রাশিফল

Pisces - মীন রাশি

Monthly - মাসিক

মীন রাশির সেপ্টেম্বর মাস ২০২৫ এর রাশিফল কেমন কাটবে..?

স্বাস্থ্য - আপনার স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে কিন্তু সামান্য একটু প্রবলেম দেখা যাবে যেমন ধরুন হেডেক হবে মাইগ্রেন হবে অথবা আপনার সারভাইকাল backpain, অথবা শোলডারে  ব্যথা লাগতে পারে, এবং আপনি যদি কোন জায়গায় কোন ট্রাভেলিং যান তাহলে অবশ্যই আপনার খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ নজর রাখতে হবে কোনরকম বাইরের খাবার দাবার খাওয়া বা জাম ফুড খাওয়া একদমই চলবে না কারণ আপনার এই খাবার-দাবারের জন্য আপনার লুসমোশন হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এত কিছুর মধ্যেও আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে, কিন্তু এই একটু-আধটু হেডেক,মাইগ্রেন প্রবলেম এই সমস্ত কিছু হতে পারে এছাড়া আর কোনো রকম কোনো বড় ইস্যু নেই।

শিক্ষা - যদি আপনার কোন রকম পড়াশোনা নিয়ে কোন প্রশ্ন থাকে এক্সাম রিলেটেড টিউশন রিলেটেড তাহলে বলবো ১৫ ই সেপ্টেম্বর এর পর আপনার জন্য খুবই শুভ হবে, আপনার এডমিশনের জন্য আপনার কোচিং চেঞ্জ করার জন্য কোন টিচার চেঞ্জ করার জন্য নতুন কোন ফর্ম ফিলাপ করার জন্য ১৫ ই সেপ্টেম্বরের পরেই করা উচিত কিন্তু ১৫ সেপ্টেম্বরের আগে কখনো কখনো আপনার মধ্যে কনফিউশন দেখা যাবে ডাউট দেখা যাবে এবং আপনার কনসেনট্রেশনে কমতি দেখা যাবে। যদি আপনার পড়াশুনা নিয়ে ওভারঅল বলা হয় তাহলে বলব ৭০ ৮০% ভালো থাকবে।

প্রেম জীবন - আপনারা আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের লাভ পার্টনাট মুডি নেচারের দেখা যাবে কিনা, আপনার লাইফ পার্টনারের মধ্যে চঞ্চলতা থাকবে, কখনো কখনো আপনার প্রশংসা করবে আবার কখনো কখনো আপনার ওপর হঠাৎ করেই রেগে যাবে, আবার কখনো কখনো খুব খুশি থাকবে আবার হঠাৎ করেই দুঃখী হয়ে যাবে এরকম ধরনের স্বভাব দেখা যাচ্ছে। এবং আপনি মাঝেমধ্যে নিজেই অবাক হয়ে যাবেন যে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি তার সাথে ভালোভাবে থাকা সত্ত্বেও কেন আপনার লাভ পার্টনার আপনার সাথে এরকম ধরনের ব্যবহার করছে, কেন আপনার কমতি বার করছে। দুজনার মধ্যে ভালোবাসা থাকার সত্বে ও আপনার লাভ পার্টনার মাঝেমধ্যেই আপনার সাথে খারাপ ব্যবহার করবে। দুজনের মধ্যে রোমান্স থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে দুজনার মধ্যে কমিউনিকেশন ভালো থাকবে কিন্তু ১৫ ই সেপ্টেম্বর এর পর দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে কোন ঝগড়া ঝামেলা মিস আন্ডারস্ট্যান্ডিং হবার সম্ভাবনা দেখা যাচ্ছে।

 বিবাহিত জীবন - ১৫ ই সেপ্টেম্বরের পর আপনাদের মেরিড লাইফ শুধুমাত্র ভালই নয় খুবই ভালো কাটবে। যদি কোনরকম প্ল্যানিং করেন বা কোন ডিসিশন নেন কোন শুভ কাজ মাঙ্গলিক কাজ কোন প্রপার্টি ডিলিং কোন ফ্যামিলি প্ল্যানিং করতে চান দুজনে মিলে কোন লং ট্রাভেল করতে চাইলে করতে পারেন আপনারা যাই কিছু বড় করতে চান তাহলে বলবো ১৫ ই সেপ্টেম্বরের পরে করলেই আপনাদের জন্য খুবই ভালো হবে কিন্তু ১৫ ই সেপ্টেম্বরের আগে আপনার লাইফ পার্টনারের এলার্জি ইনফেকশন স্কিনের সাথে রিলেটেড অথবা ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এছাড়া আপনাদের ম্যারেড লাইফে আর কোন রকম কোন বড় ইস্যু দেখা যাচ্ছে না।

ভাগ্য -১৪ ই সেপ্টেম্বর এর আগে অবধি আপনার ভাগ্য খুবই ভালো কাটবে যদি আপনি কোন রকম ইনভেস্টমেন্ট করতে চান কোন সেল পারচেজ করতে চান কোন প্রপার্টি ডিলিং করতে চান তাহলে বলবো ১৪ ই সেপ্টেম্বরের আগে করলে আপনার জন্য ভালো হবে, কিন্তু তারপরে করলে আপনাকে কোন না কোন প্রবলেমে পড়তে হতে পারে। আপনার ভাগ্যের সাথে অনেকটা স্ট্রাগল করতে হবে, অনেক রকম প্রবলেমের মুখোমুখি হতে হবে সে ক্ষেত্রে বলবো ১৪ ই সেপ্টেম্বরের আগে আপনার সমস্ত কিছু ভালো কাজ শুভ কাজ করে নেওয়া উচিত।

কর্মজীবন - যদি আপনার কর্মজীবনে আগে থেকে কোনরকম কোন প্রবলেম থেকে থাকে তাহলে এবার আপনার এই প্রবলেম সল্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন আপনার প্রমোশনের জোক দেখা যাচ্ছে, এবং আপনার কাজের জায়গায় আপনার পজিশন চেঞ্জ আসতে পারে, এবং এর সাথে সাথে আপনাকে অনেকটা কর্ম করতে হবে যার জন্য আপনি পরবর্তীকালে ভালো ফল পাবেন। আপনার এনজাইটিও হবে আপনার ডিপ্রেশন ও আসবে কিন্তু তার মধ্যেও আপনাকে আপনার টার্গেটে পৌঁছাতে হবে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে আপনাকে কর্ম করে যেতে হবে। তাহলেই আপনি ভালো ফল পেতে পারবেন। এবং যারা জবলেস রয়েছেন তাদের এবার জব পাওয়ার সম্ভাবনা ৭০%রয়েছে।

Tips or উপায় - গুরুর বিজ মন্ত্র পাঠ করুন ১০৮বার,মঙ্গল এর বিজ মন্ত্র পাঠ করুন এবং প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন,সকালে ঘুম থেকে উঠে সূর্যকে জল দিন..।

--------------------------------------------------------------

How will the horoscope of Pisces for September 2025 be..?

Health - Your health will be fairly good but you may experience some minor problems like headaches, migraines or you may have cervical back pain, or shoulder pain, and if you are traveling somewhere, then you must pay special attention to your diet. You should not eat any outside food or junk food at all because there is a possibility of you getting motion sickness due to these foods. And despite all this, your immunity system will be strong, but these minor headaches, migraine problems may be all these, but there is no other major issue.

Education - If you have any questions about any kind of study, exam related, tuition related, then I would say that after September 15th it will be very auspicious for you, for your admission, for changing your coaching, for changing any teacher, for filling any new form, it should be done after September 15th but before September 15th sometimes you will see confusion, doubt and your concentration will be reduced. If it is said about your studies overall, then I would say 70-80% will be good.

Love life - You must comment whether your love partner will be seen as moody, your life partner will be fickle, sometimes he will praise you and sometimes he will suddenly get angry with you, sometimes he will be very happy and suddenly he will suddenly become sad. And you will sometimes wonder why your love partner is behaving like this with you despite everything being fine and you are well with him, why he is pointing out your shortcomings. Despite the love between the two, your love partner will sometimes misbehave with you. There will be romance between the two, understanding will be there, communication between the two will be good, but after September 15, there is a possibility of quarrels, problems, and misunderstandings between the two on small issues.

Married life - After September 15, your married life will not only be good but also very good. If you make any kind of planning or take any decision, any auspicious work, any property dealing, any family planning, if you want to do any long travel together, you can do it. Whatever you want to do, then I would say that it will be very good for you if you do it after September 15, but before September 15, there is a possibility of your life partner's allergy infection related to the skin or the immunity system being down, apart from that, there are no other major issues in your married life.

Luck - Your luck will be very good till September 14th. If you want to make any kind of investment, want to make a cell purchase, want to do any property dealing, then I would say that it will be good for you if you do it before September 14th, but if you do it after that, you may have to face some kind of problem. You will have to struggle a lot with your luck, you will have to face many kinds of problems, in that case, I would say that you should do all your good deeds and auspicious deeds before September 14th.

Career - If you have any kind of problem in your career before then this problem is likely to be solved. And you will be able to achieve your target, your promotion joke is visible, and your position may change at your place of work, and along with this you will have to do a lot of work for which you will get good results later. You will also have excitement and depression, but in the meantime, you have to reach your target, you have to reach your goal, you have to keep working. Only then will you be able to get good results. And those who are jobless have a 70% chance of getting a job this time.

Tips or remedies - Recite Guru's Bij Mantra 108 times, recite Mangal's Bij Mantra and recite Hanuman Chalisa every day, wake up in the morning and offer water to the sun...

---------------------------------------------

মীন রাশি ২০২৫ এর রাশিফল কেমন হবে আপনার জন্য  - 

এই সব কিছুই হবে শনি, রাহু এবং বৃহস্পতির পরিবর্তনের ফলে।
নিজের প্ল্যানিংকে সব সময় এত মজবুত রাখবেন যাতে লোকে দেখে ভাবেই আপনি হাঁটছেন কিন্তু আসলে জয়ের মুকুটটা আপনার মাথায় উঠবে।

নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি, চ্যানেল সুখের চাকায় আপনাদের সকলকে স্বাগত জানাই।

তাহলে চলুন জেনে নিন মীন রাশি ২০২৫ সাল কেমন হবে।এই রাশিটি হল আপনার দ্বাদশ রাশি এবং এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি।

ভূমিকা - বৃহস্পতি তৃতীয় স্থানে আছেন ২০২৫ এর ১৫ ই মে পর্যন্ত,এরপর উনি চতুর্থ স্থানে প্রবেশ করবেন। এই স্থানটিকে শুভ বলে মনে করা হয় না এটি হলো শত্রুর স্থান। এই বছর বৃহস্পতির রাশি পরিবর্তন হবে উনি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন। ২০২৫ এ শনির পরিবর্তন হবে এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শনির সাড়ে সাতির শুরু হবে ৩০ শে মার্চের পর থেকে। ৩০ শে মার্চের পর শনিদেব আপনার রাশিতে প্রবেশ করবেন,আপনি জানেন কি পুরো ৩০ বছর পর শনি আপনার রাশিতে আসবেন কারণ শনি আড়াই বছর পর্যন্ত একটা রাশিতে থাকেন, বারোটা রাশি আছে সুতরাং ক্যালকুলেট করুন ৩০ বছর পর শনি মীন রাশিতে প্রবেশ করছেন, ৩০ শে মার্চ ২০২৫ এ এবং পুরো আড়াই বছর এখানেই থাকবেন আর শনির সাড়ে সাতির দ্বিতীয় অধ্যায়ের শুরু হবে। শনি যেমন আপনার রাশিতে প্রবেশ করবেন ঠিক তেমনি রাহু এবং কেতু আপনার রাশি থেকে প্রস্থান করবেন ১৮ই মে তে। রাহু এবং কেতু সবসময় পিছন দিকে চলেন।

স্বাস্থ্য  - বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার ফলে আপনার শারীরিক দুর্বলতা দেখা দেবে হেডেক বা মাথা যন্ত্রণা হতে পারে,  কারণ এই স্থানটিকে শুভ মনে করা হয় না, ১৫ ই মে এর আগে পর্যন্ত এইগুলো হবে আপনার সাথে, নিজের হজমের দিকে একটু খেয়াল রাখবেন কারণ লিভারের সমস্যা হতে পারে,গ্যাসের প্রবলেম হতে পারে তাই খাবারের দিকে বিশেষ খেয়াল রাখবেন।  কিন্তু ১৫ ই মে এর পর আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে এবং ইমিউনিটি পাওয়ার আরো বাড়বে কারণ বৃহস্পতি তখন তৃতীয় স্থান থেকে বেরিয়ে চতুর্থ স্থানের দিকে যাত্রা করবেন।২০২৫-এ ৩০ শে মার্চের আগে পর্যন্ত শনির সাড়ে সাতির প্রথম অধ্যায় চলছিল তখন আপনাকে অনেক শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। অনেক হসপিটালে ঘুরতে  হয়েছিল আপনাকে, যখন শনিদেব প্রথম গৃহে প্রবেশ করবেন ৩০ শে মার্চের পর এবং পুরো বছর এখানেই থাকবেন।আড়াই বছর উনি একটা রাশিতেই থাকেন তখন আপনাকে একটু সাবধানে থাকতে হবে।  অতিরিক্ত ওভার থিংকিং করার ফলে আপনার হেডেক বা মাথাব্যথা,চোখের সমস্যা এগুলো হতে পারে, তাই সব সময় ফ্রেশ মাইন্ডে থাকবেন। প্রথম স্থানটি হল আমাদের ইমিউনিটি সিস্টেমের স্থান রাহু এবং কেতু যতদিন আপনার এই রাশিতে ছিল ততদিন ইমিউনিটি সিস্টেম আপনার উইক ছিল কিন্তু ১৮ই মে এরপর যখন উভয়ই প্রস্থান করবেন তখন আস্তে আস্তে আপনার ইমিউনিটি সিস্টেম বেড়ে যাবে।

শিক্ষা - বৃহস্পতি দৃষ্টি যখন অষ্টম স্থানের উপর পড়বে তখন আপনার মধ্যে নলেজ অনেক বাড়বে। হায়ার এডুকেশন এর জন্য আপনি ভাল জায়গায় admission নিতে পারেন আপনার পরীক্ষার ফল ও ভালো হবে। শনিদেব প্রথম গৃহে প্রবেশ করবেন ৩০ শে মার্চের পর তখন আপনার মনের ভেতর একটা ওভার থিংকিং এবং ডাউট আসবে আপনার মনে তখন ভয় কাজ করবে। কিন্তু ভয় পেলে চলবে না বেশি ভাববেন না সবসময় রিলাক্স মাইন্ডে থাকবেন। রাহু এবং কেতু উভয় আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে তাই আপনার মনটাকে অন্যমনস্ক ও চঞ্চল করে তুলবে। নিজের ফোকাস টাকে এবং লক্ষ্য টাকে ঠিক রাখবেন।

প্রেম জীবন  - বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার ফলে আপনার প্রেম জীবনে একটা অসন্তুষ্টি ভাব দেখা দেবে, অনেক কিছু করার ফলে ও আপনার মনে একটা ডাউট থাকবে যে আপনি আপনার পার্টনারের জন্য কোন কিছুই করতে পারছেন না, কিন্তু যখন ১৫ই মেয়ের পর বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করবে কেন্দ্রে তখন সবকিছু আবার ঠিক হয়ে যাবে কারণ এই স্থানটি হল খুবই শুভ happiness এর স্থান,সুখের স্থান সুবিধার স্থান। যখন সপ্তম স্থানে শনির দৃষ্টি পড়বে তখন বিবাহের কথা চলতে পারে বা বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। শনির সাড়েসাতির প্রথম অধ্যায় ২০২৪ থেকে শুরু হয়েছে এবং এ বছর ২০২৫ এ ৩০ শে মার্চ এর আগে পর্যন্ত থাকবে। এর ফলে আপনার প্রেম জীবনে একটু একাকীত্ব ভাব দেখা দেবে, আপনার প্রেম সম্পর্ক নিয়ে আপনি সিরিয়াস থাকবেন না, তাই ৩০ শে মার্চের আগে একটু সাবধানে থাকবেন। রাহু এবং কেতু আপনার মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে,তাই নিজেদের ভালোবাসার ওপরে বিশ্বাসটাকে অটুট রাখার চেষ্টা করবেন। ১৮ ই মেয়ে পর থেকে রাহুকেতু আপনার রাশি থেকে প্রস্থান করবেন তাই প্রেম জীবনে আর কোন বাধা থাকবে না।

বৈবাহিক জীবন - পনেরোই মেয়ের পর বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করার ফলে অর্থাৎ কেন্দ্রে অবস্থানের ফলে আপনার জীবনসঙ্গীর পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে অনেক গ্রোথ দেখা দেবে। আপনি তখন luxurious ভাবে জীবন যাপন করবেন গাড়ি-বাড়ি সবকিছুর সুবিধা আপনি পাবেন এমনকি মায়ের সুখ ও মায়ের বিচারের কথা ভাববেন, আনন্দে ও খুশিতে আপনাদের জীবন ভরে উঠবে। ৩০ শে মার্চের আগে পর্যন্ত যেহেতু শনির সাড়ে সাতি প্রথম অধ্যায় চলবে তাই বৈবাহিক জীবনে আপনার একটু একাকীত্ব ভাব দেখা দিতে পারে anxiety ভাব আসবে আপনার মনে। আপনাদের মধ্যে আর্গুমেন্ট হওয়ার ও সম্ভাবনা আছে,তাই নিজেদের ভাষার উপরে নিয়ন্ত্রণ রাখবেন। রাহু এবং কেতু আপনার বৈবাহিক জীবনে বাঁধার সৃষ্টি করতে পারে,  বিশেষ করে আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবেন। তার প্রফেশনাল লাইফেও বাধার সৃষ্টি হতে পারে তাই সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করবেন। ১৮ই মে এর পর থেকে আপনার বৈবাহিক জীবনে আর কোনো বাধা থাকবে না কারণ রাহু এবং কেতু উভয়ে আপনার রাশি থেকে প্রস্থান করবেন। 

ভাগ্য - বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার ফলে আপনি যতই পরিশ্রম করুন না কেন যতই নিজের কাজটাকে সুষ্ঠুভাবে সফল করার চেষ্টা করুন না কেন উপযুক্ত রেজাল্ট আপনি পাবেন না, এই প্রপার রেজাল্ট আপনি ২০২৪ শে ও পাননি এমনকি ২০২৫ এ ১৫ই মে এর আগে পর্যন্ত পাবেন না।কিন্তু যখনই ১৫ই মেএর পর বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করবে কেন্দ্রে তখন সবকিছু আবার ঠিক হয়ে যাবে আপনার জীবনে, ভাগ্য তখন আপনার পুরো সাথ দেবে। খুশিতে ভরে উঠবে আপনার জীবন, আপনি তখন নতুন গাড়ি বা বাড়িও কিনতে পারেন। যখন শনিদে প্রথম গৃহে প্রবেশ করবেন ৩০ শে মার্চের পর এবং পুরো বছর এখানেই থাকবে এবং আড়াই বছর একটা রাশিতেই উনি থাকেন তখন একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি বেশি চিন্তা ভাবনা করবেন না ডাউটনেস আনবেন না নিজের মনের ভেতরে ফলে কর্মক্ষেত্রে আপনার বাধার সৃষ্টি হতে পারে। শনিদেবের ৩০ শে মার্চের আগে দ্বাদশ গৃহে থাকার ফলে দূরে কোন ব্যক্তির সাথে কানেকশন হতে পারে যাদের সাথে আপনি এর আগে কখনো আলাপচারিতা করেননি। শনিদেবের ফলে আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে, শনিদেবের দ্বিতীয় স্থানের ওপর দৃষ্টি পড়ার ফলে আপনার ধৈর্য অনেক কমে যাওয়ার সম্ভাবনা আছে। শনিদেব যখন দ্বাদশ গৃহে অবস্থান করেছেন তখন আপনার ভেতর থেকে এনার্জি চলে গিয়েছিল। রাহু এবং কেতু আপনার ফিতর কনফিউশন তৈরি করবেন তাই যে কোন সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নেবেন, তাড়াহুড়ো করে কোন কাজ করবেন না কারণ রাহু এবং কেতু উভয়েরই কাজ হল আপনার  mind কে divert
করা।

কর্মজীবন  - বৃহস্পতি তৃতীয় স্থানে থাকার ফলে কাজের প্রেশার অনেক বেশি বেড়ে যাবে, ওভারটাইম ও করতে হতে পারে,কাজের প্রচুর দায়িত্ব আসবে আপনার উপর, কর্ম ক্ষেত্রেও অনেক পরিবর্তন দেখা দেবে,কিন্তু আপনার মনের ভেতরে একটা অসন্তুষ্টি থেকেই যাবে একটা De satisfaction আসবে আপনার মনে, কারণ আপনার কাজের উপযুক্ত রেজাল্ট আপনি পাবেন না। কিন্তু ১৫ ই মে এরপর বৃহস্পতি যখন চতুর্থ স্থানে প্রবেশ করবে কেন্দ্রে তখন আপনার কর্মক্ষেত্রে অনেক ভালো পরিবর্তন দেখা দেবে আপনার কর্মজীবনে তখন অনেক গ্রোথ আসবে। বৃহস্পতি দৃষ্টি দশম স্থানে যখন পড়বে তখন আপনার ম্যানেজমেন্ট ও কমিউনিকেশন স্কিল বাড়বে। কারণ তখন বৃহস্পতির দৃষ্টি নিজের স্থানের উপরই পড়বে।  কর্মক্ষেত্রের সূত্রে বিদেশ যাত্রা হতে পারে, নতুন কর্মের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। শনি হলেন পায়ের কারক তাই কর্মক্ষেত্রে অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে এমনকি কর্মের জন্য জায়গার স্থানান্তরিত হতে পারে। তবে নিজের মধ্যে কখনো অহংকার আনবেন না এবং সব সময় দয়ালু মনোভাবাপন্ন নিয়ে কাজ করে যাবেন সকলের সাথেই ভদ্র আচরণ করবেন এটাই আপনার কর্মের ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে। শনিদেবের দৃষ্টি যখন প্রীতি ও স্থানে পড়বে তখন অনেক সময় আপনার কাজে মন লাগবেনা অলসতা ভাব দেখা দেবে। রাহু এবং কেতুর ফলে ১৮ই মে এর আগে আপনি পার্টনারশিপে কোন বিজনেস করতে পারেন, অথবা কোন বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারেন বা পারচেস্ট করতে পারেন। তবে কোন কাজ সাবধানে  করবেন তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না 

Tips or উপায়  - যেহেতু শনি সাড়ে সাথি চলছে তাই শনির বীজ মন্ত্র ১০৮ বার পাঠ করবেন ওঁ প্রাম প্রীম প্রোম সঃ শনি চরায় নমঃ। বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন  ওঁ গ্রাম গ্রীম গ্রোম সঃ গুরবে নমঃ। হনুমান চল্লিশার পাঠ করবেন প্রত্যেকদিন এবং সূর্যকে জল দিয়ে প্রণাম করবেন। 

 

How will Pisces horoscope 2025 be for you -

All these will happen due to the changes of Saturn, Rahu and Jupiter.
Always keep your planning so strong that people see you walking but in reality the crown of victory will be on your head.

Hello friends, I am Balaka Banerjee, welcome you all to Channel Sukher Chaka.

So let's know how Pisces year 2025 will be. This zodiac sign is your twelfth zodiac sign and the ruler of this zodiac sign is Jupiter.

Introduction - Jupiter is in the third place till May 15, 2025, after which he will enter the fourth place. This place is not considered auspicious, it is the place of enemies. This year Jupiter's zodiac sign will change, he will leave Taurus and enter Gemini. Saturn will change in 2025 and the second chapter i.e. Saturn's half-sati will start from March 30 onwards. After March 30th, Shani Dev will enter your sign, do you know that after 30 years, Saturn will come to your sign because Saturn stays in one sign for two and a half years, there are twelve signs so calculate that after 30 years, Saturn will enter Pisces sign, on March 30th, 2025 and will stay here for two and a half years and the second chapter of Saturn's half-sati will begin. Just as Saturn will enter your sign, Rahu and Ketu will exit your sign on May 18th. Rahu and Ketu always move backwards.

Health - Due to Jupiter being in the third place, you will experience physical weakness, headaches or headaches, because this place is not considered auspicious, these will happen to you till May 15th, take care of your digestion because there may be liver problems, gas problems, so take special care of your food. But after May 15, your physical weakness will go away and your immunity power will increase further because Jupiter will move from the third house to the fourth house. In 2025, before March 30, when the first chapter of Saturn's half-sati was going on, you had to go through many physical problems. You had to visit many hospitals, when Saturn will enter the first house after March 30 and will stay here for the whole year. When he stays in one sign for two and a half years, you have to be a little careful. Excessive overthinking can cause you headaches, eye problems, so always stay fresh in mind. The first place is the place of our immunity system. As long as Rahu and Ketu were in this sign, your immunity system was weak, but after May 18, when both of them leave, your immunity system will gradually increase.

Education - When Jupiter's gaze falls on the eighth house, your knowledge will increase a lot. You can take admission in a good place for higher education and your exam results will be good. Shani Dev will enter the first house after 30th March, then overthinking and doubt will come in your mind, then fear will work in your mind. But if you are afraid, don't think too much, always stay in a relaxed mind. Both Rahu and Ketu will try to confuse you, so they will make your mind restless and restless. Keep your focus and goal fixed.

Love Life - Due to Jupiter being in the third place, there will be a feeling of dissatisfaction in your love life, due to doing a lot of things, there will be a doubt in your mind that you are not able to do anything for your partner, but when Jupiter enters the fourth place in the center after 15th May, then everything will be fine again because this place is a very auspicious place of happiness, a place of happiness and a place of convenience. When Saturn is seen in the seventh place, there can be talk of marriage or there is a possibility of marriage. The first chapter of Shani's Sade Sati has started from 2024 and will continue till March 30th in 2025. As a result, there will be a little loneliness in your love life, you will not be serious about your love relationship, so be a little careful before March 30th. Rahu and Ketu may try to divert your mind, so try to keep your faith in your love intact. Rahuketa will leave your sign after the 18th of the month, so there will be no more obstacles in your love life.

Marital life - After the fifteenth of the month, Jupiter will enter the fourth house, i.e., due to its position in the center, there will be a lot of growth in the personal and professional life of your life partner. You will then live a luxurious life, you will get all the benefits of a car and a house, you will even think about your mother's happiness and mother's judgment, your life will be filled with joy and happiness. Since the first chapter of Shani's Sade Sati will continue till March 30th, you may feel a little lonely in your married life and anxiety will come to your mind. There is a possibility of arguments between you, so control your language. Rahu and Ketu can create obstacles in your marital life, especially keep a special eye on the health of your life partner. There can also be obstacles in his professional life, so work carefully and keep your eyes and ears open. After May 18th, there will be no more obstacles in your marital life because both Rahu and Ketu will leave your sign.

Luck - Due to Jupiter being in the third place, no matter how hard you work, no matter how much you try to make your work successful, you will not get the proper results, you did not get this proper result even in 2024 and even you will not get it before May 15th, 2025. ButWhenever Jupiter enters the fourth house after May 15th, everything will be fine in your life, luck will be with you. Your life will be filled with happiness, you can buy a new car or house. When Saturn enters the first house after March 30th and stays here for the whole year and stays in one sign for two and a half years, one thing you should keep in mind is that you should not think too much and do not bring doubt into your mind, as a result, you may face obstacles in your work. Due to Saturn being in the twelfth house before March 30th, you may connect with a person from afar with whom you have never interacted before. Due to Saturn, maturity will come in you, due to Saturn's gaze falling on the second house, your patience is likely to decrease a lot. When Saturn was in the twelfth house, the energy went out of you. Rahu and Ketu will create confusion in your horoscope, so think carefully before making any decision, do not do anything in a hurry because the job of both Rahu and Ketu is to divert your mind.

Career - Due to Jupiter being in the third place, the pressure of work will increase a lot, you may have to work overtime, a lot of responsibility will come on you, there will be many changes in the work field, but there will be dissatisfaction in your mind, a dissatisfaction will come in your mind, because you will not get the desired results of your work. But after May 15, when Jupiter enters the fourth place in the center, there will be many good changes in your work field, there will be a lot of growth in your career. When Jupiter's gaze falls in the tenth place, your management and communication skills will increase. Because then Jupiter's gaze will fall on your own place. There may be a trip abroad due to the work field, there is a possibility of adding new work. Saturn is the ruler of the feet, so you may have to run around a lot at work and may even have to move places for work. However, never bring pride in yourself and always work with a kind attitude and treat everyone politely, this will give very good results in your work. When the gaze of Saturn falls on your love and place, many times you will not feel like working and will feel lazy. Due to Rahu and Ketu, before May 18, you can do any business in partnership, or you can invest in any business or purchase it. However, do any work carefully and do not take any decision in a hurry.

Tips or remedies - Since Saturn is in the sixth phase, recite the seed mantra of Saturn 108 times: Om Pram Prem Prom Sa Shani Charaya Namah. Recite the seed mantra of Jupiter 108 times: Om Gram Grim Grom Sa Gurbe Namah. Hanuman will recite the Chalisha every day and offer water to the sun.