রাশিফল

Capricorn - মকর রাশি

Monthly - মাসিক

মকর রাশির সেপ্টেম্বর মাস ২০২৫ এর রাশিফল কেমন কাটবে..?

 স্বাস্থ্য - এই মাসে আপনার একটু স্কিন ইনফেকশন এলার্জি ব্যাক পেইন  জয়েন্ট পেইন,হেডেক,অথবা ডেন্টাল ইস্যু দেখা যাচ্ছে, এবং এই প্রবলেমগুলো আপনার হঠাৎ করেই হবে। আপনি ভালোই থাকবেন কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার শরীরের কোন না কোন প্রবলেম হচ্ছে হঠাৎ হঠাৎ করে প্রবলেমগুলো হবে আগে থেকে কোনরকম কোন সমস্যা থাকবে না আপনার হঠাৎ করেই ব্যাক পেইন হবে শোল্ডার পেন হবে হেডেক হবে জয়েন পেন হবে যদি টাইম বলেন তাহলে বলব 5থ সেপ্টেম্বর থেকে 15 ই সেপ্টেম্বরের মধ্যে আপনার এই প্রবলেম হবার সম্ভাবনা রয়েছে, অনেকেই আছেন যারা আমাকে কমেন্টে প্রশ্ন করেন যে আমি যেগুলো যেগুলো বলছি রাশি অনুযায়ী সেগুলো আপনাদের সাথে হচ্ছে না তো সেক্ষেত্রে আমি আপনাদের কারোর  Pacific chart বলছি না আমি রাশি অনুযায়ী গ্রহের ট্রানজিটে কি কি হতে পারে বা কি কি হবার সম্ভাবনা রয়েছে আমি শুধুমাত্র সেটি আপনাদেরকে জানাচ্ছি সে ক্ষেত্রে আপনারা যদি আপনাদের চাট ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার কাছে আসতে হবে এবং আপনাদের চার্ট দেখাতে হবে তাহলে আপনারা আপনাদের এক্সাক্ট chart detail জানতে পারবেন। 

 শিক্ষা - যদি আপনার পড়াশোনা নিয়ে কোনরকম কোন প্ল্যানিং থাকে বা কোথাও নতুন এডমিশন নিতে চান টিচার চেঞ্জ করতে চান কোন ফরম ফিলাপ করতে চান পড়াশোনায় কোনো পরিবর্তন আনতে চান তাহলে বলব ১৫ সেপ্টেম্বরের আগে করা উচিত সে ক্ষেত্রে ১৫ ই সেপ্টেম্বরের আগে যদি এরকম কোন প্ল্যানিং করেন তাহলে আপনার জন্য সফলদায়ক হবে। যদি ১৫ ই সেপ্টেম্বর এর আগে আপনার কোনরকম কোন এক্সাম থাকে তাহলেও আপনি ভালো ফল পাবেন কিন্তু যদি আপনার এক্সাম ১৫ ই সেপ্টেম্বর এর পরে হয় তাহলে হয়তো খুব একটা বেটার হবে না আপনি যতটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাবেন ঠিক ততটা মাক্স তুলতে পারবেন না। সে ক্ষেত্রে বলবো আপনি আপনার পড়াশোনা নিয়ে যদি কোন রকম ডিসিশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই ১৫ সেপ্টেম্বরের আগে করে ফেলুন। 

প্রেম জীবন - মকর রাশির ক্ষেত্রে লাভ রিলেশনে দেখা যাচ্ছে ১৫ ই সেপ্টেম্বরের পরে আপনাদের মধ্যে কিছুটা মিস উন্ডারস্ট্যান্ডিং কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা সন্দেহ, ছোট ছোট বিষয় নিয়ে বড় আগ্রহমেন্ট,কথা কাটাকাটি এমনকি ঝগড়ার কারণে আপনাদের কথাবার্তাও বন্ধ থাকারযোগ দেখা যাচ্ছে কিন্তু তার আগে আপনাদের রিলেশন ভালই থাকবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে দুজনার বন্ডিং স্ট্রং থাকবে, মোটামুটি পুরো মাসটাই আপনাদের ভালো যাবে কিন্তু যদি জিজ্ঞাসা করেন বেশি ভালো কবে দিয়ে যাবে তাহলে বলব ১৫ সেপ্টেম্বরের পর। 

 বিবাহিত জীবন - আপনি এবং আপনি দুজনে মিলে কোন ডেকোরেশন করার জিনিস, অথবা কোন লাক্সারি আইটেম পা ঘর নিয়ে কোন ডেকোরেশন করা জিনিস পারচেজ করতে পারেন। আপনাদের ম্যারেড লাইফ খুবই ভালো কাটবে যদি আপনি আপনার লাভ লাইফ পার্টনারের সাথে কোন রকম কোন প্ল্যানিং করেন কোন কিছু পারচেজ করার প্ল্যানিং বা কোথাও ট্রাভেলিং করার প্ল্যানিং কোন ফ্যামিলি প্ল্যানিং কোন প্রপার্টি কেনার প্ল্যানিং তো অবশ্যই আপনারা এই মাসে করতে পারেন, এবং এর সাথে সাথে আরেকটি বিষয় হলো শুক্র আপনার ৮ হাজার ট্রানজিট করবেন এবং সেই কারণে আপনার লাইফ পার্টনার সাহায্যে কিছুটা প্রবলেম দেখা যেতে পারে নরমাল প্রবলেম যেমন কোল্ড কাপ এলার্জি ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়া ঠান্ডা লাগা ফিভার হওয়া হেডেক হওয়া এরকম ধরনের জিনিস হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ ছাড়া আর কোনরকম কোন প্রবলেম হবে না এবং আপনাদের ম্যারেড লাইফ ভালই কাটবে। 

ভাগ্য - মকর রাশির জাতিকাদের এই মাসের ১৫ ই সেপ্টেম্বর এরপর থেকে ভাগ্য খুবই ভালো কাটবে প্রদীপ কোন রকম প্ল্যানিং থাকে কোন শুভ কাজ কোন মাঙ্গলিক কাজ কোন জিনিস পারচেজ করা কোন মিটিং করা কোথাও ট্রাভেলিং করা কোন প্রপার্টি ডিলিং করা কোন বড় ইনভেস্টমেন্ট করা এবং যদি আপনার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে কোনরকম চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন কারণ সেপ্টেম্বরের ১৫ তারিখের পর থেকে ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। 

 কর্মজীবন - ১৫ ই সেপ্টেম্বরের আগে আপনার কর্মজীবন ভালই কাটবে আপনার মধ্যে এনার্জি থাকবে স্ট্রেন্থ থাকবে ফুল কনফিডেন্স থাকবে, আপনার মধ্যে প্রত্যেকটি জিনিসের সলিউশন থাকবে, যেমনি কাজ হোক বা যতটাই কঠিন কাজ হোক আপনি ঠান্ডা মাথায় খুব রিলাক্সে সেই কাজটি সলভ করতে পারবেন এবং আপনার কর্মের জায়গায় আপনার কলিগরা আপনাকে ফুল সাপোর্ট করবে এবং তাদের সাথে আপনার বন্ডিং স্ট্রং থাকবে। এবং আপনি একজন Respected মানুষ হবেন। আপনি আপনার কর্মজীবনে অনেক কিছু এচিভ করবেন কিন্তু যদি ১৫ ই সেপ্টেম্বর এর কথা বলি তাহলে বলব আপনার মধ্যে ১৫ তারিখের পর থেকে একটু এনার্জি লস দেখা যেতে পারে এবং আপনি একটু মুডি হতে পারেন আপনার যখন ইচ্ছে আপনি কাজ করবেন আবার আপনার যখন ইচ্ছে হবে না আপনি তখন কাজ করবেন না আপনার কোন কাজ পেন্ডিং থাকলে আপনি কখনো ভাববেন করে ফেলব আবার কখনো করবো করবো করে করতেই ভুলে যাবেন। এবং যারা জবলেস রয়েছেন তারা ১৫ সেপ্টেম্বরের আগে জব পেলেও পেতে পারেন। 

Tips or উপায় - শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন কারন আপনার রাশির ইস্ট দেব হচ্ছে শনিদেব সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনস্টল দেবের মন্ত্র পাঠ এবং পুজো করা দরকার। শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং এর সাথে সাথে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন ১০৮ বার।

--------------------------------------------------

How will Capricorn's September 2025 horoscope be?

Health - This month you may experience some skin infections, allergies, back pain, joint pain, headaches, or dental issues, and these problems will occur suddenly. You will be fine but suddenly you will see some problem in your body. The problems will suddenly happen. There will be no problem before. You will suddenly have back pain, shoulder pain, headache, joint pain. If you tell me the time, I will say that you have a possibility of this problem between 5th September and 15th September. There are many who ask me in the comments that what I am saying is not happening to you according to your zodiac sign. In that case, I am not telling you the Pacific chart of any of you. I am only telling you what can happen or what is likely to happen in the transit of the planets according to your zodiac sign. In that case, if you want to know the details of your chart, then you must come to me and show me your chart. Then you will know your exact chart details.

Education - If you have any kind of planning regarding your studies or want to take a new admission somewhere, want to change teachers, want to fill any form, want to make any changes in your studies, then I would say that it should be done before September 15th. In that case, if you make such planning before September 15th, it will be successful for you. If you have any kind of exam before September 15th, you will also get good results, but if your exam is after September 15th, then it may not be much better. You will not be able to score as much as you prepare for the exam. In that case, I would say that if you have made any decision regarding your studies, then definitely do it before September 15th.

Love Life - In the case of Capricorn, in the love relationship, after September 15th, there will be some misunderstanding, some suspicion, big interest in small things, arguments and even fights, but before that, your relationship will be good, there will be understanding between the two, the bonding of the two will be strong, you will be fine for the whole month, but if you ask when it will be better, then I will say after September 15th.

Married life - You and the two of you can purchase any decoration items together, or any luxury items for your home or any decoration items. Your married life will be very good if you make any kind of planning with your love life partner, planning to purchase something or planning to travel somewhere, planning to start a family, planning to buy a property, you can definitely do it this month, and along with this, another thing is that Venus will transit your 8 thousand and due to this, some problems may appear with the help of your life partner. Normal problems such as cold cup allergy immunity system down, cold, fever, headache are likely to happen. Apart from this, there will be no other problems and your married life will be good.

Luck - Capricorn people will have very good luck from September 15th of this month Pradeep, if you have any kind of planning, any auspicious work, any auspicious work, any purchase, any meeting, traveling somewhere, any property dealing, any big investment and if you want to make any change in your professional and personal life, then you can do it because luck will fully support you from September 15th.

Career - Before September 15th, your career will be good, you will have energy, strength, full confidence, you will have a solution to every thing, no matter how difficult the work is, you will be able to solve that work with a cool head and your colleagues at your workplace will fully support you and your bonding with them will be strong. And you will be a respected person. You will achieve a lot in your career but if we talk about September 15th then I would say that you may see a little energy loss after the 15th and you may be a little moody. You will work when you want and you will not work when you do not want. If you have any pending work, you will sometimes think, "I will do it" and sometimes "I will do it" and forget to do it. And those who are jobless can get a job before September 15th.

Tips or Ways - Recite Shani Dev's Bij Mantra because the East Dev of your zodiac sign is Shani Dev, in that case you must recite and worship the Install Dev's Mantra. Recite Shukra Bij Mantra and along with this recite Hanuman Chalisa 108 times daily.

----------------------------------------

মকর রাশি 2025 এর রাশিফল কেমন হবে আপনার জন্য  - 

কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে সাত বছর পর :- 
একটা কথা সব সময় মনে রাখবেন বুদ্ধির কথা, ভালো কথা, বোঝার কথা এবং দরকারী কথা তারাই বলেন যাদের বয়স অনেক বেশি অথবা যারা জীবনে কষ্টটাকে বড় কাছ থেকে অনুভব করেছেন। 
নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি সুখের চাকায় আপনাদের সকলকে স্বাগত জানাই।

তাহলে চলুন জেনে নিন মকর রাশি 2025 সাল কেমন হবে।এই রাশিটি হল আপনার দশম রাশি আর এই রাশির অধিপতি হলেন 

ভূমিকা - বৃহস্পতি পঞ্চম স্থানে বিরাজ করছেন ষষ্ঠ স্থানে প্রবেশ করবেন ২০২৫ সালের ১৫ ই মে এর পর। বৃহস্পতি হলেন তৃতীয় ও দ্বাদশ গৃহের অধিপতি। বৃহস্পতির স্থিতি ভালোই দেখা যাচ্ছে। শনিদেব দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কিন্তু 30 মার্চের পর তৃতীয় গৃহে প্রবেশ করবেন,যখনই উনি তৃতীয় গৃহে প্রবেশ করবেন তখনই ওনার সাড়ে সাতির সমাপ্তি ঘটবে। শনির সাড়েসাতির সমাপ্ত হলে আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটবে। রাহু এবং কেতু উভয়ে সব থেকে বেশি ফল দান করেন রাহু তৃতীয় স্থানে অবস্থান করছেন আর কেতু নবম স্থানে অবস্থান করছেন। ১৮ই মে এর পর উভয়েই পরিবর্তন করবেন একসাথে। রাহু দ্বিতীয় স্থানে এবং কেতু অষ্টম গৃহে প্রবেশ করবেন। 

স্বাস্থ্য  - বৃহস্পতি ষষ্ঠ গৃহে প্রবেশ করার ফলে আপনার লিভারে হজমের সমস্যা দেখা দেবে,কারণ বৃহস্পতি তখন কমজোরি হয়ে যাবে, আপনার ফ্যাট বেড়ে যাবে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়বে তাই বাইরের ফাস্টফুডকে avoid করবেন। শনির সাড়ে সাতি চলার ফলে আপনি যে শারীরিক কষ্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বা আপনি এতদিন যে ডিপ্রেশনে ভুগছিলেন শনির সাড়ে সাতির ফলে তাদের সব চিন্তার অবসান ঘটবে।তবে কুষ্টিতে যদি এই রাশির জাতক জাতিকাদের শনিদেব খারাপ থাকে তাহলে একটু সমস্যা হবে সেটাকে একটু বিচার করে নিতে হবে। কাউকে কুষ্টি টা দেখিয়ে আর যদি শনিদেবের স্থিতি ভালো থাকে তাহলে আপনি সব বিপদ থেকে মুক্তি পাবেন ৩০ শে মার্চের পর যখন শনির সাড়ে সাতির সমাপ্ত ঘটবে। রাহু আপনাকে স্বাস্থ্যের বিষয়ে বেশি জোর দিতে সাহায্য করবে, শরীরকে সবসময় ফিট রাখার জন্য ব্যায়াম ও যোগা এইসব নিয়েই আপনি থাকবেন। 

শিক্ষা - এই বছর শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় হায়ার এডুকেশনের জন্য ভালো জায়গায় আপনি এপ্লাই করতে পারেন অথবা এই বিষয় নিয়ে চিন্তাভাবনাও করতে পারেন, বৃহস্পতি এতে আপনাকে সাহায্য করবে। যখন শনি দেব তৃতীয় স্থানে প্রবেশ করবেন ৩০ শে মার্চ আপনার রাশিতে অর্থাৎ শনিদেব গোচরে transit করবে সেটা খুবই ভালো বা শুভ সময় মনে করা হয়, এতে আপনার ভেতর স্ট্যামিনার বাড়বে,সাহস বাড়বে, পড়ার প্রতি এনার্জি লেভেল অনেক বেড়ে যাবে।আপনার রেজাল্ট ভালো হবে আপনি এর সুফল পাবেন,এবং আপনার আশপাশের পরিবেশও তখন ভালো তৈরি করতে উনি সাহায্য করবে। রাহু এবং কেতু আপনার ভেতর অনেক জ্ঞান উৎপন্ন হতে সাহায্য করবে আপনাকে চালাক হতে শেখাবে যেটা আপনার শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

প্রেম জীবন - বৃহস্পতির পঞ্চম স্থানে বিরাজ করার ফলে প্রেম জীবনে আপনার সাপোর্ট বাড়বে।আপনার পার্টনারের আপনার প্রতি কেয়ার ও ভালোবাসা আরো গাঢ় হবে। যতক্ষণ শনির সাড়ে সাতি চলছিল ততক্ষণ প্রেম জীবনে  আপনার টানা পড়েন চলছিল কিন্তু ৩০ শে মার্চের পর সেটার সমাপ্তি ঘটবে। আপনাদের সম্পর্কটা আরো জোরালো হবে এবং সেটা বিয়ের পাকাপাকি কথা পর্যন্ত এগোতে পারে। রাহু এবং কেতু আপনার প্রেম সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে,তবে নিজেদের কথার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, কারণ এই ভাষার উপরে আপনার জীবনের সমস্ত ভালো মন্দটা নির্ভর করছে।

বৈবাহিক জীবন  - বৃহস্পতির স্থিতি ভালোই দেখা যাচ্ছে ১৫ ই মে এর আগে আপনি ফ্যামিলি প্ল্যানিং বা সন্তানের প্ল্যানিং করতে পারেন বা দূরে কোথাও ভ্রমণ যাত্রার প্ল্যানিং করতে পারেন। শনির সাড়ে সাতির ফলে আপনার বৈবাহিক জীবনে যে বাধা চলছিল সেটা ৩০ শে মার্চের পর শেষ হয়ে যাবে। আপনার জীবন সঙ্গীর কর্মের স্থানে যে বাধা ছিল তার রাস্তা খুলে যাবে। শনির গৃহে রাহুর প্রবেশের ফলে আপনার জীবনসঙ্গীর কর্মের ক্ষেত্রে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। কিন্তু নিজের কথার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ আপনার ভেতর তখন ওভার কনফিডেন্স তৈরি হবে,তাড়াহুড়ো করে কোন কাজ করবেন না সাবধানে ধীরে ধীরে করবেন, কারণ হয়তো কারোর সাথে আপনি আরগুমেন্টে জড়াতে পারেন আপনার কর্মের জায়গায়।

ভাগ্য - বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের স্থানে পড়ছে তাই আপনার মনের সকল ইচ্ছাই পূরণ হবে, প্রথম স্থানের দিকেও দৃষ্টিপাত করছেন ফলে ম্যাচুরিটি আসবে আপনার মধ্যে, জ্ঞান বাড়বে। আপনার ম্যানেজমেন্ট স্কিল বাড়াতে বৃহস্পতি সাহায্য করবে। আপনার মধ্যে আধ্যাত্মিক ভাব জন্মাবে এবং এই আধ্যাত্মিক ভ্রমণেও আপনি যেতে পারেন। আপনাকে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে দেখা যাবে এবং তার সাথে একটা অ্যাটাচমেন্ট আপনার তৈরী হবে,আর আপনি পিতার সাপোর্ট সব সময় পাবেন ১৫ ই মে এর আগে। বৃহস্পতি দৃষ্টি যখন দ্বিতীয় স্থানের উপর পড়বে 15ই মেয়ে এরপর তখন কমিউনেশন তিল বাড়বে কথা বলার ধরন ও কাজ করার ধরনের মধ্যে পরিবর্তন ঘটবে। শনিদেব সর্বদাই আপনাকে আপনার কর্মের সুফল দান করেই চলেছে কিন্তু এবার আরও বেটারমেন্ট আসবে আপনার জীবনে বিশেষ করে সেই সকল ব্যক্তিদের জন্য শুভ সময় এসেছে যারা ঋণধারে জর্জরিত ছিল, চিন্তিত ছিল,যাদের কাছে কোন কাজ ছিল না,কোর্ট কাচারিতে যারা ফেসেছিল অনেক সময় ধরে,৭ বছর ধরে একই জায়গায় আটকেছিল।যখনই শনির  সাড়ে সাতি শেষ হবে তখন সকল বন্ধ রাস্তা খুলে যাবে, তাই নিজের মধ্যে কখনই ওভার কনফিডেন্স আনার চেষ্টা করবেন না। কে তুমি ভাগ্যের স্থানে আছেন তাই একটু সমস্যা উনি তৈরি করতে পারেন যে কোন কাজ সম্পন্ন করতে একটু সময় উনি লাগাবেন। কেতুর অষ্টম গৃহে প্রবেশের ফলে আপনার বাহন নিয়ে সমস্যা হতে পারে তাই বাহন চালানোর সময় ধীরে ধীরে চালাবেন কারণ কেতুর কাজ হল সবকিছু থেকে আপনাকে ডিটাচ করা।

কর্মজীবন - বৃহস্পতির দৃষ্টি দশম স্থানের উপর পড়বে তখন কর্মের জায়গায় সকলের কাছ থেকে আপনি সম্মান পাবেন।দশম স্থানে দৃষ্টিপাত করা মানে খুবই শুভ আপনার কাজ করার পদ্ধতি খুব পরিষ্কার হবে আপনি অনেক নতুন টেকনিক শিখবেন এবং সেই টেকনিক ধরেই আপনি কাজ করবেন। যখন বৃহস্পতির দৃষ্টি যখন দ্বাদশ গৃহের উপর পড়বে তখন m. N. C কোম্পানিতে চাকরির অফার আসতে পারে। বিদেশ থেকেও কাজের অফার আসার সম্ভাবনা আছে। কারণ বৃহস্পতি হলেন তৃতীয় ও দ্বাদশ গৃহের অধিপতি বাইরে ঘুরতে যাওয়ার অথবা কর্মের ক্ষেত্রে বিদেশে ভ্রমণ যাত্রার সম্ভাবনা আছে। যতক্ষণ শনির সাড়ে সাতি চলছিল ততক্ষণ পর্যন্ত আপনি কারোর উপর ভরসা করতে বা বিশ্বাস করতে পারছিলেন না, কোন জায়গায় লোন নেওয়ার কোথাও টাকা ইনভেস্ট করার সময় একটু ভেবেচিন্তে করছিলেন কিন্তু ৩০ শে মার্চের পর আপনাকে আর তার জন্য চিন্তা-ভাবনা করতে হবে না, আপনি যে কোন জায়গায় টাকা ইনভেস্ট করতে পারবেন এবং পারচেস্ট করতে পারবেন। আপনার কর্মের স্থানে আপনার সুনাম বাড়বে। ডিজিটাল কাজে এবং মার্কেটিং কাজে আপনার অনেক লাভ দেখা যাচ্ছে। রাহুর ফলে আপনার কাজের চাপ অনেক বেড়ে যাবে।বিজনেস ও মার্কেটের কাজও অনেক বেড়ে যাবে নতুন নতুন লোকের সঙ্গে সেই কারণে আপনার অনেক  পরিচয় বাড়বে, এবং এইভাবেই আপনার কাজটা অনেক দূর ছড়িয়ে পড়বে, এরফলে আপনার কর্মে অনেক উন্নতি হবে, তবে সাবধানে ধীরে ধীরে কাজ করবেন কারণ রাহুর কারণে হয়তো বা কারো সাথে আপনি বিবাদে জড়াতে পারেন।

Tips Or উপায় - প্রত্যেক দিন সূর্যকে জল দিয়ে প্রণাম করবেন।হনুমান চাল্লিশার পাঠ করবেন।শুক্রের বীজ মন্ত্র ১০৮ বার পাঠ করবেন ওঁ দ্রাম দ্রীম দ্রোম সঃ শুক্রয় নমঃ। পাখিদের জল ও খাদ্য দান করবেন।

 

How will Capricorn 2025 horoscope be for you -

The dreams of crores of people are going to be fulfilled after seven years:-
Always remember one thing, words of wisdom, good words, understanding and useful words are spoken by those who are very old or who have experienced hardships in life.
Hello friends, I welcome you all to the wheel of happiness, Balaka Banerjee.

So let's know how Capricorn 2025 will be. This zodiac sign is your tenth zodiac sign and the lord of this zodiac sign is

Introduction - Jupiter is in the fifth place and will enter the sixth place after May 15, 2025. Jupiter is the lord of the third and twelfth houses. Jupiter's position is seen well. Shani Dev is in the second place but will enter the third house after March 30, whenever he enters the third house, his half-sati will end. When Shani's Sade Sati ends, many changes will occur in your life. Both Rahu and Ketu give the most results. Rahu is in the third place and Ketu is in the ninth place. After May 18, both will change together. Rahu will be in the second place and Ketu will enter the eighth house.

Health - Jupiter entering the sixth house will cause digestive problems in your liver, because Jupiter will become weak, your fat will increase, and your immune system will become weak, so avoid fast food from outside. Due to the progress of Shani's Sade Sati, the physical pain that you have been suffering from for a long time or the depression that you have been suffering from so far will end with the end of Shani's Sade Sati. However, if the natives of this zodiac sign have bad Shani in their horoscope, then there will be some problems, which you have to consider a little. By showing someone the horoscope and if the position of Shani Dev is good then you will get rid of all the dangers after 30th March when Shani's half sati will end. Rahu will help you to focus more on health, you will be with exercise and yoga to keep your body fit all the time.

Education - This year is a very good time for students, you can apply for higher education in a good place or you can also think about this matter, Jupiter will help you in this. When Shani Dev enters the third place on 30th March in your sign i.e. Shani Dev will transit, it is considered a very good or auspicious time, it will increase your stamina, courage, energy level towards studying will increase a lot. Your results will be good, you will get the benefit of it, and he will also help you to create a good environment around you. Rahu and Ketu will help you to generate a lot of knowledge in you and teach you to be clever which is very important in your education.

Love Life - Jupiter's presence in the fifth house will increase your support in love life. Your partner's care and love for you will become stronger. As long as Saturn's half-sati was going on, you were in a difficult situation in love life, but it will end after March 30th. Your relationship will become stronger and it can progress to the point of marriage. Rahu and Ketu will help you take your love relationship forward, but try to control your words, because all the good and bad things in your life depend on this language.

Marital Life - Jupiter's position is looking good. Before May 15th, you can do family planning or child planning or plan a trip to a faraway place. As a result of Saturn's half-sati, the obstacles in your marital life will end after March 30th. The obstacles in your life partner's workplace will be cleared. Due to the entry of Rahu in the house of Saturn, your life partner's work will become much faster. But you have to control your words because then you will develop overconfidence, do not do anything in a hurry, do it carefully and slowly, because you may get into an argument with someone at your place of work.

Luck - Jupiter's gaze is falling on the luck place, so all your wishes will be fulfilled, you are also looking at the first place, so maturity will come in you, knowledge will increase. Jupiter will help you to increase your management skills. Spirituality will be born in you and you can also go on this spiritual journey. You will be seen worrying about your father's health and you will form an attachment with him, and you will always get support from your father before May 15. When Jupiter's gaze falls on the second place, 15th house, then the communication mole will increase, there will be a change in the way of talking and working. Shani Dev has always been giving you the benefits of your work but now more improvements will come in your life especially for those people who were burdened with debt, worried, who had no work, who were stuck in the court for a long time, stuck in the same place for 7 years. When Shani's half-sati ends, all the closed roads will open, so never try to bring overconfidence in yourself. Since you are in a lucky place, he can create a little problem and he will take some time to complete any work. Due to Ketu's entry in the eighth house, there may be problems with your vehicle, so drive slowly while driving because Ketu's job is to detach you from everything.

Career - Jupiter's gaze will fall on the tenth place, then you will get respect from everyone at work. Gazing at the tenth placeIt will be very auspicious in this month, your working method will be very clear, you will learn many new techniques and you will work according to that technique. When Jupiter's gaze falls on the 12th house, a job offer may come in an M. N. C company. There is a possibility of job offers from abroad as well. Because Jupiter is the lord of the third and 12th houses, there is a possibility of going out for a walk or traveling abroad for work. As long as Saturn's half-sati was going on, you could not trust or believe anyone, you were thinking a little while taking a loan or investing money somewhere, but after March 30, you will not have to think about it anymore, you can invest money and make purchases anywhere. Your reputation at your workplace will increase. You will see a lot of profit in digital work and marketing work. Due to Rahu, your work pressure will increase a lot. Business and market work will also increase a lot, due to which you will get to know many new people, and in this way your work will spread far and wide, as a result your work will improve a lot, but work carefully and slowly because due to Rahu you may get into a dispute with someone.

Tips Or Remedies - Every day, bow to the Sun with water. Recite Hanuman Chalisha. Recite the seed mantra of Venus 108 times Om Dram Drim Drom Sa Shukray Namah. Give water and food to the birds.