Monthly - মাসিক |
---|
বৃষ রাশির সেপ্টেম্বর মাস ২০২৫ এর রাশি ফল কেমন কাটবে..? স্বাস্থ্য - এই মাসে আপনাদের স্বাস্থ্য খুব একটা খারাপ কাটবেনা হয়তো একটু ক্লান্ত ভাব বেশি লাগতে পারে একটু দুর্বল লাগতে পারে যদি কোন লং ট্রাভেলে যান বা বারবার কোন ট্রাভেলিং হয় তাহলে আপনাকে আপনার হেলথ এর দিকে একটু বিশেষ নজর রাখতে হবে কারণ আপনার ইমিউনিটি সিস্টেম একটু কমজোরি হতে পারে এবং এই বিষয়টি আপনার ১৫ ই সেপ্টেম্বরের আগে হতে পারে। যদি আপনার হেলথের সাথে রিলেটেড কোনরকম কোন ইস্যু থাকে বা কোন রকম কোনো টেনশনে থাকেন তাহলে ১৫ ই সেপ্টেম্বর এর পর আপনার ইমিউনিটি আপনার health recover করে যাবে। শিক্ষা - পনেরোই সেপ্টেম্বরের পর আপনার স্টাডি খুবই ভালো হয়ে যাবে আপনার পড়াশোনা আপনার এক্সাম খুবই ভালো হবে যদি ১৫ই সেপ্টেম্বরের পর হয়। যদি আপনি কিছু বড় করার চিন্তাভাবনা করেন তাহলে বলব ১৫ই সেপ্টেম্বর এর পরে সেই ডিসিশন টি নিতে পারেন তাহলে আপনার জন্য সেটি ভাল হবে। পনেরই সেপ্টেম্বর এর আগেও আপনার পড়াশোনা ভালো থাকবে কিন্তু ১৫ ই সেপ্টেম্বরের পর থেকে আপনার পড়াশুনা আপনার স্টাডি উচ্চ মাত্রায় গিয়ে দাঁড়াবে আপনার কনসেনট্রেশন খুব ভালো থাকবে। প্রেম জীবন - এই মাসে আপনাদের লাভ রিলেশন খুবই ইন্টারেস্টিং থাকবে কারণ আপনার পার্টনারের মুড খুবই ভালো থাকবে এবং এর সাথে সাথে তার মধ্যে কিছুটা এগ্রেশনও দেখা যাবে বিশেষ করে হল ১৪ ই সেপ্টেম্বরের আগে ছোট ছোট জিনিসকে নিয়ে ডমিনেট করবেন এবং মাঝে মাঝে ছোট ছোট বিষয় নিয়ে একটু বেশি মাতামাতি করবেন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে নিজের ভুলকে রিলাইজ করতে পারবে বা দুজনের মধ্যে যদি কোন রকম প্রবলেম চলছিল বা কোন মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল ঝগড়া অশান্তি ছিল অথবা দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল সেই সমস্ত প্রবলেম দূর হবে ১৫ ই সেপ্টেম্বর এর পর থেকে এবং খুব ভালো রেজাল্ট পাবেনআপনার লাভ রিলেশন এর ক্ষেত্রেও এবং আপনার স্টাডির ক্ষেত্রেও। বিবাহিত জীবন - ১৪ ই সেপ্টেম্বরের পর থেকে আপনার ম্যারেড লাইফে ছোট ছোট জিনিস নিয়েই কোন বড় ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে দুজনের মধ্যে আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে দুজনের মধ্যে fight হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনার লাইফ পার্টনারের হেলথের সমস্যা দেখা যেতে পারে কোন কিছু নিয়ে ইনফেকশন হয়ে যেতে পারে এলার্জির ফিভার কোল্ডকাপ হওয়া ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়া এই দুটো জিনিসের মধ্যে কোন একটি জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে ১৪ ই সেপ্টেম্বরের পর থেকে সেক্ষেত্রে আপনাকে এই দুটো বিষয়ের ওপরই একটু বিশেষ ধ্যান রাখতে হবে। এই সমস্ত বিষয়টি আপনার জন্ম কুষ্ঠির উপর ডিপেন্ড করছে যদি আপনার জন্ম কুষ্ঠি স্ট্রং থাকে তাহলে হেলথের কোন সমস্যা নাও হতে পারে কিন্তু কিছু কিছু প্ল্যানিটারি পজিশনের জন্য আপনাকে প্রবলেমও ফেস করতে হতে পারে। আপনাকে এখানে দুটো জিনিসের উপর একটু বিশেষ নজর রাখতে হবে এক হচ্ছে আপনার লাইফ পার্টনারের হেলথ এবং আপনাদের সম্পর্কে কোন রকম ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা যাতে না হয় সেই চেষ্টাটাই করবেন। ছাড়া বাকি সমস্ত কিছু ৭০ ৭২ পার্সেন্ট ভালো থাকবে। ভাগ্য - এই মাসে আপনার ভাগ্য খুব ভালোই কাটবে আপনার কিছু প্রফিট হতে পারে, এবার যদি আপনি বিশেষ কোন ডেটের কথা বলেন যে কোন ডেট থেকে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে বা খুবই ভালো কাটতে পারে তাহলে বলবো ১৫ ই সেপ্টেম্বর এর পর থেকে আপনার ভাগ্যের সাথে চমৎকার চমৎকার জিনিস ঘটবে যেটি আপনার ভাবনার বাইরে থাকবে। যদি আপনি কোন রকম কোন বড় কাজ করতে চান কোন বড় জিনিস পারচেস করতে চান বা কোন শুভ কাজ করতে চান কোন মাঙ্গলিক কাজ করতে চান তাহলে বলব ১৪ই ১৫ই সেপ্টেম্বরের পরে করলে আপনার ভাগ্য খুবই ভালো কাটবে। কর্মজীবন - আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন মার্চ এবং এপ্রিলের পর থেকে আপনার ক্যারিয়ারের বা আপনার পজিশনে আপনি যেখানে বসে কাজ করেন বা আপনার অফিসের সিট কোনরকম চেঞ্জ এসছে কিনা। অথবা যদি কোন রকম চেঞ্জ নাও আসে তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি সামনের চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার ক্যারিয়ারের কোনরকম চেঞ্জেস অবশ্যই ঘটতে পারে। এবং এর সাথে সাথে আরেকটি বিষয় হলো আপনি এই সেপ্টেম্বর মাসে আপনার কাজকে একটু শর্টকাট ভাবে করতে পছন্দ করবেন আপনার মধ্যে একটু লেজিনেজ দেখা যাবে ,আপনি নিজের উপর প্রেসার নিতে চাইবেন না আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন কিভাবে নিজের কাজটিকে শর্টকাট ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আপনার কাজটি শেষ করতে পারেন কিন্তু আপনার এই শর্টকাটের জন্য আপনার এই তাড়াহুড়োর জন্য আপনার কাজটি নষ্ট হয়ে যেতে পারে সেই দিকে আপনাকে একটু বিশেষ নজর রাখতে হবে কোনরকম কোন তাড়াহুড়োর মধ্যে কাজ করা একদমই চলবে না এতে আপনারই ক্ষতি হতে পারে ,নিজের স্পেসেন্স ওপর কন্ট্রোলের ওপর বিশেষ নজর রাখতে হবে। যদি আপনি এই মাসে প্রমোশনের জন্য ওয়েট করে থাকেন বা কোনরকম কথাবার্তা চলে তাহলে বলবো হওয়ার সম্ভাবনা ৭৫ ৮০% থাকবে। এই সেপ্টেম্বর মাস আপনার ম্যানেজমেন্ট আপনার কমিউনিকেশন স্কিল খুবই ভালো থাকবে Tips or উপায় - শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার এবং ডেলি হনুমান চালিসা পাট ফলো করতে হবে, এবং সূর্য অস্তের পরে চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার। --------------------------------------------------------- How will the Taurus horoscope for September 2025 turn out..? Health - Your health will not be very bad this month, you may feel a little tired, you may feel a little weak, if you go on a long trip or travel repeatedly, then you will have to pay special attention to your health because your immunity system may be a little weak and this may happen before September 15th. If you have any issue related to your health or are under any kind of tension, then after September 15th, your immunity will recover your health. Education - After September 15th, your studies will be very good, your studies and exams will be very good if they are after September 15th. If you are thinking of doing something big, then I would say that if you can take that decision after September 15th, it will be good for you. Even before September 15, your studies will be good, but after September 15, your studies will be at a high level, your concentration will be very good. Love Life - This month, your love relationship will be very interesting because your partner's mood will be very good and along with this, some aggression will also be seen in him, especially before September 14, you will dominate over small things and sometimes you will talk a little too much about small things. After September 15, you will be able to realize your mistakes or if there was any problem between the two of you or there was any misunderstanding, quarrel, unrest or communication between the two was stopped, all those problems will be resolved after September 15 and you will get very good results in your love relationship and in your studies. Married life - After September 14th, there is a possibility of some big trouble in your married life due to small things. There is a possibility of arguments between the two. There is a possibility of a fight between the two. Or your life partner may have health problems. There is a possibility of infection due to something. Allergy, fever, cold, or immune system down. There is a possibility of one of these two things. After September 14th, in that case, you will have to pay special attention to these two things. All these things depend on your birth horoscope. If your birth horoscope is strong, then there may be no health problem, but you may have to face problems due to some planetary positions. You have to pay special attention to two things here. One is the health of your life partner and try to avoid any trouble regarding any small matters. Apart from that, everything else will be 70-72 percent good. Luck - This month your luck will be very good, you may have some profit, now if you talk about any special date from which your luck can turn around or turn very good, then I will say that after September 15, wonderful things will happen to your luck which will be beyond your imagination. If you want to do any big work, want to purchase something big or want to do any auspicious work, then I will say that if you do it after September 14th or 15th, your luck will be very good. Career - You must comment and tell me if there has been any change in your career or your position where you work or your office seat since March and April. Or if there is no change, then I will tell you that some changes in your career can definitely happen in the next four to five months. And along with this, another thing is that you will like to do your work in a shortcut way this September, you will see a little legion in you, you will not want to take pressure on yourself, you will always think about how to take your work forward in a shortcut way. You will try to finish your work as soon as you can, but because of this shortcut, your work may be ruined, you have to pay special attention to that, you should not work in any hurry at all, it may harm you, you have to pay special attention to control your space. If you are waiting for a promotion or some kind of conversation this month, then I would say that there will be a 75-80% chance of it happening. Your management and communication skills will be very good this September. Tips or Ways - You should recite the seed mantra of Venus 108 times and follow the daily Hanuman Chalisa, and after sunset, recite the seed mantra of the moon 108 times.
বৃষ রাশি 2025 এ রাশিফল কেমন হবে আপনাদের জন্য - ৩০ বছর পর আসতে চলেছে সেই বড় সময় :- আজ আমি বৃষ রাশির সকল জাতক জাতিকাদের বলতে চাই যে আপনাদের সকল অপেক্ষার আজ সমাপ্তি ঘটবে।আজ আপনারা জানবেন বার্ষিক রাশিফলে বৃষ রাশি ২০২৫ সালটা কেমন হবে আপনাদের জন্য। সবকিছু ডিটেইলে আপনাদের জানাব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে এই সালটা এমনই যেখানে শনি,রাহু,কেতু এবং বৃহস্পতির রাশির পরিবর্তন হবে। এখানে শনিদেব আড়াই বছর পর পরিবর্তন করবেন এবং রাহু ও কেতু দেড় বছর পর পরিবর্তন করবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করুন। কারণ এই বড় গ্রহের পরিবর্তনের সাথে সাথে আপনার জীবনেরও অনেক পরিবর্তন ঘটবে। তাহলে চলুন জেনে নিন বৃষ রাশি 2025 সাল কেমন হবে।এই রাশি হল আপনার দ্বিতীয় রাশি। আর এই রাশির অধিপতি হলেন শুক্র শুরুতেই ২০২৫ জানুয়ারি মাসের রাশির স্বামী হলেন শুক্র। ভূমিকা - বৃহস্পতি ১৫ ই মে পর্যন্ত প্রথম স্থানে আছেন এরপর মিথুন রাশিতে অর্থাৎ দ্বিতীয় স্থানে বৃহস্পতি প্রবেশ করবেন। শনিদেব শুক্রর সাথে দশম স্থানে আছেন তবে ৩০ শে মার্চের পর শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ একাদশ গৃহে প্রবেশ করবেন। রাহু একাদশ স্থানে বিরাজ করছেন এবং কেতু পঞ্চম স্থানে বিরাজ করছেন, ১৮ই মে এরপর রাহু এবং কেতু দুজনেরই পরিবর্তন ঘটবে, রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু সবসময় পেছনের দিকে এই পদার্পণ করেন অর্থাৎ রাহু একাদশ স্থান থেকে বেরিয়ে দশম স্থানের দিকে প্রবেশ করবেন। স্বাস্থ্য - এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কোন সমস্যা দেখা যাচ্ছে না কারণ ১৫ ই মে পর্যন্ত বৃহস্পতি প্রথম স্থানেই অবস্থান করবেন আর বৃহস্পতি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে। ৩০ শে মার্চের পর শনিদেবের যখন রাশির পরিবর্তন ঘটবে তখন আপনার স্বাস্থ্যেরও পরিবর্তন ঘটবে আগের থেকে যদি আপনার কোন শারীরিক সমস্যা থেকে থাকে ৩০ শে মার্চের পর তার সমাপ্ত ঘটবে। রাহু এবং কেতুর ফলে আপনার মধ্যে একটু হজমের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে, চোখে ইরিটেশন, স্কিন এলার্জি হওয়ারও সম্ভাবনা আছে। শিক্ষা - বৃহস্পতি আপনাকে জ্ঞান ও ম্যাচুরিটি প্রদান করবে।সঠিক শিক্ষা অর্জন করতে সাহায্য করবে। কমিউনিকেশন স্কিল কে ভালো তৈরি করতে সাহায্য করবে,আপনার ভেতরে পজিটিভিটি ও এনার্জি গেইন করতে সাহায্য করবে। আপনি হায়ার এডুকেশন এর জন্য এপ্লাই করতে পারেন। শনিদেব ও শিক্ষার ক্ষেত্রে আপনাকে ভালো ফল প্রদান করবে,পড়ার প্রতি আপনার আগ্রহ বাড়াতে সাহায্য করবে। রাহু এবং কেতুর ফলে মাঝে মাঝে আপনার মন চঞ্চল হয়ে উঠবে, অন্যমনস্ক হয়ে উঠবে। তাই নিজের ফোকাস টাকে সবসময় ঠিক রাখবেন প্রেম জীবন - বৃহস্পতি 15 ই মে পর্যন্ত প্রথম স্থানে আছে সুতরাং এর আগে আপনার পরিবারের মধ্যে বিবাহের আলাপচারিতা চলার সম্ভাবনা আছে,এবং সেটা ফাইনাল ও হয়ে যেতে পারে।আপনাদের মধ্যে প্রেম সম্পর্ক আরো গাঢ় হয়ে উঠবে। প্রেম সম্পর্কে আপনাদের মধ্যে বিশ্বাসকে বাড়াতে শনিদেব সাহায্য করবে।আপনার মনের সকল ইচ্ছাই পূরণ হবে। রাহু ও কেতুর ফলে মাঝে মাঝে একটু বাঁধার সৃষ্টি হতে পারে আপনারা একে অপরকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন ঠিকই কিন্তু তাতেও একটা অসন্তুষ্টি ভাব আসবে আপনাদের মনে। বৈবাহিক জীবন - আপনারা সন্তানের প্লানিং করতে পারেন ১৫ই মেএর আগে এটা হচ্ছে একটা শুভ সময় এটাকে হাতছাড়া করবেন না। শনি দেবের কারণে আপনার জীবনসঙ্গীর কর্মজীবনে অনেক উন্নতি দেখা দেবে। রাহু ওকে তো মাঝে মাঝে আপনার বৈবাহিক জীবনে বাধার সৃষ্টি করবি ছোটখাটো ব্যাপারেই ঝগড়া ঝামেলা লেগেই থাকবে। তাই সব সময় নিজের ভাষার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন ভাগ্য - ১৫ই মে এর পর যখন বৃহস্পতি দ্বিতীয় স্থানে প্রবেশ করবে,এই স্থানটি হল ধনের স্থান,আত্মীয়র স্থান এবং বাক্যের স্থান।এই স্থানে প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনার সেভিংস বাড়তে থাকবে, ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে, আপনার সেভিংস increase হবে। কারণ বৃহস্পতি হলেন শুভ গ্রহ এবং একাদশ ও অষ্টম স্থানের অধিপতি। ১৫ ই মে এরপর আপনি লোন নিতে পারবেন কর্মজীবন - বৃহস্পতির দৃষ্টি যখন আপনার পঞ্চম, ষষ্ঠ এবং নবম স্থানের উপর পড়বে তখন কর্ম ক্ষেত্রে আপনার অনেক গ্রোথ আসবে একটু পরিবর্তন আসবে, নতুন টেকনিক আপনার মাথায় আসবে এবং সেই নতুন টেকনিককে কাজে লাগানোর চেষ্টা করবেন আপনি, শত্রুর বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা আছে তাই চোখ কান খোলা রেখে কাজ করবেন। শনিদেব হলেন খুবই গুরুত্বপূর্ণ কারণ উনি হলেন ভাগ্যের স্বামী এবং কর্মক্ষেত্রের স্বামী। ৩০ শে মার্চের পর শনিদেব একাদশ গৃহে প্রবেশ করলে আপনার কর্ম ক্ষেত্রে প্রফিট হবে ইনকামে গ্রোথ দেখা দেবে। ৩০ শে মার্চের পর আপনি লোহার সাথে অ্যাটাচ হবেন অর্থাৎ লোহা দিয়ে তৈরি কোন জিনিস আপনি ক্রয় করবেন। আপনি ম্যানুফ্যাকচারিং এর কাজ করবেন। Export ও import এর কাজ করতে সক্ষম হবেন। শনিদেব আপনাকে লাভই লাভ দেবে,কারণ ৩০ শে মার্চের পর পুরো বছর টাই শনিদেব একাদশ স্থানেই থাকবেন। তখন কর্ম ক্ষেত্রে আপনার বৃদ্ধি হবে।কারণ আপনি পরিশ্রম করবেন, এই স্থান আপনাকে দিয়ে পরিশ্রম করাবে, আপনার ইনকাম বাড়ানোর জন্য এবং ধনসম্পত্তি বাড়ানোর জন্য। মাচ ও এপ্রিলের মধ্যে আপনার কর্মক্ষেত্রে প্রমোশন আসতে পারে। আপনি চাইলে কোন শুভ সিদ্ধান্ত নিতে পারেন নিজের বিজনেস নিয়ে।কারণ এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেব হলেন যোগ কারক প্ল্যানেট। আপনাদের কার মনে কি ডিজায়ার বা ইচ্ছা আছে যেটা আপনারা ২০২৫ এ পূরণ করতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। Tips or উপায় - শুক্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন ওঁ দ্রাম দ্রীম দ্রোম সঃ শুক্রয় নমঃ। শনিদেবের বীজ মন্ত্র ১০৮ বার পাঠ করবেন ওঁ প্রাম প্রীম প্রোম সঃ শনি চড়ায় নমঃ। সূর্যকে জল দিয়ে প্রণাম করবেন প্রত্যেকদিন
How will the horoscope of Taurus 2025 be for you - That big time is coming after 30 years :- Today I want to tell all the Taurus people that all your wait will end today. Today you will know how the year Taurus 2025 will be for you in the annual horoscope. I will tell you everything in detail. The most important thing is that this year is one where the signs of Saturn, Rahu, Ketu and Jupiter will change. Here, Saturn will change after two and a half years and Rahu and Ketu will change after one and a half years, so follow the video carefully from beginning to end. Because with the change of this big planet, many changes will also happen in your life. So let's find out how Taurus will be in 2025. This sign is your second sign. And the ruler of this sign is Venus. In the beginning, Venus is the husband of the sign of the month of January 2025. Introduction - Jupiter is in the first place till May 15th, then Jupiter will enter Gemini i.e. in the second place. Saturn is in the tenth place with Venus, but after March 30th, Saturn will enter Pisces i.e. in the eleventh house. Rahu is in the eleventh place and Ketu is in the fifth place, after May 18th, both Rahu and Ketu will change, Rahu will enter Aquarius and Ketu will enter Leo. Rahu always takes this step backwards i.e. Rahu will leave the eleventh place and enter the tenth place. Health - There is no health problem for the people of this zodiac sign because Jupiter will remain in the first place till May 15 and Jupiter will help you keep your health good. After March 30, when Saturn changes its sign, your health will also change. If you had any physical problems before, they will end after March 30. Due to Rahu and Ketu, you may have some digestive problems, liver problems, eye irritation, skin allergies are also possible. Education - Jupiter will give you knowledge and maturity. It will help you get the right education. It will help you develop good communication skills, help you gain positivity and energy within you. You can apply for higher education. Saturn will give you good results in the field of education, help you increase your interest in studying. Due to Rahu and Ketu, sometimes your mind will become restless and distracted. So always keep your focus right Love life - Jupiter is in the first place till May 15th, so before that, there is a possibility of marriage talks in your family, and it can also become final. The love relationship between you will become deeper. Shani Dev will help you increase your trust in love. All your wishes will be fulfilled. Due to Rahu and Ketu, sometimes there may be a little tension. You will try to keep each other happy, but even that will make you feel dissatisfied. Marital life - You can plan for a child before May 15th. This is an auspicious time, do not miss it. Due to Shani Dev, your spouse's career will improve a lot. Rahu will sometimes create obstacles in your marital life, there will be quarrels and troubles over small matters. So always try to control your language Luck - After May 15th, when Jupiter enters the second house, this place is the place of wealth, the place of relatives and the place of speech. As soon as it enters this place, your savings will increase, your bank balance will increase, your savings will increase. Because Jupiter is an auspicious planet and the lord of the eleventh and eighth houses. After May 15th, you will be able to take a loan Career - When Jupiter's gaze falls on your fifth, sixth and ninth house, you will get a lot of growth in your career, some changes will come, new techniques will come to your mind and you will try to use that new technique, there is a possibility of increase in enemies, so keep your eyes and ears open and work. Shani Dev is very important because he is the lord of luck and the lord of the workplace. After March 30, if Shani Dev enters the eleventh house, there will be profit in your career and there will be growth in income. After March 30, you will be attached to iron, that is, you will buy something made of iron. You will do manufacturing work. You will be able to do export and import work. Shani Dev will give you only profit, because after March 30, Shani Dev will remain in the eleventh house for the whole year. Then you will grow in your career. Because you will work hard, this place will make you work hard, to increase your income and wealth. You may get a promotion at work between March and April. If you want, you can take some auspicious decisions regarding your business. Because for the people of this zodiac sign, Shani Dev is the Yoga Karak Planet. Tips or remedies - Recite the seed mantra of Venus 108 times Om Dram Drim Drom Sa Shukraya Namah. Recite the seed mantra of Shani Dev 108 times Om Pram Prem Prom Sa Shani Charaya Namah. Offer water to the Sun every day.
|