Monthly - মাসিক |
---|
সিংহ রাশির সেপ্টেম্বর মাস ২০২৫ এর রাশিফল কেমন কাটবে..? স্বাস্থ্য - এই মাসে আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে যদি আপনার ইমিউনিটির আগে ডাউন থাকে ধরুন জুন মাসে বা জুলাই মাসে আপনার শরীর স্বাস্থ্য খুব খারাপ ছিল আপনার ইমিউনিটি সিস্টেম কম ছিল আপনি দুর্বল ছিলেন কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনি এই সমস্ত প্রবলেম খুব ফাস্ট রিকভার করবেন। সকালে উঠে একটু ব্যায়াম করবেন এবং হেলদি খাবার দাবার খাবেন, এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। শিক্ষা - যদি আপনার কোন এক্সাম ১৬ ই সেপ্টেম্বর এর পরে থাকে তাহলে আপনি খুবই ভালো রেজাল্ট করতে পারবেন যদি আপনি কোথাও এডমিশন করতে চান বা কোন ফরম ফিলাপ করতে চান তাহলে বলব ১৫ই ১৬ই সেপ্টেম্বরের পরে করলে খুবই ভালো হবে এই সেপ্টেম্বর মাস স্টাডির জন্য সিংহ রাশিদের জাতক-জাতিকাদের খুবই ভালো কাটতে চলেছে,সব সময় নিজের লোককে স্থির থাকার চেষ্টা করুন। যদি কোনরকম স্টাডি নিয়ে কোন প্ল্যান থাকে তাহলে বলব এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝির পর থেকে মধ্যেই করে ফেলার চেষ্টা করুন। প্রেম জীবন - এই মাসে আপনাদের লাভ রিলেশন মোটামুটি ভালই থাকবে দুজনের মধ্যে ভালো বন্ডিং থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনি লাভ রিলেশনে পুরোপুরি সুখ পাবেন কিন্তু একটি ছোট জিনিস আপনাদের রিলেশন খারাপ করতে পারে সেটা হচ্ছে আপনাদের ডমিনেটিং নেচার, আপনাদের এগ্রেশন, সেক্ষেত্রে আমি বলব কোন কিছু জন্যই স্ট্রিট ফরওয়ার্ড না বলাই ভালো সামনের জনের সাথে কথা বলার সময় এমন কোন কথা বলবে না যাতে সে আঘাত পায় আপনার পার্টনারের সাথে একটু বুঝেশুনে কথা বলাই আপনার জন্য ভালো হবে। রাগের মাথায় এমন কিছু বলবেন না যাতে আপনাদের সম্পর্কে কোনো রকম প্রবলেম ঘটে,সেক্ষেত্রে এইসব জিনিসের থেকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে এছাড়া আপনাদের লাভ রিলেশন এই সেপ্টেম্বর মাসে খুবই ভালো কাটবে। বিবাহিত জীবন - এই সেপ্টেম্বর মাস এবং সামনের কিছু মাস আপনাদের ম্যারেড লাইফে কিছুটা প্রবলেম দেখা যেতে পারে, নয়তো আপনার লাইফ পার্টনারের হেলতে কিছু প্রবলেম দেখা যেতে পারে যেমন ধরুন আপনার পার্টনারের কোল্ড কাপ, ফেভার,গ্যাস্ট্রিক, স্টমাক প্রবলেম, লিভার প্রবলেম, এলার্জি হওয়া বা ছোট খাটো কোন জিনিসের থেকে রেশ হওয়া এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করার জন্য হেডেক হতে পারে। এই দুটো বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে নয় আপনার পার্টনারের হেলদি প্রবলেম আর নয়তো আপনাদের মেরিড লাইফে প্রবলেম, সেক্ষেত্রে এই দুটো জিনিসের উপরেই আপনাদের একটু বিশেষ নজর রাখতে হবে। এবং এই সমস্ত প্রবলেম যে খালি এই সেপ্টেম্বর মাসেই হবে এমনটা নয় আমি আগেও বলেছি আপনার সেপ্টেম্বরের পরেও দু থেকে তিন মাসের মধ্যেও এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাগ্য - ভাগ্যের ক্ষেত্রে এই মাসটি আপনাদের ভালই কাটবে যদি এই মাসে আপনি কোন রকম ইনভেসমেন্ট করতে চান অথবা এই মাসে যদি কোন রকম শুভ কাজ মাঙ্গলিক কাজ করতে চান করতে পারেন বা এই মাসে আপনি কোথাও দূরে ট্রাভেলিং করার চিন্তাভাবনা করছেন বা ফ্যামিলি ট্রাভেলিং করতে চাইছেন বা এই মাসে আপনি কিছু বড় করার ট্রাই করছেন তাহলে বলব এই মাসটি আপনার জন্য ফুল সাপোর্টিফ থাকবে। এই মাস আপনার ভাগ্যের ক্ষেত্রে কোন ভাল কাজের জন্য বড় মিটিং এর জন্য কোন বড় সেলফ পারচেজ করার জন্য আপনার জন্য সাপোট্রীফ থাকবে। কর্মজীবন -১৪ই ১৫ই সেপ্টেম্বরে আগে সেপ্টেম্বরের শুরুতে আপনার কাজ নিয়ে একটু বেশি ট্রাভেলিং হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি কিছুটা প্রেসারে থাকতে চলেছেনএবং আপনাকে আপনার পরিবারের থেকে কাজের জন্য একটু দূর দেশে যাওয়া আসা করতে হতে পারে, কিন্তু যখন শুক্র আপনার ফাস্ট হাউজে ট্রানজিট করবেন ১৫ই সেপ্টেম্বরের পরে এমনটা বেশি দেখা যাবে না এবং যারা জব লিস্ট আছেন যাদের কাছে কোনরকম কোন চাকরি বাকরি নেই তারা এই সেপ্টেম্বরের শেষের দিকে কোনরকম চাকরি পাওয়ার চেষ্টা করতে পারেন তাতে আপনাদের পসিবিলিটি রয়েছে, কোন বড়কোম্পানিতে চাকরি পেতে পারেন, ঘোরাফেরার যোগ থাকবে আপনার ওয়ার্কিং প্লেস থেকেই, কাজের শুরুতে একটু লেজিনেজ থাকবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুরুর দিকে কাজে কর্মে খুব একটা মন বসবে না একটু ঘোরাফেরার দিকে মন থাকবে বেখেয়ালি থাকবেন। কিন্তু যখন শুক্র ১৫ ই সেপ্টেম্বরে আপনার ফার্স্ট হাউস এ ট্রানজিট করবেন তারপর থেকে আপনার কাজের প্রতি মন বসবে আপনার স্টেবিলিটি থাকবে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। Tips or উপায় - প্রত্যেকদিন সকালবেলা সূর্যকে প্রণাম করুন এবং সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন সূর্যকে জল দিন এবং সূর্য অস্তের পরে চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন ১০৮ বার এবং ওম নমঃ শিবায় যোগ করুন ১০৮ বার। ------------------------------------------------------- Leo Horoscope for September 2025. Health - This month your immunity system will be strong if your immunity was down before, suppose in June or July your health was very bad, your immunity system was low, you were weak, but in this September you will recover from all these problems very quickly. Get up in the morning and do some exercise and eat healthy food, I do not see any problems with your health this month. Education - If you have any exam after September 16th, then you will be able to do very good results. If you want to get admission somewhere or fill up any form, then I would say it would be very good to do it after September 15th or 16th. This September is going to be very good for Leo people for studies, always try to keep yourself calm. If you have any plans for studies, then I would say try to do it after the middle of this September. Love Life - This month your love relationship will be quite good, there will be good bonding and understanding between the two of you, you will get complete happiness in your love relationship but one small thing can spoil your relationship that is your dominating nature, your aggression, in that case I would say it is better not to speak straight forward for anything, while talking to the person in front of you, do not say anything that will hurt him, it will be better for you to talk to your partner with a little understanding. Do not say anything in anger that will cause any problem in your relationship, in that case you will have to control yourself a little from these things, besides, your love relationship will be very good this September. Married life - This September and the next few months, you may face some problems in your married life, or your life partner may face some health problems, for example, your partner may have a cold, fever, gastric, stomach problems, liver problems, allergies or a rash from small things, and you may have a headache due to tension over small things. There is a possibility of either of these two things happening, your partner's health problem or your married life problem, in that case you need to pay special attention to these two things. And all these problems will not happen only in this September, I have already said that this problem is likely to happen even after September for two to three months. Luck - This month will be good for you in terms of luck. If you want to make any kind of investment this month or if you want to do any kind of auspicious work this month, you can do it or if you are thinking of traveling somewhere far away this month or if you want to travel with your family or if you are trying to do something big this month, then I would say that this month will be full supportive for you. This month, in terms of luck, there will be support for you for any good work, for a big meeting, for a big self-purchase. Career - 14th to 15th September: In the beginning of September, there is a possibility of traveling a little more for your work or you are going to be under some pressure and you may have to travel a little far from your family for work, but when Venus transits your first house, this will not be seen much after 15th September and those who have a job list and do not have any job vacancies can try to get some kind of job by the end of this September, there is a possibility for you, you can get a job in a big company, there will be a lot of movement from your working place, there will be a little lag in the beginning of work but it will gradually get better. In the beginning, you will not be very focused on work, you will be focused on moving around a little and will be careless. But when Venus transits your first house on 15th September, from then on, your focus will be on your work, you will have stability and you will be able to work very well. Tips or remedies - Every morning, bow to the Sun and recite the Surya Bij Mantra, give water to the Sun, and after sunset, recite the Chandra Bij Mantra 108 times and add Om Namah Shivaya Yog 108 times.
সিংহ রাশি ২০২৫ এর রাশিফল কেমন হবে আপনাদের জন্য - এক নতুন অধ্যায় শুরু এবং শনির অশুভ দৃষ্টি :- তাহলে চলুন জেনে নিন সিংহ রাশি 2025 সালে কেমন হবে আপনার জন্য। সিংহ রাশি হল আপনার পঞ্চম রাশি,আর আপনার রাশির অধিপতি হলেন নবগ্রহের রাজা সূর্য দেব। ভূমিকা - বৃহস্পতি দশম স্থানে আছেন 15 th may এর পর একাদশ স্থানে প্রবেশ করবেন এবং পুরো বছরটা এখানেই থাকবেন, তখন মহা পরিবর্তন ঘটবে এখানে থেকেই উনি পঞ্চম স্থান ও সপ্তম স্থানের দিকে দৃষ্টিপাত করবেন। শনিদেব সপ্তম স্থানে বিরাজ করছেন ৩০ শে মার্চ পর্যন্ত,এরপর তার স্থানের পরিবর্তন ঘটবে এবং সেখানেই উনি পুরো বছর টাই থাকবেন।শনিদেবের স্থিতি ভালই দেখা যাচ্ছে উনি কেন্দ্রে অবস্থান করছেন এবং রাজযোগ বানিয়ে বসে আছেন,সুতরাং আপনার কর্মজীবন,প্রেম জীবন,আপনার ইনকাম সবকিছুতেই ভালো গ্রোথ দেখা যাচ্ছে ৩০ শে মার্চের আগে, কিন্তু যখন ৩০ শে মার্চের পর শনিদেব স্থান পরিবর্তন করবেন সপ্তম গৃহের অধিপতি যখন অষ্টম গৃহে প্রবেশ করবেন তখন তার নেগেটিভ প্রভাব পড়বে আপনার জীবনের উপর।রাহু আপনার অষ্টম স্থানে এবং কেতু দ্বিতীয় স্থানে আছেন, ১৮ই মেয়ে এরপর দুজনেরই স্থান পরিবর্তন ঘটবে। স্বাস্থ্য - যখন বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠ স্থান এর উপর পড়বে 15ই মেয়ের আগে তখন আপনার লিভারের সমস্যা এবং হজমের সমস্যা দেখা দেবে। ৩০ শে মার্চের পর যখন শনির ঢাইয়া শুরু হয়ে যাবে তখন দাঁতের বিশেষ খেয়াল রাখতে হবে এছাড়া স্কিন ইনফেকশন,চোখে ইরিটেশন,স্টমাকের প্রবলেম বেড়ে যাবে তাই পেটের খেয়াল রাখবেন এবং বাইরের খাবার একদমই খাবেন না। শিক্ষা - বৃহস্পতি আপনাকে জ্ঞান প্রদান করবেন কারণ উনি হলেন জ্ঞানের দাতা,উনি আপনাকে ভালো শিক্ষা অর্জন করতে সাহায্য করবেন। বৃহস্পতির পঞ্চম স্থানে দৃষ্টির ফলে আপনি উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন যে কোন ভাল জায়গায় আপনি এডমিশন নিতে পারবেন। শনি দেব ও আপনাকে সঠিক শিক্ষা অর্জন করতে সাহায্য করবে। প্রেম জীবন - বৃহস্পতির দৃষ্টি চতুর্থ স্থানের উপর পড়ার ফলে আপনার প্রেমিকা এবং মা উভয়ের প্রতি ভালোবাসা যত্ন এবং চিন্তা বাড়বে। এবং আপনাদের প্রেম সম্পর্ক আরো গাঢ় হয়ে উঠবে। আপনার পরিবারে বিবাহের কথাবার্তা চলতে পারে অথবা পরিবারের মধ্যে সেটা ফাইনাল ও হয়ে যেতে পারে।শনিদেব আপনাকে দায়িত্ববান হয়ে উঠতে সাহায্য করবে। অর্থাৎ আপনি মা এবং প্রেমিকা উভয়ের প্রতি যত্নশীল হয়ে উঠবেন, তবে ৩০ শে মার্চের পর যখন শনি ঢাইয়া শুরু হবে তখন একটু লক্ষ্য রাখবেন এবং নিজের বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন।বৈবাহিক জীবন):- বৃহস্পতির সপ্তম স্থানে দৃষ্টির ফলে আপনি সন্তানের প্ল্যানিং করতে পারেন। আপনার জীবন সঙ্গী প্রফেশনাল ও পার্সোনাল লাইফে অনেক পরিবর্তন আসবে। ৩০ শে মার্চের পর যখন শনি দেবের ঢাইয়া শুরু হবে তখন সবার প্রথম আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের উপরে নজর রাখতে হবে। ভাগ্য - বৃহস্পতি দশম স্থানে অবস্থান করছে মানে উনি আপনাকে ম্যানেজমেন্ট শিখতে সাহায্য করবে,আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার পাশে সব সময় থাকবে ১৫ ই মে ২০২৫ এর আগে পর্যন্ত। যখন বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় স্থানের উপর পড়বে তখন আপনার কমিউনিকেশন স্কিল কে ভালো করতে সাহায্য করবে। কোথায় কি বলবেন কি করবেন কতটুকু বলবেন সে গুলো বোঝাতে সাহায্য করবে, কিন্তু যখন বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থানের উপর পড়বে ১৫ ই মে এর আগে তখন আপনি ঋণ ধারে জর্জরিত হয়ে পড়তে পারেন এবং আপনার শত্রুর সংখ্যাও বাড়তে পারে, সেই জন্য তাড়াহুড়ো করে কোন কাজ করবেন না। সঠিক সময়ের অপেক্ষা করবেন। শনিদেব ও আপনার ভাগ্যের সাথ দেবে। তবে রাহু ও কেতুর ফলে আপনার চরিত্রের পরিবর্তন ঘটতে পারে।আপনি একটু মিস্টেরিয়াস হয়ে উঠতে পারেন অর্থাৎ লোককে দেখাবেন একরকম আর কাজ করবেন আর একরকম।অর্থাৎ আপনাকে দেখে মনে হবে যা আসলে আপনি তা নন। আপনার মধ্যে অসন্তুষ্টি ভাব জন্মাবে কোন কাজেই আপনি সন্তুষ্ট হবেন না, কিন্তু রাহু ও কেতু আপনাকে একটা বিষয়ে সাহায্য করবে, ধন জমাতে বা savings করতে। কর্মজীবন - বৃহস্পতি আপনার কর্মের জায়গায় এবং আপনার বিজনেসের ক্ষেত্রে আপনাকে পুরো সাপোর্ট করবে। আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হবে ইনকামে প্রফিট বেড়ে যাবে। বিজনেসের ক্ষেত্রে আপনার গ্রোথ হবে। যে কোন কর্মে আপনি সুফল পাবেন। কর্মক্ষেত্রের জন্য ছোটখাটো ভ্রমণ যাত্রাও হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ভ্রমণ যাত্রার ফলে আপনার লাভই হবে লোকসান না। আপনি চাইলে পার্টনারশিপে যে কোন বিজনেস করতে পারেন,কারণ ৩০ শে মার্চের আগে শনি দেবের স্থান পরিবর্তন ঘটবে উনি সপ্তম গৃহের অধিপতি অষ্টম গৃহে প্রবেশ করবেন। দশম গৃহের উপর যখন শনিদেব ও বৃহস্পতি দুজনেরই একসাথে দৃষ্টি পড়বে তখন কর্ম ক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হতে পারে,দৌড়ঝাপ করতে হতে পারে। আপনার কাজের ক্ষেত্রে অনেক চাপ বেড়ে যাবে ও দায়িত্ব বেড়ে যাবে।কর্ম ক্ষেত্রে আপনার গ্রোথ হবে এবং নতুন কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। রাহু এবং কেতু আপনার ইনকাম বাড়াতে সাহায্য করবে,কাজের ক্ষেত্রে আরো ফাস্ট হতে সাহায্য করবে,বিজনেসের ক্ষেত্রে মাইন্ড কে শার্প রাখতে সাহায্য করবে। যখন রাহু ও কেতুর দৃষ্টি একাদশ স্থানের উপর পড়বে তখন স্টক মার্কেটে আপনার লাভ হতে শুরু করবে। এছাড়া সরকারি চাকরির জন্য যদি আপনি এপ্লাই করে থাকেন তাহলে সেটাও হওয়ার চান্স দেখা যাচ্ছে,তবে শুভ সময় টি হল ১৫ই এপ্রিল থেকে ১৫ই মে এবং ১৫ ই আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রাহু এবং কেতু উভয়েই কর্মজীবনে আপনার সম্মান বাড়াতে সাহায্য করবে। Tips or উপায় - শনিদেবের বীজ মন্ত্র ১০৮ বার পাঠ করতে হবে ওঁ প্রাম প্রীম প্রোম সঃ শনিচরায় নমঃ। পাখিদের খাদ্য ও পানীয় দেবেন এবং সূর্যদেবকে জল দান করে প্রত্যেক দিন প্রণাম করবেন। নিত্য হনুমান চাল্লিশার পাঠ করবেন।
How will Leo horoscope 2025 be for you - Starting a new chapter and evil eye of Saturn :- So let's know how Leo horoscope 2025 will be for you. Leo is your fifth sign, and the ruler of your sign is Surya Dev, the king of the nine planets. Introduction - Jupiter is in the tenth place, after 15th May, it will enter the eleventh place and will remain here for the whole year, then a big change will happen, from here he will look at the fifth and seventh places. Shani Dev is in the 7th house till 30th March, then his place will change and he will stay there for the whole year. Shani Dev's position is seen well as he is in the center and is sitting in Rajyoga, so your career, love life, your income will see good growth before 30th March, but when Shani Dev changes his place after 30th March, when the lord of the 7th house enters the 8th house, it will have a negative impact on your life. Rahu is in your 8th house and Ketu is in the 2nd house, after 18th May, both of them will change their places. Health - When Jupiter's gaze falls on the 6th house before 15th May, then you will have liver problems and digestive problems. After March 30, when Saturn starts to fall, you will have to take special care of your teeth. Apart from this, skin infections, eye irritation, stomach problems will increase, so take care of your stomach and do not eat outside food at all. Education - Jupiter will give you knowledge because he is the giver of knowledge, he will help you get a good education. Due to Jupiter's aspect in the fifth place, you will be able to get higher education and you will be able to take admission in any good place. Saturn will also help you get the right education. Love Life - Jupiter's aspect in the fourth place will increase your love, care and concern for both your lover and mother. And your love relationship will become deeper. There may be talks of marriage in your family or it may even become final within the family. Saturn will help you become responsible. That is, you will become caring towards both mother and lover, but after March 30th, when Saturn starts to cast its spell, be careful and try to control your words. Marital life):- Due to Jupiter's aspect in the seventh house, you can plan for a child. There will be many changes in your life partner's professional and personal life. After March 30th, when Saturn's aspect starts, the first thing you should do is to keep an eye on your life partner's health. Luck - Jupiter is in the tenth house, which means he will help you learn management, hold your hand and help you move forward and will always be by your side till May 15, 2025. When Jupiter's aspect falls on the second house, it will help you improve your communication skills. It will help you understand where to say what to do and how much to say, but when Jupiter's gaze falls on the sixth house before May 15, you may be burdened with debt and the number of your enemies may increase, so do not do anything in a hurry. Wait for the right time. Shani Dev will also support your luck. However, your character may change due to Rahu and Ketu. You may become a little mysterious, that is, you will appear to people one way and act another way. That is, they will think that you are not who you really are. You will feel dissatisfied and you will not be satisfied with any work, but Rahu and Ketu will help you in one thing, to accumulate wealth or make savings. Career - Jupiter will fully support you in your workplace and in your business. There will be promotion in your workplace, income will increase in profit. There will be growth in your business. You will get benefits in any work. There is a possibility of a small trip for work and as a result of that trip, you will have profit and not loss. If you want, you can do any business in partnership, because before March 30, Shani Dev will change his place and he will enter the eighth house, the lord of the seventh house. When both Shani Dev and Jupiter are aspected together on the tenth house, you may have to work a lot and rush at work. There will be a lot of pressure and responsibility in your work. You will have growth in your work and there is also a possibility of being engaged in new work. Rahu and Ketu will help you increase your income, help you be faster in work, help you keep your mind sharp in business. When Rahu and Ketu's gaze falls on the eleventh house, you will start making profits in the stock market. Apart from this, if you are applying for a government job, then there is a chance of that happening too, but the auspicious time is from April 15th to May 15th and from August 15th to September 15th. Both Rahu and Ketu will help you increase your respect in your career. Tips or remedies - Chant the seed mantra of Shani Dev 108 times Om Pram Prem Prom Sa Shanichara Namah. Give food and drink to the birds and offer water to the Sun God and bow down every day. Chant the Hanuman Chalisa daily.
|