রাশিফল

Sagittarius - ধনু রাশি

Monthly - মাসিক

ধনু রাশির সেপ্টেম্বর মাস ২০২৫ এর রাশিফল কেমন কাটবে..?

স্বাস্থ্য - এই মাসে আপনার স্বাস্থ্য শুধু ভালোই নয় খুবই ভালো কাটবে। যদি আপনার শরীর স্বাস্থ্য আগে থেকে খারাপ থেকে থাকে তাহলে আপনি এই মাসে খুব শীঘ্রই রিকভার করতে পারবেন আপনার যদি কোন স্টমাক রিলেটেড লিভার রিলেটেড ক্যাস্টিক রিলেটেড স্কিন ইনফেকশন রিলেটেড যদি কোন প্রবলেম থেকে থাকে তাহলে এই মাসে রিকভার করার পসিবিলিটি রয়েছে। আপনার শরীর স্বাস্থ্য ই সেপ্টেম্বর মাসে ভালোই কাটবে।

শিক্ষা - এই বছরের সবথেকে ভাগ্যশালী মাস হচ্ছে এই সেপ্টেম্বর মাস এই মাসটি আপনার পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো কাটবে। যদি আপনার এই মাসে কোন এক্সাম থাকে বা আপনি কোন প্ল্যানিং করতে চান টিউশনি চেঞ্জ করতে চান টিচার চেঞ্জ করতে চান বা পড়াশোনা নিয়ে কিছু চেঞ্জাস আনতে চান কোথাও নতুন এডমিশন নিতে চান কোন নতুন ফরম ফিলাপ করতে চান তাহলে বলবো এই মাসটি আপনার জন্য ফুল সাপোর্ট করবে,শুধু আপনি আপনার লক্ষ্যে ফোকাস রাখুন আপনার জন্য খুবই ভালো থাকবে এই সেপ্টেম্বর মাস।

প্রেম জীবন - লাভ রিলেশনের কথা বলা হলে প্রথমেই বলবো 99% আপনার লাভরিলেশন ভালো থাকবে আপনি যার সাথে লাভ রিলেশনে থাকবেন তার থেকে কিছু শিখতে পারবেন। এবং আপনি আপনার লাইফ পার্টনারের থেকে ফুল সাপোর্ট পাবেন লাইফ পার্টনারের থেকে হেল্প পাবেন এবং দুজনার মধ্যে কমিউনিকেশন স্ট্রং থাকবে বন্ডিং স্ট্রং থাকবে। আপনার লাইফ পার্টনার আপনার সামনে গুড ওয়েলথ ন্যাচারের থাকবে। এবং আপনার সাথে রিলেশনে থেকে আপনার জন্য অনেক কিছু করবেন।

 বিবাহিত জীবন - ম্যারেড লাইফ আপনাদের এই সেপ্টেম্বর মাসটি ভালোই কাটবে,আপনার লাইফ পার্টনারের ক্যারিয়ারে গ্রোথ বাড়বে আপনার লাইফ পার্টনারের ব্যবসায় গ্রোথ বাড়বে, জুলাই মাস বা আগস্ট মাসে আপনার ব্যবসা নিয়ে কোনো রকম কোনো আগ্রুমেন্ট থেকে থাকে বা কোন রকম প্রবলেম থেকে থাকে তাহলে আমি নিশ্চিত ভাবে আপনাদেরকে বলবো এই মাসটি আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং আপনার লাইফ পার্টনারের ক্যারিয়ারে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কোনো না কোনো ভালো গ্রোথ দেখা যাবে। 

 ভাগ্য - যদি আপনি আপনার ফিউচার নিয়ে কোনরকম কোন প্ল্যানিং করেন তাহলে বলবো ১৭ ই সেপ্টেম্বরের আগে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ থাকবে ১৭ ই সেপ্টেম্বর এর পরেও মোটামুটি ভালো থাকবে যদি কোন রকম কোন সেল পারচেজ করতে চান বা থ্রেডিং করতে চান, কিছু বড় করার চিন্তা ভাবনা করছেন অথবা কোন মিটিংয়ে যেতে চাইছেন কোন ট্রাভেলিং এ যেতে চাইছেন তাহলে বলব এই মাসটি আপনার জন্য শুভ থাকবে। 

কর্মজীবন - যদি বারোটি রাশির মধ্যে বলা হয় তাহলে বলব এই সেপ্টেম্বর মাসে সবথেকে ভালো ধনু রাশির ক্ষেত্রেই দেখা যাচ্ছে সবথেকে বেশি ভাগ্যশালী দেখা যাচ্ছে, যারা এতদিন ধরে বেকার রয়েছেন তারা এবার নতুন চাকরি পেতে পারেন এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের এবার কোন বড়সড়ো প্রমোশনের যোগ দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে খুব ভালো স্ট্রেন্থ দেখা যাচ্ছে, আপনি মন লাগিয়ে কাজ করতে পারবেন এবং আপনি নিজের কাজটি খুব ভালোভাবে করবেন, আপনি আপনার কাজকে খুব সিরিয়াস ভাবে নেবেন এবং কাজটিকে নিজের মনে করে কাজ করবেন এবং আপনার কাজে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। এবং যাদের কাছে কোন চাকরি নেই যারা জবলেস রয়েছেন তাদের এবার চাকরি পাওয়ার সম্ভাবনা ৯৯% রয়েছে। কারণ ধনু রাশির সমস্ত গ্রহের ট্রানজিট খুবই ভালো পজিশনে রয়েছে। কিন্তু ধনু রাশির জাতক-জাতিকাদের জন্ম চাটে যদি শুনি নিজস্ত থাকে তাহলে হয়তো ছোটখাটো প্রবলেম দেখা যেতে পারে সে ক্ষেত্রে আপনাকে আপনার জন্ম চার্ট রেকটিফাই অবশ্যই করাতে হবে।

Tips or উপায় - প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন, এবং  সূর্য প্রণাম করুন এবং সূর্যকে জল দিন এবং যদি আপনার কুষ্টিতে শনির পজিশন খারাপ থাকে তাহলে শনির বীজ মন্ত্র পাঠ করতে হবে কিন্তু তার আগে অবশ্যই আপনার জন্ম চাট একবার হলেও রেকটিফাই করে নেওয়া উচিত.

--------------------------------------------------------

How will the horoscope of Sagittarius for September 2025 turn out..?

Health - This month your health will not only be good but also very good. If your health was bad before, then you will be able to recover very soon this month. If you have any stomach related, liver related, caustic related, skin infection related problems, then there is a possibility of recovery this month. Your health will be good in September.

Education - The luckiest month of this year is this September. This month will be very good for your studies. If you have any exams this month or you want to do any planning, want to change tuition, want to change teacher or want to make some changes in your studies, want to take new admission somewhere, want to fill up any new form, then I would say that this month will give you full support, just focus on your goal, this September will be very good for you.

When it comes to love life - love relationship, first of all I will say that 99% of your love relationship will be good, you will be able to learn something from the person with whom you will be in a love relationship. And you will get full support from your life partner, you will get help from your life partner and the communication between the two will be strong, the bonding will be strong. Your life partner will have a good wealth nature in front of you. And he will do a lot for you in the relationship with you.

Married life - Married life You will have a good time this September, your life partner's career will grow, your life partner's business will grow, if there is any kind of argument or any kind of problem with your business in the month of July or August, then I will definitely tell you that this month all your problems will be solved and some good growth will be seen in your life partner's career, personal and professional life.

Luck - If you are planning for your future, then I would say that it will be best for you before September 17th, and it will be quite good after September 17th. If you want to make any kind of cell purchase or threading, are thinking of doing something big or want to go to a meeting or travel, then I would say this month will be auspicious for you.

Career - If it is said among the twelve zodiac signs, then I would say that this month of September is the best for Sagittarius, it seems to be the luckiest, those who have been unemployed for so long can get a new job now and those who are already working can get a big promotion this time, you have very good strength, you can work with your mind and you will do your job very well, you will take your work very seriously and work as if it is your own and you will definitely be successful in your work. And those who do not have a job, those who are unemployed have a 99% chance of getting a job this time. Because the transit of all the planets in Sagittarius is in a very good position. But if the birth chart of Sagittarius people is in the Sun, then maybe there are minor problems in that case you must get your birth chart rectified.

Tips or remedies - Read Hanuman Chalisa every day and chant Gayatri Mantra, and do Surya Pranam and give water to the Sun and if the position of Saturn is bad in your horoscope then you have to read Saturn's seed mantra but before that you must rectify your birth chart at least once.

-------------------------------------------------------

ধনু রাশি ২০২৫ কেমন হবে আপনাদের জন্য  - 

এই বছর পিছন  ফিরে তাকিয়ে আর দেখতে হবে না :- 
একটা সুন্দর জীবন যাপন করতে হলে আপনাকে এটা মেনে নিতে হবে যে সবাই সব সময় সবকিছু পায় না।সব মানুষের জীবনে সুখ আসে না।
নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি সুখের চাকায় আপনাদের সকলকে স্বাগত জানাই।

তাহলে চলুন জেনে নিন ধনু রাশি ২০২৫ সাল কেমন হবে এই রাশিটি হল আপনার নবম রাশি আর এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি।

ভূমিকা - বৃহস্পতি ষষ্ঠ স্থানে 15ই মে পর্যন্ত আছেন এরপর সপ্তম স্থানে প্রবেশ করবেন।রাশির অধিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করা মানে সেটা শুভ বলে মনে করা হয় না।  এটা ঋণ রোগ ও শত্রুর গৃহ। শনিদেভ 2025 সালে তৃতীয় স্থানে আছেন এবং ৩০ শে মার্চ চতুর্থ স্থানে প্রবেশ করবেন তখন শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। তখন আপনি এর সুফল পাবেন। রাহু এবং কেতু হলেন বড় গ্রহ যার সু ফল সব থেকে বেশি পাওয়া যায়। রাহু আপনার চতুর্থ স্থানে,কেতু আপনার দশম স্থানে ১৮ই মে পর্যন্ত আছেন। এরপর রাহু তৃতীয় স্থানে প্রবেশ করবেন এটাও খুব ভালো পরিবর্তন ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য।

স্বাস্থ্য  - ১৫ ই মে পর্যন্ত বৃহস্পতি ষষ্ঠ স্থানে আছে এর মানে আপনার স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে।শরীরের ফ্যাট বাড়বে,চর্বি বাড়বে, গ্যাস ও হজমের সমস্যা হতে পারে। শনির ঢাইয়া চলা কালীন আপনার স্বাস্থ্যের পরিবর্তন ঘটবে। আপনি কোন রোগে ভুগলে তার থেকে উদ্ধার হয়ে যাবেন। রাহু ও কেতুর ফলে আপনার স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ভাবনা ছিল সেটা দূর হয়ে যাবে।

শিক্ষা - বৃহস্পতি আপনাকে জ্ঞান দান করবেন ১৫ ই মে এরপর। এর আগে যেহেতু বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করবেন তখন পড়ার প্রতি আপনার এনার্জি কমে যাবে।তাই পড়ার প্রতি যা সিদ্ধান্ত নেবার তা ১৫ই মে এর পর নেবেন।কোন ভাল জায়গায় admission নেওয়া বা form ফিলাপ করার থাকলে আপনি ১৫ ই may এর পর নেবেন। শনির টাইয়া আপনাদের জন্য শুভ সময় নিয়ে আসছে, আপনি হায়ার এডুকেশনের জন্য এপ্লাই করতে পারেন। একটু সাবধানে থাকবেন কারণ রাহু এবং কেতু আপনার মনকে চঞ্চল ও অন্যমনস্ক করার চেষ্টা করবে।

প্রেম জীবন  - বৃহস্পতির ষষ্ঠ স্থানে অবস্থান করার ফলে ১৫ই মে এর আগে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। নিজেদের প্রতি বিশ্বাসটাকে অটুট রাখার চেষ্টা করবেন।কিন্তু যখন বৃহস্পতি ১৫ই মে এরপর সপ্তম স্থানে প্রবেশ করবে তখন আপনার প্রেম জীবনে সকল বাধা দূর হয়ে যাবে, এমনকি ২০২৫ এ ১৫ ই মে এরপর বিবাহ যোগ আছে পুরো বছর টাই। শনিদেবের ঢাইয়া চলার ফলে আপনি আপনার পার্টনারের প্রতি একটু সচেতন হয়ে উঠবেন। তার প্রতি care  আপনার বেড়ে যাবে।রাহু ও কেতুর ফলে আপনার প্রেমজীবনে একটু সমস্যা তৈরী হবে কারণ এরা হলেন অতৃপ্ত গ্রহ, কিছুতেই আপনি সন্তুষ্ট হবেন না।

বৈবাহিক জীবন - 15 may এর পর বৃহস্পতি যখন সপ্তম স্থানে প্রবেশ করবে এবং পুরো বছর এখানেই থাকবে তখন আপনার বৈবাহিক জীবনে অনেক পরিবর্তন আসবে আপনার জীবন সঙ্গীর কর্ম ক্ষেত্রে অনেক গ্রোথ দেখা দেবে। আপনার বৈবাহিক জীবন ঠিক হয়ে যাবে সুখ শান্তিতে ভরে উঠবে। শনিদেবের ঢাইয়া যখন ৩০ শে মার্চের পর থেকে শুরু হবে তখন পরিবারের প্রতি আপনি আরো সচেতন হয়ে উঠবেন, এবং দায়িত্ববানও হয়ে উঠবেন। ১৮ বছর পর রাহু পরিবর্তন হবে এবং সেই সঙ্গে কেতুর ও পরিবর্তন হবে তাই ১৮ ই মেয়ের পর আপনার বৈবাহিক জীবনে সকল বাধা দূর হয়ে যাবে কিন্তু এর আগে একটু সমস্যা তৈরি হবে ছোটখাটো ব্যাপারে মতের অমিল হতে পারে। সেদিকে একটু লক্ষ্য রাখবেন।

ভাগ্য - বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকা মানে একটু রোগ ও শত্রুর বৃদ্ধির সম্ভাবনা আছে।এর কারণে আপনাকে লোন, ধার করতে হতে পারে।আপনি কোর্ট কাচারিতে ফাঁসতে পারেন।আপনার বিরুদ্ধে পলিটিক্স হতে পারে, অন্য ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত হতে পারেন।অন্য ব্যাক্তি আপনাকে হিংসার চোখেও দেখতে পারে। এই সবকিছুই ১৫ই মেএর আগে পর্যন্ত আপনার সাথে হবে।তাই কোন কাজ শুরু করার আগেই নিজের কুষ্টি বিচার করে তবেই সেই কাজটা শুরু করবেন। যখন বৃহস্পতি ষষ্ঠ স্থান থেকে প্রস্থান করে সপ্তম স্থানে প্রবেশ করবেন এবং পুরো বছর টাই এখানেই থাকবেন তখন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে এবং এখান থেকে যখন উনি প্রথম স্থানের দিকে দৃষ্টিপাত করবেন তখন আপনি জীবনে অ্যাচিভমেন্ট করবেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যাবে।আপনি সকলকে নিজের ট্যালেন্ট দেখাতে সক্ষম হবেন। সকলের কাছ থেকে আপনি অনেক প্রশংসা ও পাবেন। আপনি কোর্ট কাচারিতে ফেঁসে থাকলে সেখান থেকে বেরিয়ে আসবেন।আপনার সকল রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চতুর্থ স্থানের অধিপতি যখন সপ্তম স্থানে প্রবেশ করে তখন সব রকমের সুযোগ সুবিধা আপনি পাবেন। শনিদেবের ঢাইয়া চলাকালীন আপনি অনেক নতুন নতুন কাজ শিখবেন বা নতুন কাজে হাত দেবেন।নতুন লোকের সান্নিধ্য পাবেন।নতুন জায়গায় যাবেন যেখানে যাওয়ার কথা আপনি কখনো এর আগে ভাবেননি এবং সামাজিক কাজের সাথে নিজেকে নিযুক্ত করবেন। অনেক নতুন আইডিয়া আসবে আপনার মাথায় এবং এই আইডিয়াকে কাজে লাগিয়েই আপনি অনেক দূর এগোবেন। নতুন প্রপার্টি কিনতে পারবেন বা সেই বিষয় নিয়ে ডিল ও করতে পারবেন। রাহু এবং কেতু আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে তবে মনের মধ্যে একটা ডাউট আপনার থাকবে।

কর্মজীবন - আপনার কর্মের স্থানে আপনি প্রেজেন্টেশন ঠিকভাবে দিতে পারবেন। আপনি পার্টনারশীপে বিজনেস শুরু করতে পারেন। আপনার ভেতর জ্ঞানের দরজাটা খুলে যাবে। আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে।আপনি তখন অনলাইন ও ডিজিটাল দুনিয়ার সাথে যুক্ত হবেন এবং অনলাইনে বিজনেস করতে সক্ষম হবেন। আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে শনিদেব সাহায্য করবেন।তবে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।এই শনির ঢাইয়া আপনার জন্য শুভ সময় নিয়ে আসবে। দশম স্থানের দিকে দৃষ্টি পড়ার ফলে আপনার কাজের জায়গায় অনেক চাপ বেড়ে যাবে আপনার কর্মে গ্রোথ আসবে আপনার ভেতরে সমস্ত টেনশন দূর হয়ে যাবে। যেকোনো কাজ আপনি সুষ্ঠুভাবে করতে পারবেন। রাহু এবং কেতু আপনার মধ্যে ভয় ও ডাউটনেস তৈরি করবে, যে এই কাজটা আপনি করতে পারবেন কিনা। কিন্তু আমরা মানুষরা হলাম সব থেকে উন্নত জীব আমরা পারি না এমন কোন কাজ নেই। তাই নিজের মনের ভেতরে সমস্ত ভয়কে দূর করে নিজের কাজে এগিয়ে যাবেন। মনে রাখবেন জীবনে পরিশ্রম করলে তার ফল সব সময় ভালই হয়।

Tips or উপায়  - বৃহস্পতির বীজ মন্ত্র ১০৮ বার পাঠ করবেন ওঁ গ্রাম গ্রীম গ্রোম সঃ গুরবে নমঃ। বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন। নিত্য হনুমান চল্লিশার পাঠ করবেন। সূর্যকে জল দিয়ে প্রণাম করবেন। 

 

How Sagittarius 2025 will be for you -

No need to look back this year :-
To live a beautiful life, you have to accept that not everyone gets everything all the time. Happiness does not come in everyone's life.
Hello friends, I am Balaka Banerjee, welcome you all to the wheel of happiness.

So let's know how Sagittarius 2025 will be. This sign is your ninth sign and the lord of this sign is Jupiter.

Introduction - Jupiter is in the sixth place till May 15th and then it will enter the seventh place. The lord of the sign being in the sixth place does not mean that it is considered auspicious. It is the house of debt, disease and enemies. Shani Dev is in the third place in 2025 and will enter the fourth place on March 30th, then the dhaiya of Saturn will start. Then you will get its benefits. Rahu and Ketu are the big planets whose good results are the most. Rahu is in your fourth house, Ketu is in your tenth house till May 18. After that, Rahu will enter the third house, which is also a very good change for Sagittarius people.

Health - Jupiter is in the sixth house till May 15, which means that you will have health problems. Body fat will increase, obesity, gas and digestion problems may occur. Your health will change during the transit of Saturn. If you are suffering from any disease, you will recover from it. The worries you had about your health due to Rahu and Ketu will go away.

Education - Jupiter will give you knowledge after May 15. Before this, since Jupiter will be in the sixth house, your energy for studying will decrease. So, whatever decision you have to make regarding studying, take it after May 15. If you have to take admission in a good place or fill up a form, you can do it after May 15. Saturn's tie is bringing auspicious time for you, you can apply for higher education. Be a little careful because Rahu and Ketu will try to make your mind restless and distracted.

Love life - Due to Jupiter's position in the sixth house, you will have to be a little careful before May 15th. Try to keep your faith in yourself intact. But when Jupiter enters the seventh house after May 15th, all obstacles in your love life will be removed, even after May 15th in 2025, there is a marriage contract for the whole year. Due to the influence of Shani Dev, you will become a little aware of your partner. Your care for him will increase. Due to Rahu and Ketu, there will be a little problem in your love life because these are insatiable planets, you will not be satisfied with anything.

Marital life - After May 15th, when Jupiter enters the seventh house and remains here for the whole year, there will be many changes in your married life, there will be a lot of growth in your life partner's work. Your married life will be fine, it will be filled with happiness and peace. When Shani Dev's Dhaiya starts after March 30th, you will become more aware of your family and will also become responsible. After 18 years, Rahu will change and Ketur will also change, so after May 18th, all obstacles in your married life will be removed, but before that, there may be some problems, there may be disagreements on small matters. Keep an eye on that.

Luck - Jupiter being in the sixth place means there is a possibility of some disease and increase in enemies. Due to this, you may have to take loans. You may get caught in court. Politics may be done against you, you may be cheated by another person. Other people may also look at you with envy. All this will happen to you till May 15th. So before starting any work, judge your horoscope and only then start that work. When Jupiter moves from the sixth house to the seventh house and stays here for the whole year, there will be many changes in your life and when it aspects the first house from here, you will achieve a lot in life, your confidence level will increase a lot. You will be able to show your talent to everyone. You will get a lot of praise from everyone. If you are stuck in a court case, you will come out of it. All your roads will be clear. When the lord of the fourth house enters the seventh house, you will get all kinds of opportunities. During the Dhaya of Shani Dev, you will learn many new things or try new things. You will get close to new people. You will go to new places where you have never thought of going before and you will engage yourself in social work. Many new ideas will come to your mind and by using these ideas, you will go a long way. You can buy a new property or deal with that matter. Rahu and Ketu will help you move forward in life, but you will have a doubt in your mind.

Career - You will be able to give presentations properly at your workplace. You can start a business in partnership. The door of knowledge will open within you. All your desires will be fulfilled. You will then be connected to the online and digital world and will be able to do business online. Shani Dev will help you move forward in life. But you will have to work hard. This Saturn Dhaiya will bring auspicious times for you. Due to the gaze towards the tenth house, a lot of pressure will increase at your workplace, there will be growth in your work, all the tension will be removed within you. You will be able to do any work properly. Rahu and Ketu will create fear and doubt in you, whether you can do this work or not. But we humans are the most advanced creatures, there is no work that we cannot do. SoRemove all the fear in your mind and move forward with your work. Remember that if you work hard in life, the results will always be good.

Tips or Ways - Recite the Jupiter Seed Mantra 108 times Om Gram Grim Grom Sa Gurbe Namah. Recite the thousand names of Vishnu. Recite the four Hanuman mantras daily. Bow down to the Sun with water.