ক্যারিয়ারে,উনার প্রফেশনাল লাইফে কিছুটা চেঞ্জেস হতে পারে ফিনান্সিয়াল গ্রোথ বাড়তে পারে, এবং কোন প্রপার্টি কিনতে পারেন, যদি আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেন তাহলে করে ফেলতে পারেন এটি খুব ভালো সময় হবে।

ভাগ্য - যদি আপনি কোন শুভ কাজ কোন মাঙ্গলিক কাজ করতে চান কোথাও ইনভেস্টমেন্ট করতে চান তাহলে বলব বেশি ভাবনা-চিন্তা না করে কনফিউশন না রেখে করে ফেলুন হয়তো আপনার কাজটির ফল পেতে দেরি হতে পারে কিন্তু আপনার কাজটি সফল হবে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে।

কর্মজীবন - ১৪ ই সেপ্টেম্বর এর পর দিয়ে আপনার ক্যারিয়ার খুবই ভালো দেখা যাচ্ছে এবং আপনার কেরিয়ারে খুব ভালো চেঞ্জ দেখা যাচ্ছে আপনার কাজ করার পদ্ধতি আপনার স্কিল চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার প্রমোশন হতে পারে আপনার অনেক নামধাম হতে পারে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন এবং যাদের কাছে কোন রকম চাকরি নেই যারা জবলেস আছেন তারা এবার নতুন চাকরি পেতে পারেন। আপনার ভিতরে একটি কনফিডেন্স থাকবে স্ট্রেন্ত থাকবে। কিন্তু ১৪ই সেপ্টেম্বরের আগে আপনার মধ্যে কি টেনশন কাজ করবে বেশি কাজের প্রেসার পড়তে পারে ট্রাভেলিং হতে পারে কিন্তু চোদ্দই সেপ্টেম্বরের পরে আপনার সাথে যা সমস্ত কিছু হবে, সব ভালই হবে।

Tips or উপায় - গুরুর মন্ত্র পাঠ করুন,প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সূর্যকে জল দিন সূর্য প্রণাম করুন এবং প্রত্যেকদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন ১০৮ বার।
 

--------------------------------------------------------

Cancer Horoscope for September 2025.

Health - You have to keep a special eye on any junk food, fast food, outside food before September 14th. You have to keep an eye on liver digestion, stomach related things, and this month you are likely to get a minor infection and there is a possibility of headache, apart from that, there is no other problem.

Education - If you want to take any decision in your studies, then I would say that it will be better for you if you do it after September 14th and 15th. This month your studies will be 85% to 90% good. Do not keep any confusion in yourself and try to be stable at all times.

Love life - This month your love relationship will be good, your communication will be good, if there was any problem or there was any quarrel or unrest between the two, all that will end this September, all the misunderstandings between the two will end. And those who have been single for a long time and have not been in a love relationship may now form a new relationship or may get involved in a new relationship right from home. And for those who want to announce your relationship at home, this month is a good time for you to announce your relationship at home.

Married life - This time some changes may come in your married life, some improvement is going to come in married life or there may be some changes in your life partner's career, his professional life, financial growth may increase, and you may buy some property, if you are planning to travel somewhere, then you can do it, this will be a very good time.

Luck - If you want to do some good work, some auspicious work, want to invest somewhere, then I would say do it without thinking too much and without confusion, maybe it may be late to get the result of your work, but your work will be successful, your luck will support you.

Career - After September 14th, your career looks very good and there is a very good change in your career. There is a possibility of change in your working style, your skills, you may get a promotion, you may have many names, you will be able to achieve your target and those who do not have any job, those who are jobless can get a new job now. You will have a confidence and strength inside you. But before September 14th, will there be tension in you? There may be more work pressure, there may be traveling, but after September 14th, everything that happens to you will be good.

Tips or remedies - Read the Guru's mantra, give water to the sun every day after waking up, do Surya Pranam and chant Om Namah Shivaya mantra 108 times every day.

 

কর্কট রাশি 2025 এর রাশিফল কেমন হবে আপনার জন্য - 

এক নতুন জীবন শুরু হতে চলেছে এই বছর।
মনে রাখবেন আজ আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য যদি কোন কাজ না করেন, তাহলে কাল অন্য কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে ব্যবহার করবে।
নমস্কার বন্ধুরা আমি বলাকা ব্যানার্জি, আমার সুখের চাকায় আপনাদের সকলকে স্বাগত জানাই।

আজ আমি আপনাদের যেটুকু বলতে চাই সেটুকু আপনাদের মন দিয়ে শুনতে হবে।সকল কর্কট রাশির  জাতক জাতিকাদের সমস্ত অপেক্ষার আজ সমাপ্তি ঘটবে। এই বছর ২০২৫ সাল কেমন হবে আপনাদের জন্য শুধু সেই বিষয়েই জানাবো  এবং আপনাদের বোঝাবো।সুতরাং আপনাদের কাজ হল সেটাকে মন দিয়ে বোঝা ও শোনা। এই বছর কি হতে চলেছে আপনাদের জীবনে?  নবগ্রহের কেমন স্থিতি আছে সব কিছুই আপনাদের ডিটেলে বলবো। এই বছর শনিদেবের যে ঢাইয়া চলছিল সেটারও সমাপ্তি ঘটবে। কর্কট রাশির সকল ব্যক্তিদের মনে একটাই প্রশ্ন কবে শেষ হবে শনির ঢাইয়া,কবে আমাদের জীবনে পরিবর্তন আসবে, তো আজ এই বিষয়েই চর্চা করব।বাকি শনি ছাড়া রাহু,কেতু এবং বৃহস্পতির সম্বন্ধেও জানাবো।

তাহলে চলুন জেনে নিন কর্কট রাশি 2025 সাল কেমন হবে।এই কর্কট রাশি হল আপনার চতুর্থ রাশি, এই রাশির অধিপতি হলেন ৬৪ কলা কৌশল জ্ঞাত চন্দ্রমা।

ভূমিকা - বৃহস্পতি একাদশ স্থানে আছেন ১৫ ই মে পর্যন্ত।এরপর দ্বাদশ গৃহে প্রবেশ করবেন। এই বৃহস্পতি হলেন একাদশ ও ষষ্ঠ স্থানের অধিপতি।বৃহস্পতি 15 ই মে, ২০২৫ থেকে ১ বছর পেছনে অর্থাৎ এক বছর একটা রাশিতেই উনি অবস্থান করেন।  ৩০ শে মার্চ ২০২৫ সালে শনির ঢাইয়ার সমাপ্তি ঘটবে। শনিদেব বর্তমানে অষ্টম স্থানে বিরাজ করছেন এবং এখান থেকে বেরিয়ে উনি নবম স্থানে প্রবেশ করবেন। রাহু আপনার নবম স্থানে বিরাজ করছেন ১৮ই মে পর্যন্ত,এরপর ২০২৫ সালের ১৮ই মের পর রাহু নবম থেকে অষ্টম গৃহে প্রবেশ করবেন। কেতু 18ই মের পর দ্বিতীয় স্থানে প্রবেশ করবেন।

স্বাস্থ্য - বৃহস্পতির দৃষ্টি যখন দ্বাদশ স্থান এবং ষষ্ঠ স্থানের উপর পড়বে তখন আপনি রোগ ভোগে জর্জরিত হতে পারেন, আপনার পেটের চর্বি বাড়তে পারে, হজমের সমস্যা দেখা দিতে পারে,তাই খাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। অনেক দূরে আপনি ভ্রমণ যাত্রা করতে পারেন কারোর সঙ্গে গিয়ে বা নিজে একা তাই নিজের ইমিউনিটির বিশেষ খেয়াল রাখতে হবে কারণ লং ট্যুরে যাওয়ার ফলে আপনার ইমিউনিটি উইক হতে পারে। শনিদেব আপনাকে সকল বিষয়ের থেকে টেনশন মুক্ত করবেন ৩০ শে মার্চের পর যখন তার ঢাইয়া শেষ হয়ে যাবে। আপনি নিজেকে তখন অনেক বেশি রিলাক্স মনে করবেন। কিন্তু যেহেতু রাহু ১৮ বছর পর অষ্টম স্থানে প্রবেশ করছেন তাই একটু সাবধানে থাকবেন,,কারণ উনি আপনার BP বাড়াতে লিভার ও হজমের এবং গ্যাস্ট্রিকের সমস্যা তৈরী করতে পারে, এছাড়া কোন বাহন চালানোর সময় একটু সাবধানে চালাবেন কারণ এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া কোনো মেজার ইসু  দেখা যাচ্ছে না।

শিক্ষা - বৃহস্পতি একাদশ স্থানে বিরাজ করা মানে আপনার মধ্যে জ্ঞান উৎপন্ন হবে। আপনার ভেতরের ইচ্ছা শক্তিটা তখন বেড়ে যাবে।আপনার সকল ধ্যান তখন পড়ার মধ্যেই থাকবে। ৩০শে মার্চের পর শনি ও আপনাকে খুব ডিপ নলেজ দেবে এবং ম্যাচুরিটি বাড়াতে সাহায্য করবে। ১৮ বছর পর রাহু অষ্টম স্থানে প্রবেশ করবেন তাই উনিও আপনাদের গভীর জ্ঞান প্রদান করবেন। সুতরাং সামনের বছর শিক্ষার বিষয়ে সব কিছুই ভালো দেখা যাচ্ছে। 

প্রেম জীবন  - বৃহস্পতির ফলে আপনার প্রেম জীবনে বিশ্বাস আরো অটুট হয়ে উঠবে। বৃহস্পতি আপনাদের মধ্যের কানেকশন বজায় রাখতে সাহায্য করবে। বৃহস্পতির দৃষ্টির সপ্তম স্থানের উপরও আছে, তাই ১৫ই মের আগে বিবাহের কথা চলতে পারে বা বিবাহ ফাইনালও হতে পারে।৩০ শে মার্চের পর শনির ঢাইয়া যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের একে অপরের প্রতি অনুভূতি বেড়ে যাবে, প্রেম জীবনে আপনার সম্পর্ক যদি খারাপ থেকে থাকে তাহলে ৩০ শে মার্চের পর সেটাও ঠিক হয়ে যাবে যখন শনির ঢাইয়া দূর হয়ে যাবে। রাহু এবং কেতুর ফলে মাঝে মাঝে একটু আপনাদের মধ্যে কথা কাটাকাটি চলবে তবে বড় কিছু হবে না।

বৈবাহিক জীবন - ১৫ই মের আগে আপনি ফ্যামিলি প্ল্যানিং বা সন্তানের প্ল্যানিং করতে পারেন এটা আপনার জন্য খুবই পজেটিভ সময়,কারণ বৃহস্পতি হলেন সন্তানের কারক। ৩০ শে মার্চের পর শনির ঢাইয়া শেষ হয়ে যাওয়ার ফলে আপনাদের মধ্যে পরিবারের দায়িত্ব অনেক বেড়ে যাবে। যেখানে মতের মিল ছিল না, মনোমালিন্য ছিল সেটাও দূর হয়ে যাবে এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে কারণ শনি expect to fifth house। রাহু এবং কেতু মাঝে মাঝে আপনার বৈবাহিক সম্পর্কের উপরে সমস্যা তৈরি করার চেষ্টা করবে কিন্তু এতে চিন্তিত হওয়ার কোন কারণ নেই শনি এবং বৃহস্পতির ফলে আপনাদের সম্পর্ক অটুট থাকবে।

ভাগ্য - ১৫ ই মে এর আগে বৃহস্পতি আপনাকে প্রফিট দেবে,হঠাৎ করে এমন হবে যে ইনকামে আপনার লাভ আসতে শুরু করবে,এছাড়া কোন শুভ কাজ আপনার পরিবারের মধ্যে আসতে পারে।১৫ ই মে ২০২৫ থেকে ১ বছর পিছনে অর্থাৎ মের ২০২৪ থেকে মের ২০২৫ এই বৃহস্পতি আপনাকে দিয়ে অনেক শুভ কাজ করিয়েছেন বা আগামী দিনেও করাবেন সেটা আপনার বাইরের ক্ষেত্রেও হতে পারে বা পরিবারের মধ্যেও হতে পারে। ১৫ই মে এরপর নিজের হাতকে বন্ধ রাখুন কারণ এই বৃহস্পতি আপনাকে দিয়ে অনেক খরচ করাবেন কারণ বৃহস্পতি হলেন ভাগ্যের স্বামী তাই নিজের খরচার উপর নিয়ন্ত্রণ রাখবেন,ভেবেচিন্তে খরচা করবেন,কারোর উপর চট করে বিশ্বাস বা ভরসা করবেন না। সেই দিকে একটু লক্ষ্য বা নজর রাখবেন। ১৫ ই মে এরপর শত্রু বাড়ার সম্ভাবনা আছে গোপন শত্রু কারণ বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থানের  উপর পড়বে তাই একটু ঋণধারও হতে পারে, পলিটিক্স হতে পারে আপনার সাথে,সেদিক থেকে সাবধানে থাকবেন। ৩০ শে মার্চের আগে বড়ো বা শুভ কোনো সিদ্ধান্ত নেবেন না এটা সকল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি কারণ ৩০ শে মার্চের আগে শনির ঢাইয়া চলবে তাই আপনি যা চাইবেন বা আপনার মনের মধ্যে যে ইচ্ছাটা আছে সেটা পূরণ নাও হতে পারে, কিন্তু এরপর আপনার জীবনের অর্ধেক টেনশনে দূর হয়ে যাবে। রাহু দেড় বছর পর্যন্ত একটা রাশিতেই থাকেন সুতরাং রাহু আপনাকে একটু বিরক্ত করতে  পারে বা আপনার শুভ কাজে বাধা সৃষ্টি করতে পারে আপনার সকল আশা কে নিরাশাই পরিণত করতে পারে যে কাজটা আপনার দু-তিন দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা সেটাকে সম্পন্ন করতে অনেক সময় লাগাতে পারে। তবে ভাগ্য আপনার ভালই দেখা যাচ্ছে আপনি সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন।

কর্মজীবন -  ১৫ ই মে এরপর অনেক বড় চিন্তা ভাবনা আসবে আপনার মনের মধ্যে এবং সেই চিন্তা ধারাকে অনুসরণ করেই নতুন কর্মে নিযুক্ত হতে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে।সে আপনাকে নতুন নতুন কাজ শেখাবে,আর আপনার ভেতর সেই কাজ শেখার আগ্রহ কে বাড়িয়ে  দিতে সাহায্য করবে। ১৫ ই মে এরপর বৃহস্পতি যখন দ্বাদশ গৃহে প্রবেশ করবে তখন আপনি স্পিরিচুয়াল ও আধ্যাত্মিক থেকে বেশি ছুঁকে যাবেন এবং সামাজিক কাজ করতে চাইবেন।  নতুন বাড়ি বা নতুন গাড়ি ক্রয় করার যোগও দেখা যাচ্ছে। শনি দেব আপনাকে নতুন কাজ শেখানোর জন্য মস্তিষ্ক খাটাতে সাহায্য করবে।ইনকামের গ্রোথ কে বাড়াতে সাহায্য করবে।আপনি যে কোন ফ্যাক্টরি এক্সপোর্ট ইমপোর্ট এর কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন এবং এই কাজের দিকেই আপনার ঝোকটা বেশি দেখা যাচ্ছে এবং এই কাজেই ক্ষেত্রেই আপনার লাভও বেশি হবে। রাহু ও কেতু আপনাকে চতুরও চালাক হয়ে উঠতে সাহায্য করবে আপনার কমিউনিকেশন স্কিল ভালো করতে ও বাড়াতে সাহায্য করবে। 

Tips or উপায় - চন্দ্রমার বীজ মন্ত্র 108 বার পাঠ করতে হবে ওঁ শ্রম শ্রীম শ্রম সঃ চন্দ্রমায় নমঃ। নিত্য হনুমান চালিশার পাঠ করবেন এবং প্রত্যেকদিন সূর্যকে জল দিয়ে প্রণাম করবেন। 

 

How will the horoscope of Cancer 2025 be for you -

A new life is going to begin this year.
Remember that if you do not do anything today to fulfill your dreams, then tomorrow someone else will use you to fulfill his dreams.
Hello friends, I am Balaka Banerjee, I welcome you all to my wheel of happiness.

Today, you have to listen to what I want to tell you with all your heart. All the waiting of all Cancer people will end today. I will tell you only about how the year 2025 will be for you and make you understand. So your job is to understand and listen to it with all your heart. What is going to happen in your life this year? I will tell you everything in detail about the status of the nine planets. This year, the pouring of Saturn will also end. The only question on the mind of all Cancer people is when will the shadow of Saturn end, when will there be a change in our lives, so today we will discuss this. Apart from Saturn, we will also tell about Rahu, Ketu and Jupiter.

So let's find out how the year 2025 will be for Cancer. This Cancer is your fourth sign, the lord of this sign is the moon, which is known for 64 arts and crafts.

Introduction - Jupiter is in the eleventh place until May 15. Then it will enter the twelfth house. This Jupiter is the lord of the eleventh and sixth places. Jupiter is 1 year behind from May 15, 2025, that is, he is in one sign for one year. The shadow of Saturn will end on March 30, 2025. Shani Dev is currently in the eighth place and after leaving here, he will enter the ninth place. Rahu is in your 9th house till May 18, then after May 18, 2025, Rahu will enter from 9th to 8th house. Ketu will enter the 2nd house after May 18.

Health - When Jupiter's gaze falls on the 12th and 6th houses, you may suffer from diseases, your belly fat may increase, digestion problems may arise, so you have to take special care of your food. You may travel far away with someone or alone, so you have to take special care of your immunity because going on a long tour can weaken your immunity. Shani Dev will free you from tension from all matters after March 30 when his spell ends. You will feel much more relaxed then. But since Rahu is entering the 8th house after 18 years, be a little careful, because he can increase your BP and cause liver, digestive and gastric problems, besides, drive a little carefully while driving a vehicle because there is a possibility of an accident, besides, no major issue is seen.

Education - Jupiter being present in the 11th house means that knowledge will be generated in you. Your inner willpower will increase then. All your meditation will be in reading then. After 30th March, Saturn will also give you very deep knowledge and help you increase maturity. Rahu will enter the 8th house after 18 years, so he will also give you deep knowledge. So everything looks good about education in the coming year.

Love Life - Due to Jupiter, your trust in love life will become more unwavering. Jupiter will help you maintain the connection between you. Jupiter is also in the seventh house, so before May 15, there may be talk of marriage or the marriage may be final. After March 30, when the influence of Saturn ends, your feelings for each other will increase, if your relationship in love life is bad, then it will also be fixed after March 30 when the influence of Saturn goes away. Due to Rahu and Ketu, there will be some arguments between you sometimes, but nothing major.

Marital life - Before May 15, you can do family planning or child planning, this is a very positive time for you, because Jupiter is the cause of children. After March 30, when the influence of Saturn ends, your family responsibilities will increase a lot. Where there was disagreement, there was a disagreement, that will also go away and your relationship with your spouse will improve because Saturn is expected to the fifth house. Rahu and Ketu will sometimes try to create problems in your marital relationship but there is no reason to worry about it, your relationship will remain intact due to Saturn and Jupiter.

Luck - Before May 15, Jupiter will give you profit, suddenly it will be such that your income will start coming in profit, also some good work may come in your family. 1 year back from May 15, 2025 i.e. from May 2024 to May 2025, this Jupiter has done a lot of good work for you or will do it in the future, it can be outside of you or within the family. After May 15, keep your hands closed because this Jupiter will make you spend a lot because Jupiter is the husband of luck, so keep control over your expenses, spend wisely, do not trust or rely on anyone too quickly. Keep a little attention or attention on that. After May 15, there is a possibility of increasing enemies, secret enemies because Jupiter's gaze will fall on the sixth house, so there may be some debt, politics may be with you, be careful from that side. Do not take any big or auspicious decision before March 30th. This is for all Cancer natives because Saturn will be in transit before March 30th, so whatever you want or the desire you have in your mind may not be fulfilled, but after that half of your life will be gone due to tension. Rahu stays in one sign for one and a half years, so Rahu may bother you a little or cause obstacles in your auspicious work.
It can turn all your hopes into disappointments. The work that you were supposed to do in two or three days may take a long time to complete. But luck seems to be good for you, you will move forward beyond all obstacles.

Career - After May 15, many big thoughts will come to your mind and Jupiter will help you to engage in new work by following that thought pattern. He will teach you new things, and will help you increase the interest in learning that work within you. After May 15, when Jupiter enters the twelfth house, you will touch more than spiritual and spiritual and will want to do social work. There is also a connection to buying a new house or a new car. Shani Dev will help you to train your brain to learn new things. It will help to increase the growth of income. You can engage yourself in any factory export import work and your inclination towards this work is more visible and your profit will also be more in this field. Rahu and Ketu will help you become clever and cunning and will help you improve and increase your communication skills.

Tips or remedies - Chandrama seed mantra should be recited 108 times Om Shram Shrim Shram Sa Chandramay Namaha. Recite Hanuman Chalisa daily and offer water to the Sun every day.