রাশিফল

Virgo - কন্যা

Monthly - মাসিক

কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেপ্টেম্বর মাসের ২০২৫ এর রাশিফল।

 স্বাস্থ্য -১৫ ই সেপ্টেম্বর অব্দি আপনাদের ইমিউনিটি সিস্টেম একটু কমজোরি থাকতে পারে, এবং এর সাথে সাথে ইনফেকশন এলার্জি স্টমাক রিলেটেড বা লিভার রিলেটেড কিছু সমস্যা দেখা যেতে পারে। সে ক্ষেত্রে আপনাকে ১৫ই সেপ্টেম্বর অব্দি একটু খাওয়া-দাওয়ার উপর বিশেষ নজর রাখতে হবে এবং বাইরের কোনরকম জাঙ্ক ফুড খাওয়া চলবে না হেলদি খাবার খেতে হবে বাড়ির খাবার খেতে হবে। যখন বুথ আপনার ফাস্ট হাউসে ট্রানজিট করবে তখন আপনার ইমুউনিটি সিস্টেম হাই হয়ে যাবে এবং আপনার হেলথের কোনরকম সমস্যা যেগুলো আগে ছিল সেই সমস্যা আপনি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবেন।

শিক্ষা - এই সেপ্টেম্বর মাসে আপনাদের পড়াশোনা ভালোই কাটবে এবং যদি আপনারা কোন রকম স্টাডি নিয়ে কোন প্ল্যান করতে চান বা নতুন কোথাও এডমিশন করতে চান টিউশনি চেঞ্জ করতে চান টিচার চেঞ্জ করতে চান বা কোন ফর্ম ফিলাপ করতে চান তাহলে বলব সেপ্টেম্বর মাসের যেকোনো দিনেই করতে পারেন মাসটি আপনাদের স্টাডির ক্ষেত্রে খুবই ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে যদি কোন ডেটের কথা বলেন তাহলে বলবো ১৫ ই ১৬ ই সেপ্টেম্বর এর পর থেকে আরো আরো অনেক ভালো আপনাদের পড়াশোনা চলবে এবং যদি আপনাদের কোনরকম কোন এক্সাম থাকে তাহলে বলব সেই এক্সামের ফল খুবই ভালো হতে চলেছে শুধু নিজের লক্ষ্যে স্থির থাকুন।

প্রেম জীবন -মাসের শুরুর দিকে দুজনের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে দুজনার মতের অমিল রয়েছে দুজনার কথা বাত্রার ওপর কিছুটা বিশেষ নজর রাখা দরকার কারণ ছোট ছোট বিষয় নিয়ে কোন বড়সড়ো ঝামেলা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে হাইট হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং দুজনার মধ্যে আগ্রুমেন্ট হওয়া এগ্রেশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সমস্ত কিছুর সম্ভাবনা 10ই সেপ্টেম্বর অব্দি দেখা যাচ্ছে কিন্তু দশই সেপ্টেম্বরের পর থেকে দুজনের মধ্যে একটি অন্যরকম মিল ঘটবে যেটিতে আপনারা দুজনে নিজেরাই অবাক হয়ে যাবেন এতটা পরিবর্তন কি করে এল, দুজনার মধ্যে এটাচমেন্ট বাড়বে এবং যদি কোন ঝামেলার কারণে কথা বলা বন্ধ থাকে তাহলে নতুন করে কথা বলার শুরু হবে এবং দুজনেই দুজনের সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠবেন,দুজনেই চেষ্টা করবেন কিভাবে সম্পর্কটা ঠিক করা যায়, দুজনার vibes mach করবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং হবে, এবং আমি বলব যদি দুজনার মধ্যে কারোর মনে কোন রকম কনফিউশন বা এড্রেশন থাকে তাহলে সেই সমস্ত কিছু কে ইগনোর করতে হবে,নয়তো আপনাদের রিলেশনই প্রবলেম হতে পারে।

 বিবাহিত জীবন - এই মাসে আপনার লাইফ পার্টনার তার নিজের কিছু কাজের জন্য খুবই ব্যস্ত থাকবেন এবং এই সেপ্টেম্বর মাসে আপনার লাইফ পার্টনার কিছুটা স্ট্রাবামের মধ্যে থাকবে, কিন্তু একজনের জন্য দুজনেই কোথাও না কোথাও গিয়ে দুজনার কথা অমান্য করবেন এবং কেউ কাউকে টাইম দিতে চাইবেন না আপনাদের সবসময় মনে হবে ও আমাকে টাইম দিচ্ছে না মানে আমি ওকে দেব না ও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না মানে আমি ওর দিকে তাকাবো না আপনাদের মধ্যে ঠিক এরকমই একটা নেচার কাজ করবে।

ভাগ্য - ১৫ ই সেপ্টেম্বরের আগে অব্দি আপনাদের ভাগ্য ভালোই থাকবে যদি আপনি কোন রকম সেল পারচেস করতে চান বা কোথাও টাকা ইনভেস্ট করতে চান কোন মিটিং করতে চান বা কোন প্রপার্টি ডিলিং করতে চান বা কোন শুভ কাজ কোন মাঙ্গলিক কাজ করতে চান তাহলে বলব ১৫ ই ১৬ ই সেপ্টেম্বর এর পরে করলে আপনার জন্য ভালো হবে। ১৫-১৬ ই সেপ্টেম্বর এর আগে অবধি ভালো যাবে কিন্তু তারপরে আপনাদের ভাগ্য একটু ডাউন হয়ে যাবে। 

কর্ম জীবন  - যদি কেরিয়ার কথা বলি তাহলে বলব সেপ্টেম্বরের মাঝামাঝির পর থেকে কন্যা রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার খুবই ভালো কাটবে কিন্তু শুরুর দিকে একটু একটু প্রবলেমে পড়তে হতে পারে কিন্তু শেষটা ভালোই কাটবে, যদি কারোর কাছে কোন রকম চাকরি না থাকে তাহলে এবার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ১৫ ই সেপ্টেম্বরের পর থেকে এবং যারা চাকরিতে অলরেডি রয়েছেন তারা প্রমোশন পেলেও পেতে পারে। এবং আপনার কমিউনিকেশন আপনার টার্গেট খুবই ভালো পজিশনে থাকবে এবং আপনার ওয়ার্ক খুবই পারফেক্ট থাকবে। আপনি আপনার লাইফে কিছু এচিভ করতে পারবেন,এবং আপনার একটার পর একটা ভালো ভালো কাজের পর আপনি প্রমোশন পেতে পারেন।

Tips or উপায় - বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন এবং প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন সূর্যকে জল দিন এবং ডেলি হনুমান চালিশা পাঠ করুন ১০৮ বার।

-----------------------------------------------

How will Virgos fare in September 2025?

Health - Your immunity system may be a little weak till September 15th, and along with this, you may experience some problems like infection, allergy, stomach related or liver related. In that case, you will have to pay special attention to your food and drink till September 15th and you will not be allowed to eat any junk food from outside, you will have to eat healthy food and eat home-cooked food. When the booth transits in your fast house, your immunity system will be high and you will be able to recover from any health problems that you had before very quickly.

Education or Education - This September will be a good month for your studies and if you want to make any plans for any study or want to get admission somewhere new, want to change tuition, want to change teacher or want to fill up any form, then I would say you can do it on any day of September, the month looks very good for your studies. If you are talking about a specific date, I would say that your studies will go much better from September 15th to 16th onwards, and if you have any exams, I would say that the results of those exams are going to be very good. Just stay focused on your goals.

Love life - At the beginning of the month, there is a possibility of some misunderstanding between the two and along with this, there is a difference of opinion between the two. You need to pay special attention to the way they talk because there is a possibility of some big trouble over small matters. There is also a possibility of highs and there is a possibility of arguments and aggression between the two. All these possibilities are seen till September 10th. But after September 10th, a different match will happen between the two in which both of you will be surprised how much change has come about. The attachment between the two will increase and if talking has stopped due to some problem, then talking will start again and both of you will be eager to talk to each other. Both of you will try how to fix the relationship. The vibes of both will match. The understanding between the two will be strong. And I would say that if there is any confusion or aversion in the mind of either of you, then you should ignore all that, otherwise your relationship may be a problem.

Married life - This month your life partner will be very busy with some of his own work and in this month of September your life partner will be in a bit of a mess, but for one thing both of you will go somewhere or the other and disobey each other and no one will want to give time to anyone. You will always feel that he is not giving me time, which means I will not give him and he is not looking back at me, which means I will not look at him. Such a nature will work between you.

Luck - Your luck will be good till 15th September. If you want to make any kind of sale purchase or invest money somewhere, want to have any meeting or want to do any property dealing or want to do any auspicious work, then I would say that it will be good for you to do it after 15th and 16th September. It will be good till 15th-16th September but after that your luck will be a little down.

Career - If we talk about career, then I will say that from mid-September onwards, the career of Virgo people will be very good, but they may face a little problem in the beginning, but the end will be good, if someone does not have any job, then there is a possibility of getting a job from September 15th and those who are already ready in the job can also get a promotion. And your communication, your target will be in a very good position and your work will be very perfect. You will be able to achieve something in your life, and after one good work after another, you can get a promotion.

Tips or Ways - Recite the seed mantra of Mercury and bow to the sun every day after waking up, give water to the sun and recite Daily Hanuman Chalisa 108 times.

 

কন্যা রাশি ২০২৫ এর রাশিফল কেমন হবে আপনার জন্য  - 

কর্মজীবন আর প্রেম জীবনে অনেক বড় পরিবর্তন :-
যদি নিজের উপর ভরসা থাকে এবং লক্ষ্যের উপর সমস্ত ফোকাস থাকে তাহলে জীবনে হেরে যাওয়ার প্রশ্নই ওঠে না।
নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি,  সুখের চাকায় আপনাদের সকলকে স্বাগত জানাই।

তাহলে চলুন জেনে নিন কন্যা রাশি ২০২৫ সাল কেমন হবে। এই রাশি আপনার ষষ্ঠ রাশি।এই রাশির অধিপতি হলেন বুধ গ্রহ।

ভূমিকা -  ১৫ ই মে বৃহস্পতি নবম স্থান থেকে প্রস্থান করে দশম স্থানে প্রবেশ করবেন। ১৫ই মে এর আগে ভাগ্যের স্থানে বৃহস্পতি আছেন।এই বৃহস্পতি এক বছর একটা রাশিতেই অবস্থান করেন অর্থাৎ হিসেব করে দেখলে দেখা যাবে ১৫ ই মে ২০২৫ এর এক বছর আগে বৃহস্পতি এখানেই ছিলেন। শনিদেব ষষ্ঠ স্থানে বিরাজ করছেন কিন্তু সপ্তম স্থানে ৩০ শে মার্চের পর কেন্দ্রে প্রবেশ করবেন। ৩০ শে মার্চের আগে কন্যা রাশির জাতক-জাতিকাদের নাত  শনির ঢাইয়া থাকবে না তো শনির সাড়ে সাতি থাকবে। ২০২৫ সালে ৩০ শে মার্চের আগে এগুলো কিছুই নেই ৩০ শে মার্চের আগে ওনার স্থিতি খুব ভালই দেখা যাচ্ছে। রাহু এবং কেতু উভয় গ্রহ কেই বলা হয় ছায়া গ্রহ।এই দুটোই হল প্রধান গ্রহ রাহু আপনার সপ্তম স্থানে আছেন কেতু প্রথম স্থানে আছেন ১৮ই মে পর্যন্ত এরপর উভয়গ্রহই স্থানের পরিবর্তন করবেন। রাহু যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে কারণ এটাকে ত্রিক ভাব বলা হয়,তখন রাহু অনেক ভালো ফল দেবেন।

গ্রহ স্থিতি - আপনার রাশির অধিপতি হলেন বুধ আর বুধ তৃতীয় স্থানে বিরাজ করছেন। সূর্য চতুর্থ স্থানে।ষষ্ঠ স্থানে শুক্র ও শনি। সপ্তম স্থানে রাহু। নবম স্থানে বৃহস্পতি। প্রথম স্থানে কেতু এবং একাদশ স্থানের মঙ্গল বিরাজ করছেন।

স্বাস্থ্য - বৃহস্পতি দৃষ্টি যখন ষষ্ঠ স্থানের উপর পড়বে তখন লিভারে হজমের সমস্যা দেখা দেবে,এবং বৃহস্পতির দৃষ্টি যখন চতুর্থ স্থানের উপর পড়বে অর্থাৎ নিজের গৃহের উপর তখন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত থাকবেন অথবা আপনার মা  আপনাকে নিয়ে চিন্তিত থাকবেন। ৩০ শে মার্চের আগে যেহেতু শনির স্থিতি ভালো আছে তাই দূরে ভ্রমণ যাত্রায় আপনি যেতে পারেন বা বিদেশ যাত্রাও হতে পারে। সেই জন্য একটু ইমিউনিটির বিশেষ খেয়াল রাখতে হবে, বাইরের খাওয়ার একেবারেই খাওয়া যাবেনা। রাহু এবং কেতুর ফলে আপনার স্বাস্থ্যের হানি হতে পারে তাই সাবধানে থাকবেন।

শিক্ষা- বৃহস্পতির প্রথম স্থানের উপর দৃষ্টি আছে তাই আপনি অনেক কিছু এচিভমেন্ট করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য ভালো জায়গায় এডমিশন নিতে পারেন এতে ভাল ফল পাবেন। শনিদেব শিক্ষার ক্ষেত্রে আপনাকে অনেক সাহায্য করবে আপনার কোন পরীক্ষা থাকলে আপনি তাতে ভালো ফল  পাবেন। তবে রাহু ও কেতুর ফলে আপনার মনটা একটু চঞ্চল হয়ে উঠবে এবং আপনি অন্যমনস্ক হয়ে পড়বেন কিন্তু বৃহস্পতি আপনাকে সাহায্য করবে।

প্রেম জীবন - বৃহস্পতি আপনার প্রেম সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করবে। শনিদেব আপনার প্রেম জীবনে কোন বাঁধা থাকতে দেবে না,সম্পর্ক আরো বেটার হয়ে যাবে দুজনের মধ্যে বন্ডিং ভালো হবে এবং আরো কারোর সাথে যদি সম্পর্ক খারাপ থাকে সেটা পরিবারের কারোর সাথে হোক বা অন্য কেউ সেটাও ভালো হয়ে যাবে। রাহু এবং কেতু আপনার প্রেম সম্পর্কে একটু বাধার সৃষ্টি করবে, ছোটখাটো বিষয় নিয়ে মতের অমিল হতে পারে।

বৈবাহিক জীবন - বৃহস্পতি দৃষ্টি পঞ্চম স্থানের উপর যখন পড়বে তখন আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে সক্ষম হবেন, সেটা কোথাও ঘুরতে যাওয়া অথবা সন্তানের বিষয়ে ও হতে পারে। যদি আপনি আপনার সন্তানকে নিয়ে কিছু ভালো জিনিস আশা করে থাকেন তাহলে ১৫ ই মে এর আগে আপনার সন্তানের জীবনে বড় কিছু হতে চলেছে। শনিদেব সপ্তম স্থানে প্রবেশ করা মানে আপনার বৈবাহিক জীবনের উপর একটু লক্ষ্য রাখবেন,কারণ আপনার জীবনসঙ্গী স্বাস্থ্যের সমস্যা হতে পারে,কর্মজীবনে ও তার বাধা আসতে পারে,এমন কি আপনার জীবনসঙ্গীর চরিত্রেরও পরিবর্তন করতে পারে। শনিদেবের দৃষ্টি যখন নবম স্থানের উপর পড়বে তখন পিতার সাথে আপনার একটু মতবিরোধ হতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। রাহু এবং কেতুও আপনার বৈবাহিক জীবনের উপর অনেক বাধা সৃষ্টি করবে, তাই সর্বদাই নিজেদের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন।

ভাগ্য - ১৫ ই মে এর আগে পর্যন্ত খুবই শুভ সময় দেখা যাচ্ছে আপনার জন্য,ভাগ্য পুরো সাথ দেবে আপনার,নতুন নতুন কাজ শিখবেন আপনি গভীর জ্ঞান অর্জন করবেন নতুন নতুন ব্যক্তিদের সান্নিধ্যে আসবেন এই সব কিছুই ঘটবে বৃহস্পতির কারণে। বৃহস্পতির দৃষ্টি যখন ষষ্ঠ স্থানের উপর পড়বে তখন শত্রু ও ঋণ বাড়তে পারে, আপনি কোন লোন নিতে চাইলে 2025 15 ই মে এরপর নেবেন কোন তাড়াহুড়ো করবেন না কারণ ষষ্ঠ গৃহ শুভ নয়। আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। বৃহস্পতি দৃষ্টি যখন দ্বিতীয় স্থানের উপর পড়বে আপনার কমিউনিকেশন স্কিল বেড়ে যাবে,আপনার কথা বলার ধরনের পরিবর্তন ঘটবে,আপনি যে ফিল্ডেই কাজ করবেন না কেন বৃহস্পতি আপনাকে সুফল দেবে। শনিদেব যখন ৩০ শে মার্চের পর সপ্তম গৃহে প্রবেশ করবেন এবং পুরো বছর টাই এখানে থাকবেন তখন আপনি অনেক নতুন নতুন জিনিসের সাথে কানেক্ট হবেন। তেতু যখন দ্বাদশ গৃহে প্রবেশ করবেন এই সময়টা খুবই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় কন্যা রাশির জাতক-জাতিকারা যদি কোন কোর্ট কেসে ফেঁসে থাকে তাহলে তারা তার থেকে মুক্তি পাবে তখন তার ভেতর একটা আধ্যাত্মিক এনার্জি বেড়ে যাবে, মনটা সেই দিকেই ঝুঁকতে থাকবে পজিটিভ চিন্তাভাবনা আসবে তার মনে, কেতু এবং রাহু আপনাকে ঋণ রোগ ও শত্রু থেকে বাঁচাতে সাহায্য করবে।

কর্মজীবন - যখন বৃহস্পতি দশম স্থানে প্রবেশ করবেন এবং পুরো বছরটা এখানেই থাকবেন তখন কর্মজীবনে অনেক পরিবর্তন আসবে কারণ বৃহস্পতি আপনার সপ্তম ও চতুর্থ স্থানের অধিপতি আপনার ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে কাজ করার ধরন পাল্টে যাবে বা উন্নত হয়ে উঠবে আপনার ভেতর পজিটিভিটি কাজ করবে, বৃহস্পতি হলেন একজন শুভগ্রহ এবং জ্ঞানের দাতা কর্মের ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার কর্মক্ষেত্রে অনেক গ্রোথ দেখা যাচ্ছে। শনিদেবের ফলে আপনার কর্ম ক্ষেত্রে আপনি অনেক পরিশ্রম করবেন তবেই সুফল পাবেন।সবসময় জীবনে এগিয়ে যেতে এবং আপনার লক্ষ্য কে ঠিক রাখতে শনিদেব আপনাকে সাহায্য করবে। শনিদেব যে গৃহেই আসন গ্রহণ করুন না কেন আমাদের কর্মের হিসাবে উনি আমাদের ফল দান করেন।তাই নিজের সমস্ত সময়টা ইনকামের দিকে দিতে হবে তবেই গ্রোথ আসবে। আপনি চাইলে ম্যানুফ্যাকচারিং ও এক্সপোর্ট ইমপোর্টে বিজনেস করতে পারেন। আপনি যদি পার্টনারশিপে বিজনেস করার কথা ভেবে থাকেন তাহলে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেবেন না, রাহু আপনাকে বাধা দিতে পারে কারণ উনি হলেন একজন ছলকারী গ্রহ, তাই কেউ আপনাকে ঠকাতে পারে বা আপনি কারোর দ্বারা প্রতারিত হতে পারেন।

Tips or  উপায় - হনুমান চাল্লিশার পাঠ প্রত্যেকদিন করবেন,সূর্য উদয় হওয়ার পর তাকে জল দিয়ে প্রণাম করবেন। বুধ গ্রহের বীজ মন্ত্র ১০৮ বার পাঠ করবেন  ওঁ ব্রাম ব্রীম ব্রোম সঃ বুধায় নমঃ।

 

How will Virgo 2025 horoscope be for you -

A big change in career and love life:-
If you have faith in yourself and focus on your goals, then there is no question of losing in life.
Hello friends, I am Balaka Banerjee, welcome you all to the wheel of happiness.

So let's find out how Virgo 2025 will be. This zodiac sign is your sixth zodiac sign. The ruler of this zodiac sign is Mercury.

Introduction - On May 15, Jupiter will move from the ninth house and enter the tenth house. Before May 15, Jupiter is in the house of luck. This Jupiter stays in one zodiac sign for a year, that is, if you calculate it, it will be seen that Jupiter was here one year before May 15, 2025. Shani Dev is in the sixth house but will enter the center in the seventh house after March 30. Before March 30, the Virgo natives will not have Saturn in their house, so Saturn will have half a sati. In 2025, there will be none of these before March 30. Their position is very good before March 30. Both the planets Rahu and Ketu are called shadow planets. These two are the main planets. Rahu is in your seventh house, Ketu is in the first house till May 18th, after that both the planets will change their places. When Rahu enters the sixth house, everything will be fine because it is called Trika Bhava, then Rahu will give very good results.

Health - When Jupiter's gaze falls on the sixth house, there will be digestive problems in the liver, and when Jupiter's gaze falls on the fourth house, i.e. on your house, you will be a little worried about your mother's health or your mother will be worried about you. Since Saturn is in good condition before March 30th, you can go on a long trip or even a foreign trip. For that, you have to take special care of your immunity, you cannot eat outside food at all. Rahu and Ketu can harm your health, so be careful.

Education - Jupiter's gaze falls on the first house, so you can achieve a lot. You can take admission in a good place for higher education and get good results. Shani Dev will help you a lot in education, if you have any exams, you will get good results in them. However, due to Rahu and Ketu, your mind will become a little restless and you will become distracted, but Jupiter will help you.

Love Life - Jupiter will help keep your love relationship intact. Shani Dev will not allow any obstacles in your love life, the relationship will become better, the bonding between the two will be good and if the relationship is bad with someone else, be it with someone in the family or someone else, it will also get better. Rahu and Ketu will create some obstacles in your love life, there may be disagreements on small matters.

Marital Life - When Jupiter's gaze falls on the fifth house, you will be able to do family planning, it can be about traveling somewhere or about the child. If you are expecting some good things about your child, then something big is going to happen in your child's life before May 15. Shani Dev entering the seventh house means you should keep a close eye on your marital life, because your life partner may have health problems, he may face obstacles in his career, and may even change the character of your life partner. When Saturn's gaze falls on the ninth house, you may have a little disagreement with your father. Rahu and Ketu will also create many obstacles in your married life, so always try to control your words.

Luck - It seems to be a very auspicious time for you until May 15th, luck will be with you, you will learn new things, you will gain deep knowledge, you will come close to new people, all this will happen because of Jupiter. When Jupiter's gaze falls on the sixth house, enemies and debts may increase, if you want to take any loan, do not take it after May 15, 2025, because the sixth house is not auspicious. You may face danger. When Jupiter's gaze falls on the second house, your communication skills will increase, your style of speaking will change, no matter what field you work in, Jupiter will give you benefits. When Shani enters the seventh house after March 30th and stays here for the whole year, you will connect with many new things. When Tetu enters the twelfth house, this time is considered the best. If the people of Virgo are stuck in a court case, they will get rid of it. Then a spiritual energy will increase in them, their mind will be inclined towards that direction, positive thoughts will come to their mind, Ketu and Rahu will help you save them from debt and enemies.

Career - When Jupiter enters the tenth house and stays here for the whole year, there will be many changes in your career because Jupiter is the lord of your seventh and fourth houses. Your management skills will increase, your style of work will change or improve, positivity will work in you, Jupiter is an auspicious planet and the giver of knowledge. There is a possibility of promotion in the field of work. You are seeing a lot of growth in your work. Due to the influence of Shani Dev, you will work hard in your work and only then will you get benefits. Always Shani Dev will help you move forward in life and keep your goal in mind. No matter which house Shani Dev takes a seat, he gives us the results of our actions. So you have to devote all your time towards income only then will growth come. If you want, you can do business in manufacturing and export import. If you are thinking of doing business in partnership, then do not take any decision in a hurry, Rahu can stop you because he is a deceitful planet, so someone can cheat you or you can be cheated by someone.

Tips or remedies - Read Hanuman Chalisa every day, bow to him with water after sunrise. Read the seed mantra of the planet Mercury 108 times Om Brahm Broom Brom Sa Budhaya Namah.